নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মীরসরাই[email protected]

সাইমুম

শখ : অতি সাধারণ। বই পড়া আর বিদেশ ভ্রমণ।

সাইমুম › বিস্তারিত পোস্টঃ

শব্দের পোস্টমর্টেম -১৪৩ (সই)

২১ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:২৭

যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, বাংলা ভাষায় ব্যবহৃত 'সই' শব্দটি বেশ পয়মন্ত। নানা উৎস থেকে শব্দটি বাংলা ভাষায় ঠাঁই নিয়েছে।



প্রাথমিকভাবে বাংলা সই শব্দটির মূল সংস্কৃত 'সখী'। শব্দটির বিবর্তন এ রকম : সংস্কৃত সখী > প্রাকৃত > সহী > বাংলা সই।



সই অর্থ সঙ্গী, সঙ্গিনী, বয়স্যা (তোরা কেনে সখি! বলিস রাধার জয়, তোরা বলগো সই! শ্যামচাঁদের জয় - দাশরথি রায়; শরমে সরমা সই মরিলা - মধুসূদন দত্ত)।



আবার আরবি 'সহীহ্' থেকে বাংলায় যে সই শব্দটি এসেছে, তার অর্থ স্বাক্ষর, দস্তখত। আর টিপসই অর্থ হাতের বুড়ো আঙ্গুলের মাথার ছাপ। আবার আরবি সহীহ্ শব্দটি থেকে আরেকটি 'সই' বাংলায় এসেছে। তবে তা সরাসরি বাংলায় আসেনি, হিন্দি ভাষার পাসপোর্ট নিয়ে বাংলায় ঢুকেছে।



অভিধানকার জ্ঞানেন্দ্রমোহন দাস এই 'সই' শব্দটির বিবর্তন দেখিয়েছেন এভাবে : আরবি সহীহ্ > হিন্দি সহী > বাংলা সই। এই আরবি সহীহ্ অর্থ সমান আর বাংলা সই অর্থ উপযোগী, অনুরূপ মত। যেমন মাপসই।



আবার এই সই শব্দটি প্রমাণ ও পর্যন্ত অর্থেও ব্যবহৃত হয়। যেমন মাথাসই, হাতসই জল।



সংস্কৃত 'শায়ী' থেকেও বাংলায় সই এসেছে। এই সই অর্থ শায়িত, মধ্যগত, মধ্যে নিক্ষিপ্ত (তাকে জল সই করে দিলে)।



সংস্কৃত 'সহ' থেকেও বাংলায় সই শব্দটি এসেছে। এ সই ক্রিয়াপদ। এটার অর্থ সহ্য করি (এতো জ্বালা সই কি করে?)।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১৮

ময়নামতি বলেছেন: সই মানে সখী, এটাই তো....

বাংলা (সিনেমা সখী তুমি কার ) দেখেছেন না দেখলে ভবিষ্যতে দেখাবার ব্যবস্থা করব।

আবদুল জব্বারের একটা গান আছে

তুমি আছো সবই আছে তুমি নাই কিছু নাই
মরনের পরে যদি জীবন থাকে , সে জীবনে সখী তুমি আমার হবে.....

২১ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:২১

সাইমুম বলেছেন: অনেক কথা মনে রেখেছেন দেখছি। স্মরণশক্তি মাশাআল্লাহ। ধন্যবাদ।

২| ২১ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৪৭

ইসফানিদয়র আরিওন বলেছেন: আরবি 'সহীহ্' অর্থ সমান নয়

২১ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৫০

সাইমুম বলেছেন: আরবি 'সহীহ্' শব্দের একাধিক অর্থ বলা হয়েছে এখানে।

৩| ২১ শে অক্টোবর, ২০১০ রাত ৮:০৯

শিপু ভাই বলেছেন: ঝানার কুনু সেস নাই!!

২১ শে অক্টোবর, ২০১০ রাত ৮:১২

সাইমুম বলেছেন: এ কারণেই জীবন গল্পের চেয়েও অদ্ভুত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.