![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংস্কৃতে সুন্দর (সু +(উন্দ্ + অর) অর্থ রুচির, মনোরম, কান্ত (প্রফুল্লের বাহির অপেক্ষা ভিতর আরও সুন্দর - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়), বিলাসী, অরুণ (প্রভাতকালের ভানু সমান সুন্দর তনু - শিবায়ন)।
কিন্তু বাংলায় সুন্দর মানে সুঙ্গত, ন্যায্য, বেশ (হাসিয়া সুন্দর কহে প্রযুক্তি সুন্দর - ভারতচন্দ্র রায়গুণাকর), অতিশয় (সুন্দর পণ্ডিতা বিটি সর্ব্ব শাস্ত্র জ্ঞানে - মানিক গাঙ্গুলীর ধর্মমঙ্গল), ফরসা বা গোরা (ছেলেটি বেশ সুন্দর)।
মূলানুগ অর্থে সুন্দর অর্থ 'যাকে আদর করা হয়'। জ্ঞানেন্দ্রমোহন দাস শব্দটির গঠন লিখেছেন এভাবে : সু (উত্তম রূপে) + দৃ (আদর করা) + অ (কর্তৃবাচ্যে)। 'ন' এর আগম হয়েছে সুন্দর শব্দে।
বিশেষণে সুন্দর অর্থ তাই মনোহর বা রমণীয়।
অভিধানে সুন্দর শব্দের অর্থে স্ফুট গোরা, লাল রঙাও লেখা রয়েছে।
আবার বিশেষ্যে সুন্দর অর্থ কর্ন্দপ, গুণসিন্ধু রাজার পুত্র।
ড. সুকুমার সেন তাঁর 'ভাষার ইতিবৃত্ত' গ্রন্থে লিখেছেন, সংস্কৃত সুন্দর শব্দের মূল বৈদিক 'সমৃদ্ধ'।
আবার সংস্কৃত 'সিন্দূর' থেকে তৈরি সুন্দরী (সুঁদরি বা সুন্দরি বানানভেদ) হচ্ছে সুন্দরবনে জাত এক জাতীয় গাছ।
সুন্দর শব্দের স্ত্রীলিঙ্গ 'সুন্দরী' (আমা হৈতে পদ্মাবতী কেমন সুন্দরী - আলাওল)।
সুন্দরী মানে রূপবতী রমণী (স্বরেই বুঝিতেছি এ প্রশ্ন কোন সুন্দরী করিলেন - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)।
অভিধানে সুন্দরী শব্দের অর্থে বলা হয়েছে রূপবতী।
সুন্দরী শব্দের গঠন হচ্ছে সংস্কৃত সু +(উন্দ্ + অর + ঈ।
২৩ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:১৫
সাইমুম বলেছেন: মায়ের ভাষার প্রতি সবার টান থাকে। আবার ভাষাভীতিও সবার কম বেশি থাকে। ধন্যবাদ।
২| ২৩ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:১৩
শিপু ভাই বলেছেন: সুন্দর লিখেছেন।
২৩ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:১৭
সাইমুম বলেছেন: সুন্দর লিখেছি। সুন্দরী লিখি নাই
৩| ২৩ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:৪৪
ময়নামতি বলেছেন: কেমন আছেন শব্দের ডাক্তার সাহেব, ভাল থাকুন ভাল লিখুন আমাদের সুরতহাল করুন।
সুন্দর/সুন্দরী মানে রুপবতী (বিউটিফুল)
তুমি সুন্দরও যদি নাহি হও তাই বল কিবা যায় আসে
প্রীয়ার কি রুপ সেই জানে যে কখনো ভালবাসে.....
সুন্দরীগো দোহায় দোহায় মান করনা
আজ নিশিথে কাছে থেক না বল না.....
২৩ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:৫৫
সাইমুম বলেছেন: গানবিদ ময়নামতির মন্তব্যে বেশ ধার থাকে। ধন্যবাদ।
৪| ২৩ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:৪৭
শিবলী বলেছেন: স্কুলে থাকতে এই সিরিজ পাইলে ভাল হইত
২৩ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:৫৫
সাইমুম বলেছেন: হতে পারে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:১১
শায়মা বলেছেন: এত বাংলা ভাষা জানতে ভালো লাগে কিন্তু ভয়ে ভয়ে অতিশয়।