নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মীরসরাই[email protected]

সাইমুম

শখ : অতি সাধারণ। বই পড়া আর বিদেশ ভ্রমণ।

সাইমুম › বিস্তারিত পোস্টঃ

শব্দের পোস্টমর্টেম -১৮৮ (পর্যবসিত)

৩০ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫৪

'দোষী জানিল না কি দোষ তার বিচার হইয়া গেল'- এ বাক্যটির প্রয়োগ 'পর্যবসিত' শব্দের ব্যাপারে খাটতে পারে। কারণ পর্যবসিত শব্দের মূল অর্থ 'সমাপ্ত'। এই অর্থেই একদিন শব্দটির ব্যবহার ছিল।



ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর 'বেতাল পঞ্চবিংশতি'তে লিখেছেন 'দুই বৎসরের অনধিক কাল মধ্যেই প্রথম মুদ্রিত সমস্ত পুস্তক নিঃশেষরূপে পর্যবসিত হয়।' তিনি এখানে সমাপ্ত অর্থেই পর্যবসিত শব্দটি ব্যবহার করেছেন।



কিন্তু পর্যবসিত শব্দের কপাল খারাপ। এটির অর্থের অবনতি ঘটে। শব্দটি এখন নিজেই জানে না তার আভিধানিক অর্থ কেন যে 'রূপান্তরিত আর পরিণতি' নামক তোরঙ্গে ঢুকে গেছে। তাও আবার তুচ্ছার্থে।



সৈয়দ মুজতবা আলী তাঁর 'বড় বাবু' গল্পে লিখেছেন, 'বৃন্দাবনের শ্রীকৃষ্ণকে গীতার শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন করে ফেললে বৃন্দাবন-লীলা মানবিক প্রেমে পর্যবসিত হয়।'



সুভাষ ভট্টাচার্য পর্যবসিত শব্দের সংজ্ঞা দিয়েছেন এভাবে, 'কোনো নীতি, আদর্শ ইত্যাদি যখন রূপান্তরের দ্বারা বিকৃত হয়, তখনই তাকে পর্যবসিত বলা হয়।'



পর্যবসিত শব্দটি বিশেষণ। এ শব্দের বিশেষ্য হচ্ছে 'পর্যাবসান'। পরি + অবসান = পর্যাবসান।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:২৯

শিপু ভাই বলেছেন: সুষম গতিতে এগিয়ে যাচ্ছেন আমাদের সাইমুম ভাই।


অনেকে আগে ভয়ে আপনার পোষ্টে ঢুকত না।
ব্লগে ব্যাকরনের ক্লাশ!!!
এখন অনেকের ভুল ভেঙ্গেছে।
শব্দের পোষ্টমর্টেম - মজার।

০১ লা নভেম্বর, ২০১০ দুপুর ১২:১৪

সাইমুম বলেছেন: ধনবাদ শিপু ভাই। পিচ্ছি কেমন আছে? তাকে আদর দেবেন।

২| ৩১ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:২৭

জুন বলেছেন: আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে সাইমুম,
শব্দের অর্থগুলো না জেনে ব্যাবহার করায় আমার সব লেখাই ব্যার্থতায় পর্যবসিত হচ্ছে /:)

০১ লা নভেম্বর, ২০১০ দুপুর ১২:২৪

সাইমুম বলেছেন: এটা নেহায়েত ভুল ধারণা।
একটি শব্দের মূল জানার অর্থ কখনই এটা নয় যে, আপনি শব্দটিকে মূল অর্থে ব্যবহার করবেন। বরং বাজার-চলতি অর্থটাই ব্যবহার করবেন। আমি কখনই এটা বলিনি যে, আপনারা যেসব শব্দ ব্যবহার করছেন, তা সঠিক নয়। আমি যে বিষয়টি নিয়ে লিখছি, তা অনুসরণ করে শব্দের অর্থ নির্ধারণ করতে গেলে ভাষার বারোটা বাজবে। আমি যা করছি, তার অর্থ হচ্ছে, ভাষার প্রয়োজনে শব্দের সঠিক ইতিহাস লিখে রাখা দরকার। কারণ এই ইতিহাসই ভাষাকে সমৃদ্ধশালী হতে সহায়তা দেবে।
আমার প্রধম দিককার শব্দ সম্পর্কিত পোস্টগুলো পড়লে আমার উদ্দেশ্য সম্পর্কে আশা করি পরিষ্কার হয়ে যাবেন।
বিষয়টি নিয়ে প্রাতিষ্ঠানিক গবেষণা পর্যাপ্ত নয় বলে কারো কারো মতো আমিও বিষয়টি নিয়ে ভাবছি। এর বাইরে কিছু নয়। ধন্যবাদ।

৩| ৩১ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৪৪

ময়নামতি বলেছেন: এক বিদ্যালয়ের শিক্ষক ক্লাসে গানও গায় আবার বেতও হাঁকায়....

এই রকম বিদ্যালয়ে আমি বর্তমানে ভর্তি হয়েছি পর্যবসিত হওয়ার ইচ্ছে নাই।

চুল ধইরও না খোপা খুলে যাবেরে নাগর
আউলা কেশে পাগল বেশে কেমনে যাব ঘর।

পর্যবসিত কইরেন না । আপনি ছাড়িলেও আমরা ছাড়িব না...............+++++

০১ লা নভেম্বর, ২০১০ দুপুর ১২:২৬

সাইমুম বলেছেন: গানবিদ ময়নামতি! ধন্যবাদ।

৪| ০১ লা নভেম্বর, ২০১০ দুপুর ১২:৩২

শিপু ভাই বলেছেন: আপ্নে কালকে কই আছিলেন??
আপ্নেরে মিছকর্ছি

০১ লা নভেম্বর, ২০১০ দুপুর ১:০২

সাইমুম বলেছেন: পুত্রধনের খতনা-মোবারক সম্পন্ন করিলাম। এ কারণে ব্লগাইতে পারি নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.