![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শালা শব্দটির অর্থের অবনতি কম হয়নি। শালা শব্দের মূল সংস্কৃত 'শ্যালক' এবং উভয় শব্দইই স্ত্রীর ভ্রাতাকে নির্দেশ করত। বর্তমানে শ্যালক-ভগ্নিপতির সম্পর্কের অবনতির কারণে অথবা অন্য কোন পারিপাশ্বিক কারণে শালা শব্দটি পরিহাস বা গালি অর্থে বহুল প্রচলিত (কাল বিল-এর টাকা শালা কিছু না দিলে, ওরই একদিন কি আমারই একদিন - এখুনি, রমাপদ চৌধুরী;
ট্রাম লাইনের দিকে হাঁটতে হাঁটতে টিকলুর ইচ্ছে হল ও চিৎকার করে বলে ওঠে, শালা টিকলু তুই মহৎ, তুই শালা বেজায় মহ- এখুনি, রমাপদ চৌধুরী;
গুরু, তুমি আমাদের লোক? শালা এতক্ষণ নকশা করছিলে? - কালবেলা, সমরেশ মজুমদার;
আমার শরীরে শালা চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে - ঘূণপোকা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়)।
মজার ব্যাপার হচ্ছে প্রকৃত শ্যালক বা শালাও শব্দটিকে সহজে মেনে নিতে চায় না। সোজা কথায়, সামাজিক দিক থেকেও শালা শব্দটি শালীনতার সনদ পায়নি।
আর হিন্দি এক প্রবাদ বাক্যে রয়েছে 'কসবি কিসকা জরু, ভেড়ূয়া কিসকা শালা'।
অন্যদিকে শালী শব্দটি দুভাবে গঠিত হতে পারে। যেমন শালা (গৃহ) + ইন = শালী অথবা শাল্ (শ্লাঘা করা) + ইন = শালী। বিশেষণে এ শালী অর্থ শোভামান, যুক্ত, বিশিষ্ট। কিন্তু বিশেষ্যে কালীজিরা।
আবার সংস্কৃত 'শ্যালিকা' থেকে উদ্ভূত 'শালী' শব্দটির অর্থ স্ত্রীর ছোট বোন। জ্ঞানেন্দ্রমোহন দাস এই 'শালী' শব্দটির বিবর্তন দেখিয়েছেন এভাবে : শ্যালিকা > শ্যালী > শালী।
শালি বানানভেদ (আপনার পানে চায় না শালি/পরকে বলে টোবা গালি - প্রবাদ)।
০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ১১:০৪
সাইমুম বলেছেন: লেখায় কোনো স্টাইল অনুসরণ করছি না। তাই একটু খেয়াল করলেই দেখবেন, গ্রন্থনায় মুন্সিয়ানা নেই। স্রেফ ইনফরমেশন জড়ো করে দেয়া।
আপনার পোস্টে কমেন্ট দিয়েছি। বলেন, পুরি কবে পাঠাবেন
২| ০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ১১:০৪
জুন বলেছেন: আপনার বড় বোনের স্বামী হয়তো বলছে :
'আমার শালার কি কোনো কাজ নেই! সারাদিন পোস্টমর্টেম' !
সাইমুম আমার বাক্যগুলো হচ্ছে কিনা জানাবেন ।
০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ১১:০৯
সাইমুম বলেছেন: জনাব, আর মাত্র একটা পোস্ট দিয়েই আমি শব্দের পোস্টমর্টেমের ইতি টানবো। বলেছিলাম কমপক্ষে দুশো দেবো। কথা রাখলাম। কথা গিয়ে দুলা ভাইয়ের ইনডাইরেক্ট বকুনিও খেলাম
সারাদিন না লিখলে এতোগুলো কিভাবে দিতে পারতাম?
৩| ০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ১১:০৮
জামিনদার বলেছেন: তুই যদি আমার শালা না হইয়া শালী হইতি তাইলে তোর বোনের সাথে আমার সম্পর্কটা আরেকটু ভাল থাকিত।
-----জামিনদার
০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ১১:১০
সাইমুম বলেছেন: এ মধূর উক্তিটি কি জামিনদাবের না শেকসপিয়ারের?
৪| ০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ১১:২৫
অগ্নিবীনা বলেছেন: আপনে দেখি এটা জিনিস। শব্দের উপর এতো দখল। একটা বই লেখেন। জাতির উপকার হবে। ধন্যবাদ।
০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ১১:২৯
সাইমুম বলেছেন: বই লিখবো।
৫| ০৩ রা নভেম্বর, ২০১০ দুপুর ১:০৩
ময়নামতি বলেছেন: ভাইজান শশুর বাড়ীতে যানতো,
বউয়ের ভাইকে আমাদের এ দিকে শালা বলা হয় বোনকে শালী।
আবার মাথা গরম হলে শালার বাচ্চা বলে গালি দেয় !!!!!! খাঁটি মধু...........
শালার বেলায় এরকম হলেও শালীর বেলায়তো ঠিক.....
মিসরিয় আর পাকিস্তানী মেয়েরা চকলেট আর পেপসি কোলা খেয়ে দাঁত বিছরি করে তার চেয়ে নিগ্রু মেয়েদের দাত সুন্দর+++++++++++
ছোট একটা পোষ্ট দিছিলাম বেড়াইয়া আসিয়েন।
শালীর পুরো কবিতাটা পরে দেব।
০৩ রা নভেম্বর, ২০১০ দুপুর ২:০৫
সাইমুম বলেছেন: অপেক্ষায় রইলাম।
৬| ০৩ রা নভেম্বর, ২০১০ দুপুর ১:০৫
হুপফূলফরইভার বলেছেন: শালি থাকলে কি সুবিধা আর না থাকিলে কি অসুবিধা হেইয়া লৈয়া কিছু লেহেন নাই~ মাইনাস দিমু কিলাম~(ইমু অব হুমকি)
০৩ রা নভেম্বর, ২০১০ দুপুর ২:০৮
সাইমুম বলেছেন: শালী থাকার সুবিধা সম্পর্কে বলার অনেকেই রয়েছেন। আমি অফ গেলাম। তবে শালী না থাকার অসুবিধা সম্পর্কে বলবো।
রবীন্দ্রনাখ নোবেল পাওয়ার পরও শালীর দুঃখ ভোলেননি। বুঝতেই পারছেন, শালী নোবেল প্রাইজের চেয়েও দামি
৭| ০৩ রা নভেম্বর, ২০১০ দুপুর ২:১৮
হুপফূলফরইভার বলেছেন: হা হা হা!
ওই বুইড়া বেডায়ও এই আপসুসে মরছে? ধরনী~ শালীর শোক ভুলাইয়া দ্যাও তারে~
০৩ রা নভেম্বর, ২০১০ দুপুর ২:২০
সাইমুম বলেছেন: কবুল!!!
৮| ০৩ রা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩২
শিপু ভাই বলেছেন: ভচ, আপ্নের শালি নাই??
বিয়াইনরে দেক্তে মঞ্চায়!
০৩ রা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৫
সাইমুম বলেছেন: আছে। ইটালি থাকে হাজবেন্ডসহ। তিন বছর বয়সী একটা পুত্রধন রয়েছে। আগামী জানুয়ারিতে দেশে আসবে শুনেছি।
ওকে দেখতে কোনো সমস্যা নেই। তবে ওকে দেখার পর পৃথিবী ঘোরার ভৌগোলিক সত্যটা হাড়ে হাড়ে টের পাবেন। মাথা যে চক্কর দেবে--এটা হলপ করে বলতে পারি।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ১১:০০
আহাদিল বলেছেন: শব্দের পোস্টমর্টেম ভালোই লাগছে, লেখার স্টাইল চমৎকার।