নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মীরসরাই[email protected]

সাইমুম

শখ : অতি সাধারণ। বই পড়া আর বিদেশ ভ্রমণ।

সাইমুম › বিস্তারিত পোস্টঃ

মাসের নাম অগাস্ট

১৮ ই মে, ২০০৬ রাত ৩:২৭

ইংরেজি মাস অগাস্টের (আগস্ট) আগের নাম ছিল বিদঘুটে _ সেক্সটিলিস। প্রথম রোমান সম্রাট অগাস্টাস নিজের নামে এ মাসের নাম চালু করেন এবং নাম রাখেন 'অগাস্ট', যাকে আমরা আগস্ট নামে ডাকি। পারিষদ কষে ওয়েলিং করলো এবং সম্রাট অগাস্টাস নিজেও খেয়াল করলেন, কিছু মাস 31 দিনে। সম্ভবত ভাবলেন, আমার নামে যে মাসের নাম নাম, তার দিন কম থাকবে, তা কি সহ্য করা যায়? যেই ভাবা সেই কাজ! ফেব্রুয়ারি মাস থেকে একটা দিন কেটে তিনি অগাস্ট মাসে জুড়ে দিলেন। ফলে ফেব্রুয়ারি বেচারির অবস্থা এখন কেমন হয়েছে, দেখুন।



আর হ্যা, এখন ইংরেজি বছরের প্রথম মাস জানুয়ারি মূলত প্রথম মাস ছিল না। প্রথম মাস ছিল 'মার্চ'।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০০৬ সকাল ৯:০৫

অতিথি বলেছেন: অগাস্টাসের কান্ডটা সত্যি। আমিও শুনেছি।
সাইমুম, আপনি সত্যিই নাম-অবসেশনে ভুগছেন
হার্মলেস অবসেশন অবশ্য...

২| ১৮ ই মে, ২০০৬ সকাল ৯:০৫

আপন তারিক বলেছেন: জানুয়ারি বাদ দিয়া অগাস্ট কেন ?

৩| ১৮ ই মে, ২০০৬ সকাল ১০:০৫

মাধবী বলেছেন: যখন মার্চ থেকে বছর শুরু হলো তখন কিছু মাসের নাম অর্থবোধক ছিলো। যেমন-

সেপ্টেম্বার (সেপ্টা = 7, এটা ছিল 7 নম্বর মাস)
অক্টোবর (অক্টা=8, এটা ছিল আট নম্বর মাস)
নভেম্বর (ন (আসলটা মনে নাই)=9, এটা ছিল 9 নম্বর মাস )
ডিসেম্বার (ডেকা=10 এটা ছিলো 10 নম্বর মাস)

কিন্তু যখন জুলিয়াস সিজার 45 বিসি তে জানুয়ারী থেকে বছর শুরু করলেন থখন থেকে এসব মাসের অবস্থান পরিবর্তন হয়ে গেলেও নাম আর পরিবর্তন করা হয় নি।

এ নাম গুলো এখন পরিবর্তন করে বুশ, মেজর, লাদেন, সাদ্দাম ....ইত্যাদি করে ফেলা উচিত।

৪| ১৮ ই মে, ২০০৬ সকাল ১০:০৫

সাইমুম বলেছেন: আস্তমেয়ে : এটা ঠিক অবসেশন নয়। 'নাম' নিয়ে কয়েকটা ব্লগ লিখেছি বলে নামের স্মৃতিগুলো ভেসে উঠছে মাত্র। যেমন ফিজি (সিডনি থেকে ফিজি, নিউগিনি, বিসমার্কসান্তাক্রুজ, মার্শাল , তাহিতি, সলোমন, নিউ ক্যালিডোনিয়া দ্বীপগুলো ঠিক কত দূরে ? ওশানিয়া অঞ্চল ঘুরেছ? নাকি 'দি গ্যাপ = মাইনকা চিপা' পর্যন্ত?) দ্বীপের সেই ইন্সপেক্টরটির নাম আজ মনে পড়ছে। নামটা এইটে থাকতে মুখস্থ করেছিলাম। নামটা হচ্ছে : 'লেভাম সেনিকৌনি কাটেনিমা টেকুরাটু সালে সিকিনিকিনি লাউকিনামলি তাবাকি'। কোনো চোর যদি বিচারকের সামনে মিনিটে এ নাম একশো বার বলতে পারে, তাহলে তো তাকে এমনিতেই মাফ করে দেয়া যায়। শ্বেতহস্তীর দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের আসল নাম হলো হলো: ক্রাংথেপ মাহানাখোনবোভেরন রতনাকোগন মাহনথারায়ুট্রায়া মহালিলোকপোপ নোপারাত্রাতচাথানি বুরিরোম উদমরথচানি ভেটমহাসথন আমরন এমানঅবতরণসাথী সক্কথা ট্রয়াবিষনুকর্মপাসোট। থাইরা অবশ্য এটাকে সংক্ষেপে বলে ক্রাংথেপ। আর ক্রাংথেপ মানে দেবতাদের শহর।

৫| ১৮ ই মে, ২০০৬ সকাল ১০:০৫

সাইমুম বলেছেন: আপন : জানুয়ারি আপনার জন্য রাইখ্যা দিছি। লেকতে থাহেন।

৬| ১৮ ই মে, ২০০৬ সকাল ১০:০৫

সাইমুম বলেছেন: মাধবী : ভালইতো গুনতে পারো: মনো ডাই, টেট্টা, --পেন্টা, হেক্সা।
তোমার প্রস্তাবটা খারাপ না। বুশ রাজি অইব তো? লাদেন ক্যামনে ধরবা?

৭| ১৮ ই মে, ২০০৬ সকাল ১০:০৫

অতিথি বলেছেন: January - Named after the god Janus.
February - Named after Februa, the purification festival.
March - Named after the god Mars.
April - Named either after the goddess Aphrodite or the Latin word aperire, to open.
May - Probably named after the goddess Maia.
June - Probably named after the goddess Juno.
July - Named after Julius Caesar in 44 B.C.E. Prior to that time its name was Quintilis from the word quintus, fifth, because it was the 5th month in the old Roman calendar.
August - Named after emperor Augustus in 8 B.C.E. Prior to that time the name was Sextilis from the word sextus, sixth, because it was the 6th month in the old Roman calendar.
September - From the word septem, seven, because it was the 7th month in the old Roman calendar.
October - From the word octo, eight, because it was the 8th month in the old Roman calendar.
November - From the word novem, nine, because it was the 9th month in the old Roman calendar.
December - From the word decem, ten, because it was the 10th month in the old Roman calendar.


৮| ১৮ ই মে, ২০০৬ সকাল ১০:০৫

অতিথি বলেছেন: ওশেনিয়া অঞ্চল ঘুরি নি। সিডনীর বাইরে শুধু ক্যানবেরায় গিয়েছি।
সিডনীই ঘুরে দেখা বাকি অনেক। মালয়শিয়ান এয়ারপোর্টের বাইরে বের হয় নি... ইনশাআল্লাহ, এক সময় তো হবে...
আমার আবার নাম ভুলে যাওয়ার বাতিক আছে। একটা মানুষের জীবন বৃত্তান্ত বলে দিতে পারব, কিন্তু নাম ভুলে যাই খুব সহজে... তাই এক্সট্রা ইমপ্রেসড

৯| ১৮ ই মে, ২০০৬ সকাল ১০:০৫

অতিথি বলেছেন: ইংরেজী শব্দগুলারে কেমন এ্যালিয়েন এ্যালিয়েন মনে হচ্ছে

১০| ১৮ ই মে, ২০০৬ সকাল ১০:০৫

অতিথি বলেছেন: হুআ'র একটা বইয়ে পড়ছিলাম- মাছেদের মেমোরী খুবই শর্ট, 2/3 সেকেন্ড। তাই মাছেদের ভারী মজা, সব সময়ই নতুন কিছ দেখার আনন্দ। একোরিয়ামের একটা মাছ এপাশ থেকে ওপাশ গিয়ে আবার এপাশে আসলেই সবকিছু তার কাছে আবার নতুন আবিষ্কারের আনন্দ হয়ে দেখা দিবে!

আমার মেমোর মাছদের চাইতে একটু বেশী।

১১| ১৮ ই মে, ২০০৬ সকাল ১১:০৫

সাইমুম বলেছেন: আশার আলো: বহুত বহুত ধন্যবাদ । মাছের মেমোরি নিয়ে কি যেন পড়েছিলাম , ভুলে গেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.