![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব মন খারাপ করা একটা দৃশ্য দেখলাম হঠাৎ। একটা বাচ্চা ছেলে "ফার্ষ্ট ফুড" এর দোকানের বারান্দায় দাঁড়িয়ে বার্গার খাচ্ছে, ঠিক তার সামনেই সমান বয়েসের একটা গরিব অসহায় ছেলে দাঁড়িয়ে আছে।গরিব ছেলেতা খুব আশা নিয়ে তাকিয়ে আছে, যদি এই ধনী ঘরের ছেলেটার বার্গার খেতে ভালো না লেগে যায় তখন সে এটোঁ বার্গারটা হাত পেতে চেয়ে নিবে। একই বয়েসী দুইটা ছেলে, অথচ কি বিস্তর পার্থক্য। এই রকম কিছু দৃশ্য দেখলে আমার ইচ্ছে করে মাইক নিয়ে পুরো শহর কে আহবান করি "আসুন আমরা গায়ের কাপড় চোপড় সব খুলে ফেলি। সভ্যতা সভ্যতা বলে আমরা যেসব অহংকার বুকে পুছি সেসব এই গায়ের কাপড়ের মতো একটা অস্থায়ী আবড়ন মাত্র"। আমার মাইকিং করতে হলোনা, প্রকৃতিই একধরনের মাইকিং করে বৃষ্টিপাত শুরু করে দিলো। আকাশ ভেঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেলো। এই গরিব বাচ্চাতাকে তখন ঠেকায় কে ? বিদ্যুত গতিতে এই ছেলেতা বৃষ্টিতে দৌড় দিলো তারপর পাশের মাঠে আরো কয়েকজন বাচ্চাকে নিয়ে রীতিমতো ঝাপাঝাপি শুরু করে দিলো। ধনী ছেলেতা অসহায় চোখে সেদিকে তাকিয়ে আছে। তার এক হাত ধরে আছে তার মা , কড়া গলায় বলছে "খবরদার বৃষ্টিতে ভেজা যাবেনা, খবরদার বাবু"। বৈষম্যর পট পুরোপুরী উল্টো করে দিয়ে প্রকৃতি নীরবে বৃষ্টি ঝরিয়ে যাচ্ছে।
প্রকৃতি বৈষম্য পছন্দ করেনা , প্রকৃতি বৈষম্য স্ব্বীকারও করেনা। বায়ুমন্ডল ঘিরে এই যে আক্সিজেন তা ঘুরে ফিরে শুধু ধনীদের ঘরের কোনায় গিয়ে জমা হয়না বরং ছড়িয়ে ছিটিয়ে থাকে সারা পরিবেশ জুড়ে ।মাঝে মাঝে আকাশ জুড়ে যখন পুর্ন জোৎস্না উঠে তখন সেতা শুধু বিত্তশালীদের ব্যালকনী জুরেই থাকেনা, বিত্তহীনদের টিনের চালের ফুটো দিয়ে ঢুকে মাটিতে অদ্ভুত অদ্ভুত নকশাও সাজিয়ে ফেলে। প্রকৃতি বৈষম্য তৈরী করেনা। বৈষম্য তৈরী হয় মানুষের হাতে। মানুষ এক বৈষম্যহীন জগৎ থেকে পৃথিবীতে আসে মাঝখানের ৬০/৭০ টা বছর বৈষম্যর চাষ করে আবার হারিয়ে যায় বৈষম্যহীন জগৎ এ, মাটির ঘনিষ্ঠতায়।
বৈষম্য তখন দখল করে রাখে তার ভালো মন্দের কাজের হিসাব কে।
২| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৯
সৈনিক (কুয়েট) বলেছেন: ধন্যবাদ। আমি নিয়মিত লেখার চেষ্টাই করবো। আপনাদের খুশী করতে পারলেয় আমি খুশী।
৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৯
সৈনিক (কুয়েট) বলেছেন: ধন্যবাদ। আমি নিয়মিত লেখার চেষ্টাই করবো। আপনাদের খুশী করতে পারলেয় আমি খুশী।
৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯
খাটাস বলেছেন: একটা পোস্টের জন্য আপনার পছন্দের একটা গান পেতে পারি?
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৮
সৈনিক (কুয়েট) বলেছেন: " তুমি সন্ধ্যার মেঘমালা.।.।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
শান্তির দেবদূত বলেছেন: ওয়াও! অন্য মাত্রার লেখা! অবাক হলাম আপনার উপলব্ধিতে! চমৎকার পর্যবেক্ষণ।
অবাক হচ্ছি এটা আপনার প্রথম পোষ্ট! নো ডাউট, ব্লগে আরেক জন ফাটাফাটি ব্লগার যুক্ত হয়েছে। শুভেচ্ছা রইল। লেখালেখি চালিয়ে যান।