![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের মানবিকতা কখন জাগে?
-পুলিশের হাতে নির্যাতিত সাধারন মানুষের ছবি বা সরকার দলের কোন অনুগামীর মাস্তানির শিকার মানুষের ছবি টানিয়ে উদাহরন দিয়ে একদল হয়তো লিখলো “এই কি মানবিকতা”
-পিকেটারের আগুনে পোড়া মানুষ বা আহত মানুষ দেখে এই দলই কিন্তু চুপ। তাদের মানবিকতা তখন গুহার আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে গেছে। তখন ভীষন রকমের মানবিক হয়ে উঠেছে অপর পক্ষতি। ফেসবুক ছয়লাব করে বুক কাপানো কথাবার্তা। আমরা চোখের জল ফেলে কুল পাচ্ছিনা। আমরা ভুলেই গেছি এই দলই সরকারী অনুসারীদের মাস্তানির খবর শুনেও না শোনার ভান করে ছিলো।
আমাদের দেশের মানুষের মতো চরিত্রহীন নোংরা “মানবিকতা বোধ” পৃথিবীর আর কোথাও নেয়।
ছোটবেলা থেকেই শুনে আচ্ছি শোক হোক শক্তি। শোককে শক্তি বানানোর মতো পরিপক্ক আমরা কোনদিনই ছিলামনা।বরং শোকের প্রতি আমাদের আছে একরকমের আসক্তি। শোক সংবাদ আমাদের কাছে সুখ সংবাদের মতোই। শোকের সংবাদ নতুন করে রাজনীতির দুয়ার খুলে দেয়। আমরা রাজনীতির খোলা দরজা দেখতে ভালোবাসি।
যে ছেলেটির পুড়ে যাওয়া শরীরের ছবি দেখে আমার সন্ধ্যাটা অসহনীয় হয়ে উঠেছে তাকে বলতে ইচ্ছে করছে-
“ তোমাকে যারা আগুনে পোড়ালো তাদের তুমি ক্ষমা করনা… তোমার জন্য যারা বুক কাপিয়ে কান্নার অভিনয় করছে তাদের সবাইকে তুমি ক্ষমা করোনা, জ়েনে রেখো তুমি যদি আজ আহত হতে অপর পক্ষের আগুনে এই মানুষ গুলোর বেশীর ভাগই তা দেখেও না দেখার ভান করতো। তুমি বরং অভিশাপ দেও আমাদের সবাইকে।"
২| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
সৈনিক (কুয়েট) বলেছেন: জ্বি। প্রাক্তন ছাত্র। এখন চাকরী করি। আপনার একটা লেখা পড়লাম। ভালো লাগলো। আরো পড়বো সামনে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪০
শান্তির দেবদূত বলেছেন: মানবতা আজ দলান্ধ!
ভাল লিখেছেন। যদি কিছুটা হলেও বিবেক জাগ্রত হয়!
আপনি কি কুয়েটের? নিউজে দেখলাম কুয়েটের ছাত্ররা অনশনে নেমেছে!
ভাল থাকুন, শুভকামনা রইল।