![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“নারীর মন বোঝা বড় দায়” এই কথাটা কবি সাহিত্যিকদের খুব প্রিয় । তারা দিনের পর দিন পৃষ্ঠার পর পৃষ্ঠা খরচ করে যে সব লেখে তার অন্যতম প্রধান বিষয় হচ্ছে “ নারীর মনের দিকবিদিক”। নারীর মন বোঝার জন্য নারী সঙ্গকে চিরন্তন করার অধিকার শুধু মাত্র তাদেরই আছে।দুঃখের বিষয় “নারীসঙ্গ” যতই বারে “নারী মন” আরো রহস্যময় হয়। নারীর মন তাদের বোধগম্য হয়না।
কিন্তু তাই বলে নারীর মনই সবচেয়ে “unpredictable” নয়।
শ্রাবন মাসের বর্ষা নিয়েও প্রচুর জ্বালা মানুষের। এইতো রৌদ্র উজ্জ্বল দিন। গরমে অতিষ্ঠ হয়ে আপনি বললেন “আজাইরা গরম”। ছাতা ছাড়াই বের হয়েছেন। বেশীদুর যাননি। ঝুম বৃষ্টি। আপনি মনে মনে বললেন “আজাইরা বৃষ্টি”। সারা জামা ভিজিয়ে বাসায় ফিরতে হলো।
কিন্তু তাই বলে “শ্রাবন মাসের আকাশ” ও সবচেয়ে “unpredictable” নয়।
ঢাকার রাস্তারও কোন ঠিক ঠিকানা নেয়। ৯ তার অফিস ধরবেন বলে সাড়ে সাতটাই রওয়ানা দিয়েছেন। অফিসে পৌছে গেছেন ৮ টা সময়। অফিসের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে বলছেন “খুলে যা ছম ছম”। পরের দিন ৮ টাই বের হয়েছেন , অফিসে ঢুকতে হলো সাড়ে ৯ টাই। আপনার বস আপনাকে দেখে বললো “বের হয়ে যা ছম ছম”
কিন্তু তাই বলে ঢাকার রাস্তাও সবচেয়ে “unpredictable” নয়।
পাকিস্তানের ক্রিকেট নিয়েও কথা হতে পারে। আগের দিন যে ব্যাটসম্যান ৪০ বলে ১০০ করে বললো “দেশের জন্য খেলেছি” সে হয়তো পরের দিন ২৫ বলে ৫ রান করে আউট। এবারো বললো “দেশের জন্য খেলেছি”। দুইদিন পর দেখবেন ম্যাচটা পাতানো ছিলো । সেই ব্যাটসম্যানই কারাগার বসে বসে দাড়ী গোফ জাগিয়ে ফেলেছে। সাংবাদিক পেলেই ছুটে এসে বলছে “ বের হয়ে এসে আবার দেশের জন্য খেলবো”।
কিন্তু তাই বলে পাকিস্তানের ক্রিকেটও সবচেয়ে “unpredictable” নয়।
তাহলে সবেচেয়ে “Unpredictable”জিনিস কি?সবচেয়ে “unpredictable” জিনিস হচ্ছে “এরশাদের মন”। তিনি যখন কবিতা লেখতেন আমরা বলতাম “আরে কার না কার কবিতা নিজের বলে চালিয়েছে…” । তিনি যখন বাবা হলেন আমরা বললাম “ আরে কার না কার বাচ্চা…” ।তিনি যখন বললেন “নির্বাচনে যাবোনা”। আমরা বললাম “আরে কার না কার বুদ্ধি…” ।তিনি যখন বললেন “নির্বাচনে যাবো”। আমরা আবার বললাম “ আরে কার না কার বুদ্ধি…”
বাংলাদেশ রাজনীতির গিরিগিটি, রসিক নাগর “Unpredictable” এরশাদ সাহেবের নৃত্য দেখতে আমাদের ভালোই লাগে।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬
জিকো বলেছেন: এইটা ভাল কথা বলছেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮
পাঠক১৯৭১ বলেছেন: এরশাদ আমাদের প্রক্তন প্রেসিডেন্ট, তাকে জোর করে রিটায়ার করতে হবে মিলিটারী দ্বারা।