নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ্রদয়ের কথা বলিতে ব্যাকুল

মানুষকে ভালোবাসি।

সৈনিক (কুয়েট)

ভালোবাসি মা , মাটি, দেশ এবং মানুষকে।

সৈনিক (কুয়েট) › বিস্তারিত পোস্টঃ

গুন্ডে এবং আমাদের অভ্যন্তরীন খবর

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩

“গুন্ডে” ছবিতে বাংলাদেশের ইতিহাস বিকৃতি করা হয়েছে। রাগে মাথা খারাপ হয়ে গেলো আনুর। রাত ভর মাথা গরম করে রইলো। প্রবল দেশ প্রেমে তার চোখে জল আসলো বারবার। কানে কানে বাজছে দেশপ্রেমের গান “ আইসি দেশ মেরা হে আইসি দেশ হে মেরা......”



আনুর ছোট বোন চেচিয়ে উঠলো “ভাইয়া দেখো ওদের ছবিগুলোতে কেমন আমাদের নিয়ে যা ইচ্ছে তাই করে ...সীরিয়াল গুলোতে কিন্তু তেমন নয়...”। টিভিতে চলছিলো হিন্দী সীরিয়াল “এক ঘর কা কাহানি”।



আনুর বাবা শুক্রবারের ম্যাটিনি শো চলছিলো। অমিটাভ বচ্চনের “ডন”। সে ডন সুলভ চ্যাঞ্চল্য দেখিয়ে চেচিয়ে উঠলো “আনু এসবের প্রতিবাদ কিন্তু তোমাদেরই করতে হবে”।



"গুন্ডে ছবির বিরুদ্ধে নানা রকম পদক্ষেপ নিয়েছে আনু আর তার বন্ধুরা । তারা পাড়ায় প্রতিবাদের একটা ইভেন্ট খুলেছে । ইভেন্টের নাম “চাক দে বাংলাদেশ”



অবশেষে ছবির পরিচালক ক্ষমা প্রার্থনা করেছে। প্রচন্ড আনন্দে আনুরা সারা রাত ধরে উৎসব করবে বলে ঠিক করেছে। রাত ভরে নাচ গান হবে। আনুরা গান বাজিয়ে নাচানাচি করলো। সিডি প্লেয়ারে উচ্চস্বরে বাজছিলো “জয় হো...জয় হো...”



( এই গল্পটা হয়তো অবাস্তব।তবে কাছাকাছি রকমের বাস্তবতা অবশ্যই আছে। আমি তরুনদের এই প্রতিবাদ কে গভীর ভাবে স্বাগতম জানাই।সাধুবাদ জানাই যারা এই স্বস্তি ফিরিয়ে এনেছে যে এখনো পুরো অন্ধ আমরা হইনি। পৃথিবীর সবচেয়ে বড় প্রতিবাদ গুলোতেই আছে সংযমের প্রদর্শন, আত্বত্যাগের মহিমা।“হিন্দী দেখবোনা, শিখবোনা, কিনবোনা “ এই ধরনের সংযমী আর আত্বত্যাগী প্রতিবাদ আমরা কেনো করতে পারবোনা? )

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

আমিজমিদার বলেছেন: কারণ একটাই, সংযম-ধৈর্যের অভাব।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪২

পাঠক১৯৭১ বলেছেন: বাংগালীরা নিজকে সন্মান করে না।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৮

কামরুল ইসলাম রুবেল বলেছেন: সবই ঠিক আছে, কিন্তু এই গল্পটার মানে কি, সুক্ষ খোঁচা দিচ্ছেন নাতো!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৬

সৈনিক (কুয়েট) বলেছেন: না ভাই। খোচা দেবার কথা ভাবিনি। তবে আমাদের হিন্দীপ্রীতি কিন্তু আমাদের নিজস্ব খোচাখোচির জন্য দায়ী। আমরা মুল জায়গায় গিয়ে সংযমী হবো এটাই আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.