নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ্রদয়ের কথা বলিতে ব্যাকুল

মানুষকে ভালোবাসি।

সৈনিক (কুয়েট)

ভালোবাসি মা , মাটি, দেশ এবং মানুষকে।

সৈনিক (কুয়েট) › বিস্তারিত পোস্টঃ

The Show must go on

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৯

“আমার আরেকটা কথা বলার ছিলো…” বলতে বলতেই শ্রদ্ধেয় কাইয়ুম চৌধুরী মাটিতে ঢলে পড়েন, চলে গেলেন, প্রমান করে গেলেন মানুষের সব কথা আসলে বলা হয়না। “আরেকটা কথা”ও আমাদের আর শোনা হয়না। “এক সেকেন্ডের নেই ভরসা…”গাইতে গাইতেই ফিরোজ শাহ প্রমান করে গিয়েছিলেন একটা সামান্য সেকেন্ডও জীবন মরনের দুরুত্ব মুছে দিতে পারে। মলয় অসুস্থ মানুষের অভিনয় করতে করতে সত্যি সত্যি অসুস্থ হয়ে গেলেন…সেই রাতেই চলে গেলেন…তিনি কি বুঝিয়েছিলেন? সম্ভবত “মৃত্যু”র আসল অভিনয়টা কোন জীবিত মানুষের পক্ষেই করা সম্ভব নয়।

উচ্চাঙ্গ সঙ্গীতের যে উৎসবে কাইয়ুম চৌধুরী যোগ দিয়ে বৃক্তৃতা দিতে দিতে প্রান হাড়ালেন সেই অনুষ্ঠান তার মৃত্যুতে থেমে যায়নি…একদিনও...একবেলাও। বিজ্ঞ জনেরা বলেছেন “মৃত্যু এসেছে তো কি হয়েছে…Show must go on”

হায়! বাংলাদেশ!! আমরা আজ এইটুকুও বুঝিনা কোন “Show must go on” আর কোন “Show must stop”.

সংশোধনের আশায় যখন সাকিব আল হাসানকে খেলা থেকে দূরে ছুড়ে দেওয়া হয় তখন আমরা বুঝিনা এই “Show must go on” সংশোধন যদি চালাতেই হয় Show চলতে চলতেই করতে হবে…

ডাক্তাররা যখন পিটুনীর অভিযোগে অভিমান নিয়ে আর রুগী দেখবোনা বলে হুঙ্কার দিয়ে বসে তখন কে তাদের বুঝায় এই Show must go on” সংশোধন/ আন্দোলন Show চালিয়েই করতে হবে…

পৃথিবীর কোন মঙ্গল প্রক্রিয়াকেই থামিয়ে সংশোধন করা কাজের কথা নয়।দেশে কথায় কথায় হরতাল হয়, ধর্মঘট হয়, সেশন জট হয়, অনির্দিষ্ট সময়ের জন্য সব থেমে যায় …আমাদের মাথায় ঢোকে না show must go on…

শুধু প্রথম আলো রানা প্লাজার শত শত লাশের পাশে দাঁড়িয়ে গান/বাজনা করে আর জোড় গলায় বলে “show must go on”…শুধুএকটা বাসে আগুনে পুড়ে ১৭ জন মারা গেলেও পাশের ছবির হাতে কিছু থামেনা show must go on… show must go on…শুধু কাঊয়ুম চৌধুরীর মতো চির আপন মানুষ মারা গেলেও আমাদের কিছু থেমে থাকেনা…অনুষ্ঠান চলে… show must go on… show must go on…

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

নিলু বলেছেন: HEAD LINE ENGLISH BUT EDIT BANGLA IT IS NOT ADJUSTABLE THANKS

২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৪

ঢাকাবাসী বলেছেন: জীবন তো থেমে থাকতে পারেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.