নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিরক্তিকর। ধন্যবাদ!

Saira Islam

রোবট নই। ক্যাপচা সল্ভ কোরে এসেছি। সুতরাং মানুষ। স্বাগতম!

Saira Islam › বিস্তারিত পোস্টঃ

শুদ্ধতর

০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১১:২১

ছিঁড়ে ফেলুন অন্তর্বাস
তার মাঝে আঁকুন মানচিত্র, প্রেমের।
নাহয় হবেন সবচেয়ে শুদ্ধ মানব!
নাহয় সে হবে বেশ্যা!
হাঁটুন এক সন্ধ্যা, কষ্টের।
হাত ধরুন, আঙুলের ফাকে আঙুল
নাহয় হবেন ব্রাহ্মন আপনি,
সে হবে কুলটা।
শূচিবাই নাহয় থাকলো হাতে, পায়ে, শরীরে
ঠোট ছুঁইয়ে দিন একবার পাঁজরে।
হতে পারেন সবজান্তা,
সে নাহয় মূর্খই রইলো!
যখন ছুঁইয়ে থাকবেন ক্লিভেজ,তার শ্বাস দেখুন
আবেগ আর প্রেম ও না দেখার কিছু নেই!
চোখ বুজে যখন যে জড়িয়ে ধরে,
নাহয় হবেন মনভোলা, নাহয় থাকবে শ্বাসকষ্ট,
তার গায়ের গন্ধ টা একবার নিয়ে দেখুন, দেখুন কি অপেক্ষায় দিন গোনার ঘাম সেগুলো!
পরিচিত হতেই পারেন প্রথমেই শাড়ি খুলে যেহেতু সে বেশ্যা, এবং তার লজ্জা নেই।
তবে তার চোখে জল আপনার কারণেই যখন গড়েছে, তখন সে শুদ্ধ প্রেমিকাই থাকে, বিশ্বাস করুন!
নাহয় খদ্দের তার আসে-যায়,
নাহয় সে মাঝরাত্তিরে অন্যের কাম মেটায়
সত্যি বলছি বিশ্বাস করুন, সে শুধু আপনার বুকেই জ্বলতে থাকা স্বর্গ পায়!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১০

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর :)

২| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০০

ধ্রুবক আলো বলেছেন: অন্তর্বাস নিয়ে কয়েক দিন যাবৎ অনেক গুলো কবিতা দেখলাম,

ভালোই লিখেছেন

৩| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫০

Saira Islam বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.