![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(একমাত্র কন্যা আদিবাকে)
দূর নীলিমায় খুঁজে খুঁজে
শেষেরও অবশেষে স্বপ্নপূরণ,
ঝকমকে ব্যস্ততায়ও
দুর্গমতায় দুরূহ সে ক্ষন।
বিস্মিত বিস্ময়ে হৃদয়ে শিহরন তুলে
নক্ষত্রের নক্ষত্র হয়ে জ্বলে উঠে,
কাছে থেকে আরও কাছে
হৃদয়ের কাছাকাছি
ভালবেসে ভালবেসেছি ভালবাসা।
সে... উত্তমা,সুন্দরীতমা,কিন্নরী,পরী,অপ্সরী...
রূপকন্যা-রূপবতী-রাজকন্যা..........
দীপালিকা কন্যাটিকে ঘিরে স্বপ্ন দেখি।
বেতনবতি সময়ের সাথে হেরে গিয়ে
হিম কালিমার বিদায় বাঁশরির সুরে সুরে,
সামান্যে বেচে থাকি গহন অগোচরে
শেষহীন আশা নিরাশার দোলাচালে.....
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ১২:৪৬
ছাইরাছ হেলাল বলেছেন:
প্রথম আপনার মন্তব্য পেয়েও অনেক
ভাল লাগল।
কন্যাদের প্রতি বাবারা সব সময়ই এমন হয়।
ধন্যবাদ দিচ্ছি আপনাকে।
২| ০১ লা আগস্ট, ২০১১ দুপুর ১২:১০
নষ্ট কবি বলেছেন: শুভকামনা কবি ও তার কন্যার জন্য
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ১২:৫১
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনাকেও অনেক শুভকামনা ও ধ্নযবাদ,কবি।
৩| ০১ লা আগস্ট, ২০১১ দুপুর ১২:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মেয়েকে নিয়ে আপনার কবিতাটি অনেক ভালো লাগলো ।
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ১২:৫৪
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার ভাল লেগেছে জেনে আমারও
ভাল লাগল।
ধন্যবাদ আপনাকে।
৪| ০১ লা আগস্ট, ২০১১ দুপুর ১২:৩৩
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: Kobitake onk valolaga r sottomoni k bukvora valobasa.valo thakben.
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ১২:৫৬
ছাইরাছ হেলাল বলেছেন:
অবশ্যই কন্যাকে ভালবাসা জানাব।
আপনি ভাল থাকবেন সারাক্ষন।
৫| ০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:০৮
ফাইরুজ বলেছেন: আদিবা যেন কবিতার মতই সুন্দর। কত ভাবে বাবা তার মেয়েকে ভালবাসে কবিতা যেন তারি সাক্ষি। ভাল থাকুক আদিবা সারাক্ষণ।
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:২৬
ছাইরাছ হেলাল বলেছেন:
কবিতার মত কি না জানিনা ,
তবে সেঁ অনেক অনেক ভাল।
তাঁকে ভালবাসি- ভালবাসি।
আপনি দোয়া করবেন।
ফাইরুজকে অনেক অনেক
ধন্যবাদ।
৬| ০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:০৮
নীরব 009 বলেছেন: সে... উত্তমা,সুন্দরীতমা,কিন্নরী,পরী,অপ্সরী...
রূপকন্যা-রূপবতী-রাজকন্যা..........
দীপালিকা কন্যাটিকে ঘিরে স্বপ্ন দেখি।
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:৩০
ছাইরাছ হেলাল বলেছেন:
নীরব 009 -কে শুভেচ্ছাসহ ধন্যবাদ
৭| ০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:১৯
অতৃপ্ত প্রেতাত্মা বলেছেন: wow.........cute to amar bon ta.........
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:৩৫
ছাইরাছ হেলাল বলেছেন:
বোন কে দোয়া করবা চাচ্চু।
৮| ০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:২৪
জিসান শা ইকরাম বলেছেন:
কবিতা ভালো হয়েছে।
আদিবা মায়ের ছবি ২ টাও খুবই সুন্দর এসেছে।
আদিবার জন্য একরাশ শুভকামনা
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:৪৪
ছাইরাছ হেলাল বলেছেন:
তুমিত জান আদিবা মা আমার প্রানেরও প্রান।
আর ছবি তুলক যখন তাঁর ছবি তোলে
তখন সেটা একটু ভাল হতেই হয়।
ধন্যবাদ তোমাকে।
৯| ০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:২৯
সায়েম মুন বলেছেন: বেশ ভাল লাগলো মেয়েকে নিয়ে কবিতাটা
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:৪৭
ছাইরাছ হেলাল বলেছেন:
মুনের মন্তব্য আমার কাছে একটু বশিই ভাল লাগা।
অনেক ধন্যবাদ আপনাকে।
১০| ০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৪:২৫
রিয়েল ডেমোন বলেছেন: বাহ !!! মেয়ের জন্য বাবার এত এত ভালোবাসা দেখে অনেক বেশি ভালো লাগলো।
ভালো থাকুন আপনারা বাবা মেয়ে আর পরিবারের সবাই
০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:০৭
ছাইরাছ হেলাল বলেছেন:
মেয়েদের জন্য বাবারা একটু এমনই হয়।
ডেমোন তার মেয়েকেও এমনই ভালবাসবে।
ধন্যবাদ অনেক।
১১| ০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৪:২৯
রেজোওয়ানা বলেছেন: অনেক মিষ্টি দেখতে আদিবা
এটা বোধহয় আপনার সাম্প্রতিক সময়ে সবচেয়ে স্বল্প সময়ের ব্যবধানে দেয়া পোস্ট!
ভাল লাগলো পড়তে.......
০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:১৯
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার মত অন্যরাও আদিবাকে একই কথা বলে।
ওকে দোয়া করবেন মনে প্রানে।
সংগ গুনে লেখার সময় কমে এসেছে।
আপনাদের দেখে শিখছি মাত্র।
অনেক ধন্যবাদ আপনাকে।
১২| ০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৫:০৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কন্যা কে নিয়ে কবিতাটি খুবই ভালো লাগলো।
মেয়ে কে নিয়ে বাবার এই ভাবনা তাকে গর্বিত করবে নিশ্চিত, আজ না হয় কাল।
আদিবা 'র জন্য শুভকামনা।
বাবা মেয়ে উভয়েই ভালো থাকুন।
০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৫১
ছাইরাছ হেলাল বলেছেন:
লেখাটি দূর্জয়ের ভাললাগাছে জেনে ভাললাগল।
আপনার শুভকামনা ওকে জানিয়েছি।
আমরা ভাল থাকব।
আপনিও ভাল থাকুন।
১৩| ০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৩৩
চর্যা পদ বলেছেন: দোয়া করি হেলাল ভাই আদিবা অনেক অনেক বড় হোক। খুব সুন্দর আদিবা। কবিতটাও খুব ভাল লাগলো। আমিও আমার মেয়েকে যে কত নামে ডাকি। পৃথিবীতে সন্তানের মত এত সুন্দর মনে হয় আর কিছুই হয়না!
০১ লা আগস্ট, ২০১১ রাত ৮:০২
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনাদের দোয়াই আগামীদিনে তাঁকে ভাল রাখবে।
লেখাটি কবিতা কি না আমি জানি না।
আপনার ভাল লেগেছে জেনে আরও ভাল লাগল।
আমার মেয়েকে নিয়ে অনেক মজার গল্প আছে ।
পরে কখনও বলা যাবে।
ধন্যবাদে এবং ধন্যবাদ।
১৪| ০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৩৮
সানজিদা হোসেন বলেছেন: সুন্দর
০১ লা আগস্ট, ২০১১ রাত ৮:১০
ছাইরাছ হেলাল বলেছেন:
দুঃখিত,
আপনি কবি কিন্তু আপনার লেখা আমার
পড়া হয়নি,আমি লেখক নই,
পড়া আমি পছন্দ করি,
এবারে পড়ার চেষ্টা করব।
অনেক ধন্যবাদ আপনাকে।
১৫| ০১ লা আগস্ট, ২০১১ রাত ৮:০৩
লাবণ্য ও মেঘমালা বলেছেন: আদিবা অনেক কিউট
তোমার সব স্বপ্ন পূরণ হোক, এই দোয়া রইল।
হেলাল ভাই কবিতা সুন্দর হয়েছে।
০১ লা আগস্ট, ২০১১ রাত ৮:৩১
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনাদের দোয়ায় যেন তাঁর স্বপ্ল পূরন হয়
এমন আশাই করি।
আপনি ভাল থাকুন।
১৬| ০১ লা আগস্ট, ২০১১ রাত ৮:১৩
চর্যা পদ বলেছেন: অঃটঃ হেলাল ভাই আজ আমার পায়ে চার চারটা ভিমরুল হুল ফুটিয়েছে।
০১ লা আগস্ট, ২০১১ রাত ৮:৩৭
ছাইরাছ হেলাল বলেছেন:
আজব,
ওদের সাথে লাগতে যাওয়া আপনার ঠিক হয়নি।
এখন কেমন আছেন?হাসপাতালে যেতে হয়নিতো?
১৭| ০১ লা আগস্ট, ২০১১ রাত ৮:২১
আর.এইচ.সুমন বলেছেন: হেলাল ভাই আমাদের সবার প্রিয় মেয়ে আদিবার জীবনে অশেষ সাফল্য ও সুখ শান্তি এবং একটি সুন্দর জীবন কামনা করে আমার এই ক্ষুদ্র প্রয়াস
ছবিটা ওর জন্য উৎসর্গ করলাম
বেঁচে থাকুক সবার হৃদয়ে হাজার বছর ধরে
০১ লা আগস্ট, ২০১১ রাত ৮:৪৪
ছাইরাছ হেলাল বলেছেন:
সুমন,
আদিবার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক
ধন্যবাদ।
ছবিটি কিন্তু অনেক সুন্দর ।
অটঃ ঈদে এবারে সুমনের অনেক আনন্দ।
আমরাও অপেক্ষায় থাকলাম,
১৮| ০১ লা আগস্ট, ২০১১ রাত ৯:০৫
রেজওয়ান তানিম বলেছেন: আমার মনে হয় দুটো অযথা ও না দিলেই কবিতাটা সর্বাংশে সুন্দর হত ।
কবিতা পড়ে বেশ ভাল লাগল
০১ লা আগস্ট, ২০১১ রাত ১০:৪৪
ছাইরাছ হেলাল বলেছেন:
মামু ভাল করে বল কোন 'ও' দু'টো?
যাক তা হলেও কিছু একটা হচ্ছে তাতেই
আমি মহা খুশি।
মা.................মু....................................।
১৯| ০১ লা আগস্ট, ২০১১ রাত ৯:০৯
চর্যা পদ বলেছেন: আমি লাগতে যাব কেন? আমি নিরিহ প্রাণীর মত রাস্তা দিয়ে যাবার পথে ওরা আমার পায়ে সদলবলে ঝাপিয়ে পরে।
হাঁসপাতালে যেতে হয়নি!
০১ লা আগস্ট, ২০১১ রাত ১০:৪৮
ছাইরাছ হেলাল বলেছেন:
কেন যে এই ঝাপাঝাপি কে জানে।
যাক ভাল আছেন এই বা কম কিসে।
২০| ০১ লা আগস্ট, ২০১১ রাত ৯:৩০
আর.এইচ.সুমন বলেছেন: হ্যা !! তা বলতে পারেন ঈদে এবার বেশ ভালই কাটবে মনে হচ্ছে
আমার আনন্দ আপনাদের সাথেও শেয়ার করবো ইনশাল্লাহ
অটঃ আমি আপনার থেকে কম পক্ষে ১৫/২০ বছরের ছোট আমার মাত্র ২০ চলে ,, সো নো মোর আপনি !!!
তুই বললেই ভাল হয় ,, তবে আপনার লজ্জা লাগলে তুমি বলবেন ছোট ভাই এর সাথে কেউ আপনি বলে !!
০১ লা আগস্ট, ২০১১ রাত ১১:০৩
ছাইরাছ হেলাল বলেছেন:
ঈদের আনন্দের ভাগ নেয়ার অপেক্ষায় থাকলাম
মনে থাকে যেন।
আমার ধারনা তুমি ৩০+ছোট।
একটু বেশি বুইড়া তাই না?
আমার ছেলে মেয়েকে আপনি বলি,
তাই এমনিতেই আপনি এসে যায়।
তুমিই বলেছি,বলছি এবং বলব।
এবারে সব ঠিকত?
২১| ০১ লা আগস্ট, ২০১১ রাত ১০:৪৬
মানবী বলেছেন: ভালো লেগেছে নির্মল, নিখাদ ভালোবাসার কবিতা।
অসাধারন প্রথম ছবিটি!
কবিতায় ব্যবহৃত বিশেষন চমৎকার নিঃসন্দেহে তারপরও ছবি দেখে মনে হলো, হয়তো এসবও যথেষ্ট নয় আপনার অনিন্দসুন্দরী অপ্সরীর জন্য!
পিতা, কন্যা ও মাতার সুস্থ সুন্দর দীর্ঘ জীবন কামনা করছি।
ভালো থাকুন।
০১ লা আগস্ট, ২০১১ রাত ১১:৩৯
ছাইরাছ হেলাল বলেছেন:
মন্তব্যের সুন্দর উত্তর প্রদানের পারঙ্গমতা (আপনার মত)
নেই জেনেই কিন্তু উত্তর দেয়ার ব্যর্থ চেষ্টা করছি মাত্র।
বিনয়ের সাথে বলছি-কবিতা কিনা এখনও বুঝতে পারছি না,
তবে বোঝার চেষ্টা আছে ও থাকবে এটা হলফ করে বলতে
পারি।
মনে হয় সব বাবাদের কাছেই তার মেয়ে এমনই হয়।
সব বিশেষন যে এখানে অপ্রতুল মনে হয়,
নিযুত বিশেষন দিলেও শেষ হবে না বোধ করি।
ছবিসুন্দরী কিনা জানি না,জানতেও চাই না,
যদিও সবাই ই তা বলে।
আমার কাছে সে সত্যিই অনেক অনেক কিছু।
বলতে কি পেরেছি যা আমি বলতে চাই?
আপনাকে ধন্যবাদ বললে যে কম বলা হবে
তাই ধন্যবাদ নয় কোনই।
আপনাদের দোয়া যেন তাঁর পাথেয় হয়
এমন আশা রাখছি।
২২| ০১ লা আগস্ট, ২০১১ রাত ১০:৫৪
রিমঝিম বর্ষা বলেছেন: will comment later. Love to Adiba.
০১ লা আগস্ট, ২০১১ রাত ১১:৪৪
ছাইরাছ হেলাল বলেছেন:
আদিবার কাছে পৌছে দিয়ে
অপেক্ষায় থাকলাম।
২৩| ০১ লা আগস্ট, ২০১১ রাত ১১:০৬
কাউসার রুশো বলেছেন: আদিবা তার বাবার জন্য অনেক অনেক শুভকামনা
০১ লা আগস্ট, ২০১১ রাত ১১:৪৬
ছাইরাছ হেলাল বলেছেন:
রুশো তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা।
২৪| ০১ লা আগস্ট, ২০১১ রাত ১১:১০
িনদাল বলেছেন: বাবা আর মেয়ের চেহারায় তো অনেক মিল
কবিতা আমি ভাল বুঝি না, তবে ছবি ২টা আসলেই অসাধারণ হয়েছে।
০১ লা আগস্ট, ২০১১ রাত ১১:৫৮
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনি ঠিকই ধরেছেন নিদাল।
ফটোগ্রাফারের চোখ কথা বলে দেখছি ।
আমার এই কবিতা! বোঝার প্রয়োজন নাই।
আমারে ছবি তোলা শিখান না ক্যা?
ছাত্র একেবারে খারাপ না,একটু বুইড়া এই যা সমস্যা।
২৫| ০২ রা আগস্ট, ২০১১ সকাল ৮:৫৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: কবি ও বাবাকে অভিবাদন। কন্যার জন্য নিরন্তর শুভ কামনা। মন ছুঁয়ে গেলো লাইনগুলো। কবিতায় যখন কবি দ্রবীভূত হন তখন কবিতা পাঠককে ভাসিয়ে দেয়।
০২ রা আগস্ট, ২০১১ সকাল ৯:৫৪
ছাইরাছ হেলাল বলেছেন:
অভিবাধনের জন্য ধন্যবাদ সংখ্যাতীত ।
লজ্জা দিচ্ছেন কেন?
আমি কিন্তু কবি না....................
২৬| ০২ রা আগস্ট, ২০১১ সকাল ৯:৩৬
রিমঝিম বর্ষা বলেছেন: আপনার ব্লগ বাড়িতে এসে প্রথম পড়া পোস্ট হিসেবে চমৎকার। কালকে মোবাইল থেকে ঢুকেছিলাম। তাই ছোট্র পরীটাকে ভালো করে দেখা হয়নি। আজ দেখলাম। আপনার কবিতায় প্রকাশিত উপমাগুলোও যেন তুচ্ছ মনে হলো মা-টাকে দেখার পর। ভালো থাকুক সে...........পৃথিবীর সবটুকু ভালোত্ব ঘিরে রাখুক ওকে......আমাদের আদিবাকে।
ভালো থাকুন আপনিও।
০২ রা আগস্ট, ২০১১ সকাল ১০:২৫
ছাইরাছ হেলাল বলেছেন:
হ্যাঁ প্রথম এসেছেন,
স্বাগত এখানে আপনি।
এখনই চমৎকার বলা কি ঠিক হবে?
যদিও লেখার সংখ্যা নগন্যতম।
কন্যাকে দোয়া করবেন।
ভাল বা মন্দ সেঁ যেন বুঝতে পারে।
আপনিও ভাল থাকুন বশি করে।
ধন্যবাদ।
২৭| ০২ রা আগস্ট, ২০১১ সকাল ১১:৫৩
আকাশটালাল বলেছেন: She is really sweet
০২ রা আগস্ট, ২০১১ দুপুর ১২:১০
ছাইরাছ হেলাল বলেছেন:
এই,
কন্যাটি কার দেখতে হবেতো।
প্রথম এলেন এখানে
কেমন আছেন আপনি?
২৮| ০২ রা আগস্ট, ২০১১ সকাল ১১:৫৬
িনদাল বলেছেন: প্রত্যেকটা রিপ্লাই এ দেখি একটা করে কবিতা লিখছেন !
ইন্ট্রেসটিং !!!
০২ রা আগস্ট, ২০১১ দুপুর ১২:১৩
ছাইরাছ হেলাল বলেছেন:
খাইছে আমারে
আমি যে কুবি
কবি না তো।
২৯| ০২ রা আগস্ট, ২০১১ দুপুর ১২:১২
রেজওয়ান তানিম বলেছেন: শেষেরও অবশেষে স্বপ্নপূরণ,
ঝকমকে ব্যস্ততায়ও
এই দুই লাইনে প্রদত্ত ও দুটোর কথা বলেছি মামু ।
আদিবার জন্য আমার ছোট্ট দুটি লাইন
প্রখর রৌদ্রদায়ী সূর্যেও মতন
তোমায় আলো দিয়ে রেখেছে হয়তবা
অনাদিকালের কোন অবতার
আজকের দিনে । পিতৃদেবের আশীষ
হোক তোমার চিরদিনের উষ্ণীষ;
দিবাকালের অবসানে, নিশার কুসুম হয়ে
ফুটে থাক ধরণীর মাঝে ।
০২ রা আগস্ট, ২০১১ বিকাল ৩:০৮
ছাইরাছ হেলাল বলেছেন:
আমার মামুর নিবিড় পাঠ আমার ভাল লাগল।
আসলে ঐ দু'টো 'ও' সচেতন ভাবেই ব্যবহার করেছি।
এরপরও মামু চোখ চালু রাখবা।
আদিবার জন্য রেখে যাচ্ছি অনেক কিছু, তাতে এটাও
যোগ করে দিচ্ছি।
ছোট্ট অথচ সুন্দর লেখাটি ভাল লাগল।
মামু কুঠিন লেখার খবর কী ?
৩০| ০২ রা আগস্ট, ২০১১ দুপুর ১২:১৪
ফাইরুজ বলেছেন: রোজার শুভেচ্ছা জানানো হয়নি কাল। শুভ হোক সিয়াম সাধনার এই একটা মাস। আজ থেকেই আমি ঈদের জন্য কাউন্ট করা শুরু করেছি।
০২ রা আগস্ট, ২০১১ বিকাল ৩:১৫
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনিও রোজা রেখে ভাল থেকে
আমাদের জন্যও এট্টু দোয়ার ছিটে ফোটা
ছুঁড়ে দিয়ে আপনার বেহেস্ত প্রাপ্তি নিশ্চিত করুন।
আমিন-আমিন।
৩১| ০২ রা আগস্ট, ২০১১ দুপুর ২:০০
আকাশটালাল বলেছেন: লেখক বলেছেন: প্রথম এলেন এখানে
Click This Link এখানে দেখেন। আসলে আপনার দোষ না, আমারে কেউ মনে রাখে না
০২ রা আগস্ট, ২০১১ বিকাল ৩:২৭
ছাইরাছ হেলাল বলেছেন:
সত্যি কথা,
অতীব সত্যি কথা,
হ্যাঁ এইতো সেদিন মাত্র
বছরাধিককাল পুর্বে হয়েছিল
দেখা,সর্ব শেষে ,তা আর এমন কী ?
আহারে কেউ কথা রাখেনা
কেউ মনে রাখে না........................
রাখবে রাখবে
আসছে যে
চুপিসারে।
আমরাও রাখব মনে
দূর থেকে দূরে থেকে।
৩২| ০২ রা আগস্ট, ২০১১ রাত ৯:৫২
শুভ্রতা বলেছেন: সুন্দর কবিতা। আদিবার স্বপ্ন যেন আকাশ ছুতে পারে, এই দোয়া করি।
০৩ রা আগস্ট, ২০১১ সকাল ৮:৪৩
ছাইরাছ হেলাল বলেছেন:
সবার কাছে এমন দোয়ার
প্রত্যাশাই করি।
ধন্যবাদ।
৩৩| ০৩ রা আগস্ট, ২০১১ রাত ১২:২০
স্বদেশ হাসনাইন বলেছেন:
হৃদয় ছুঁয়ে যাওয়া কবিতা।
অজস্র কাঠগোলাপ ফুলে
স্নেহ বিছিয়ে আছে আপনার
স্নেহের আদিবার ছবিতে।
০৩ রা আগস্ট, ২০১১ সকাল ৮:৫২
ছাইরাছ হেলাল বলেছেন:
কবির হৃদয় ছুঁয়ে যাওয়া
উচ্ছাসে উচ্ছসিত হওয়া,
ফুলেল আনন্দে ভাসুক
ছবি কবিতা দিগন্ত থেকে
দিগন্তে।
৩৪| ০৩ রা আগস্ট, ২০১১ ভোর ৫:২৩
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
কবিতাটা অনেক সুন্দর হৈছে মামা। বেশ ভালো লাগলো।
ছোট্ট বোনটির জন্যে অনেক অনেক দোয়া আর শুভাকামনা।
০৩ রা আগস্ট, ২০১১ সকাল ৯:০২
ছাইরাছ হেলাল বলেছেন:
আমার ভাগ্নেকে দেখে অনেক অনেক
ভাল লাগল, সে যে আমারই ভাগ্নে।
ভাইয়ের দোয়াই হোক বোনের পাথেয়।
ভাল থাকবে অবশ্যই।
৩৫| ০৩ রা আগস্ট, ২০১১ সকাল ১০:০৭
অদৃশ্য বলেছেন: ছাইরাছ ভাই.......... আমি যতটুকু বুঝতে পারছি মেয়েকে নিয়ে কবিতাটি লেখার সময় বা লিখার পরেও আপনি অতৃপ্ত ছিলেন.....
কারন আমি আপনার কবিতায় কন্যার প্রতি ভালোবাসার যে টানটা দেখতে পাচ্ছি তাতে এত সহজে তৃপ্ত হবার কথা না আপনার.....
যদিও লিখাটি খুব ভালো হয়েছে........বাবা ও মেয়ের ভালোবাসা সুবাস ছদিয়ে যাক প্রান্তরে প্রান্তরে....
আবিদার জন্য স্নেহ ও শুভকামনা রইলো.....
০৩ রা আগস্ট, ২০১১ দুপুর ১২:০২
ছাইরাছ হেলাল বলেছেন:
হ্যাঁ,
আপনি ঠিকই বলেছেন।
সন্তানের প্রতি ভালোবাসায় অতৃপ্ততা
থেকেই যায়।
আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
৩৬| ০৩ রা আগস্ট, ২০১১ দুপুর ১:২৩
বাংলাদেশী সমাজ বিজ্ঞানী পল স্যাম বলেছেন: আপনার কবিতা অত্যন্ত চমৎকার হয়েছে। কবিতাটা প্রমাণ করে যে আপনি আপনার মেয়েকে অনেক ভালোবাসেন..
আদরের আদিবার জন্য অনেক অনেক শুভকামনা। তার জীবনের প্রতিটি পদে আসুক অনন্য সাফল্য। তার মেধার বিকাশ হোক অনন্য মাত্রায়।
অঃটঃ আপনার কবিতাটা কিন্তু আমি দু'দিন আগেই পড়েছি। ২ নং ছবিটা অতি সুন্দর হয়েছে। ভাবছি ক্যামেরার গুনে নাকি কারো হাতুড়ির কারনে। (আসল কারন কিউট চেহারা)
০৩ রা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৩৫
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনি বিজ্ঞানী হয়েও কবিতার প্রশংসা করছেন
দেখে ভাল লাগল।
ওকে সত্যি ভালোবাসি।
তাঁকে দোয়া করবেন ।
দু'টো দিন মাত্র, এ আর এমন কী।
ছবিগুলো আমার খুব পছন্দ।
ভাল মন্দ জানি না।
সুন্দর চেহারা মানে সুন্দর ছবি
না ও হতে পারে ।
আপনাকে ধন্যবাদ।
৩৭| ০৪ ঠা আগস্ট, ২০১১ সকাল ১১:৩৩
মনিরুল ইসলাম বাবু বলেছেন: লগড আউট হয়ে গিয়েছিলাম । মন্তব্যের ঘরে দেখলাম আপনি কোন একটা মন্তব্য করেছেন । ভাব্লাম আপনার নাম ক্লিক করে দেখি কোন নতুন লেখা আছে কিনা । তারপর এলাম এখানে ।
"দূর নীলিমায় খুঁজে খুঁজে
শেষেরও অবশেষে স্বপ্নপূরণ,
ঝকমকে ব্যস্ততায়ও
দুর্গমতায় দুরূহ সে ক্ষন।"
বাহ কি চমতকার সূচনা এবং আগাগোড়াই চমতকার একটি কবিতা ।
০৪ ঠা আগস্ট, ২০১১ বিকাল ৩:২৬
ছাইরাছ হেলাল বলেছেন:
বাবু,
আপনি আমার খোজ নিচ্ছেন না
দেখছি। এটা কিন্তু ঠিক হচ্ছেনা।
কম লিখছি বা লিখতে পারছিনা
এ জন্য কি?
আমি বা আপনি
আমরা নিয়মিত হব অবশ্যই
এমন আশা রাখছি।
ভাল বলছেন শুনে ভালই লাগল।
ধন্যবাদ-ধন্যবাদ।
৩৮| ০৪ ঠা আগস্ট, ২০১১ দুপুর ১২:০২
ত্রাতুল বলেছেন:
এই কবিতাটা আগেই পড়েছি। কন্যার প্রতি পিতার ভালবাসা হয়তো এভাবে কিছু শব্দ বাক্য দিয়ে কখনোই পুরোটা প্রকাশ করা যায় না। তারপরেও ভাষার সীমাবদ্ধতার ফাঁক গলে যতটুকু বের হয়ে আসে তাতেই অনেক কিছু বোঝা হয়ে যায়। সত্যি খুব ভাল লাগল। আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা।
আপনার একজন ভক্তের কাছে আপনার নাম শুনেছি বেশ কয়েকবার। আর ব্লগেতো নানান জায়গায় দেখেছিও। আমার অভ্যাস মতো বেশ দেরী করেই পরিচয় হয় একএক জনের সাথে। আপনার সাথেও তাই দেরী হয়ে গেল। কিন্তু এতদিনে মাত্র দশটা পোস্ট দেখে অবাক হচ্ছি। কিছু পোস্ট ড্রাফট করে ফেলেছেন নাকি?
যাইহোক, ভাল থাকবেন। কথা হবে আবার।
০৪ ঠা আগস্ট, ২০১১ বিকাল ৩:৫১
ছাইরাছ হেলাল বলেছেন:
ত্রাতুল,
ভাল জেনে ভালোমনে ভালবেসে ভাল বলছেন লেখাটিকে।
নিজের লেখাটির ভালত্ব নিয়ে সংশয় থেকেই যাচ্ছে ।
লিখতে যে পারিনা যা লিখতে চাই।
আমার লেখা বা যা লিখছি তাত আমার কাছেই বিস্ময়।
ড্রাফ্ট করব কি ? লিখতেই তো পারিনা - পারিনি ।
আপনি কী যে বলেন, এমন কেউ নেই
আমার লেখা আমি পড়ি
আমার ভক্ত শুধুই আমি ।
দেরীর দেরীতে এমন কী দেরী?
দেরীটুকু পুষিয়ে নেব দেরী না করেই।
আপনাকেও জানি একটুখানি।
অনেক ধন্যবাদ আপনাকে
ও অন্য কাউকে ।
৩৯| ০৫ ই আগস্ট, ২০১১ রাত ১২:৪০
সন্যাসী বলেছেন: আদিবার জন্য শুভকামনা।
০৫ ই আগস্ট, ২০১১ সকাল ৮:০২
ছাইরাছ হেলাল বলেছেন:
বিস্মৃতিদের জয়ী হতে দিতে পারি না।
স্মৃতিকাতরতায় ফিরে আসি বারে বারে।
আদিবার শুভকামনায় আপনাকে ধন্যবাদ।
৪০| ০৫ ই আগস্ট, ২০১১ রাত ১২:৪২
সরলতা বলেছেন: আদিবাকে নিয়ে লেখা কবিতাটা ভাল লেগেছে হেলাল ভাই। আপনার মেয়েটিও ভারী মিষ্টি।
দোয়া করি,ও যেন মানুষের মত মানুষ হয়।
০৫ ই আগস্ট, ২০১১ সকাল ৮:০৯
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনাদের দোয়াই হোক তাঁর পথচলার
পাথেয়।
দেরী করে এলেও আপনার জন্য
অনেক অনেক ধন্যবাদ।
৪১| ০৫ ই আগস্ট, ২০১১ রাত ৩:২৪
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: শুভ রাত মামা।
০৫ ই আগস্ট, ২০১১ সকাল ৮:১২
ছাইরাছ হেলাল বলেছেন:
শুভ সকাল আমার নিদ্রাহীন ভাইগ্না ।
৪২| ০৫ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৫১
নাআমি বলেছেন: আদিবার জন্য অনেক অনেক দোয়া ও আদর.........
সত্যিই সে... উত্তমা,সুন্দরীতমা,কিন্নরী,পরী,অপ্সরী...
রূপকন্যা-রূপবতী-রাজকন্যা..........
দীপালিকা কন্যাটিকে ঘিরে স্বপ্ন দেখি।
ভীষণ সুন্দর আপনার মেয়েটি, মাসাআল্লাহ !! ঠিক আপনার কবিতার উপমা গুলির মত !!
আল্লাহ ওকে অনেক ভাল রাখুক।
০৫ ই আগস্ট, ২০১১ রাত ৯:২৮
ছাইরাছ হেলাল বলেছেন:
অবশ্যই তাঁর জন্য আপনার দোয়া থাকবে।
আরও ব্যস্ত থাকুন আমাদের নিয়েও।
৪৩| ০৫ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৫৪
আইনউদদীন বলেছেন: ভাল লাগল +++++++++++্
০৫ ই আগস্ট, ২০১১ রাত ৯:২৯
ছাইরাছ হেলাল বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
৪৪| ০৫ ই আগস্ট, ২০১১ রাত ৮:৩৯
রজনীগন্ধা বলেছেন: সে... উত্তমা,সুন্দরীতমা,কিন্নরী,পরী,অপ্সরী...
রূপকন্যা-রূপবতী-রাজকন্যা..........
দীপালিকা কন্যাটিকে ঘিরে স্বপ্ন দেখি
কিন্নরী, পরী, অপ্সরীটির জন্যে অনেক আদর ও শুভকামনা
০৫ ই আগস্ট, ২০১১ রাত ৯:৩৫
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা।
৪৫| ০৬ ই আগস্ট, ২০১১ সকাল ১১:৪৬
রোকন রাইয়ান বলেছেন: বেতনবতি সময়ের সাথে হেরে গিয়ে
হিম কালিমার বিদায় বাঁশরির সুরে সুরে,
সামান্যে বেচে থাকি গহন অগোচরে
শেষহীন আশা নিরাশার দোলাচালে.....
নাইস........
০৬ ই আগস্ট, ২০১১ দুপুর ২:৪২
ছাইরাছ হেলাল বলেছেন:
রোকন,
আপনাকে বেশি অভিনন্দন।
কেমন আছেন?
৪৬| ০৬ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:০১
কাঠফুল বলেছেন: সে... উত্তমা,সুন্দরীতমা,কিন্নরী,পরী,অপ্সরী...
রূপকন্যা-রূপবতী-রাজকন্যা..........
দীপালিকা কন্যাটিকে ঘিরে স্বপ্ন দেখি।
কবিতার মতো সুন্দর আপনার কন্যাটি।
কবি ও কন্যার প্রতি শুভ কামনা ।।
০৬ ই আগস্ট, ২০১১ দুপুর ২:৫৪
ছাইরাছ হেলাল বলেছেন:
কাঠফুল,
আপনিত আমার খোঁজই রাখেন না।
আপনার শুভ কামনায় আনন্দিত বোধ করছি।
আপনিও ভাল থাকুন অনেক।
৪৭| ০৬ ই আগস্ট, ২০১১ দুপুর ১:২০
দু-পেয়ে গাধ বলেছেন:
কি বলব ভেবে পেলাম না। সবাই আগেই সব বলে দিয়েছেন। তাই উপরের সমস্ত মন্তব্যগুলো আরেকবার পড়ে নিন।
এই শিশুদের জন্য পৃথিবীটাকে আরেকটু সহজ সুন্দর করে দিতে পারাটাই সবচেয়ে বড় কাজ।
০৬ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:০৮
ছাইরাছ হেলাল বলেছেন:
জী, আবার পড়লাম।
সবার আন্তরিকতায় আরও একবার
আপ্লুত হলাম।
হ্যাঁ ওঁদের জন্য সহজ সুন্দরতম পথই
আমাদের সবার কাম্য হওয়া উচিৎ।
সহস্র দিন পর এলেন।
তবুও এলেন।
অনেক অনেক ধন্যবাদ।
৪৮| ০৬ ই আগস্ট, ২০১১ বিকাল ৫:২৯
দু-পেয়ে গাধ বলেছেন: ছবিটা মারাত্মক রকমের ভালো হয়েছে। আপনি কিন্তু আর হাতুড়ে ছবিতোলক নেই।
০৬ ই আগস্ট, ২০১১ রাত ১১:০৩
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার প্রশংসা শুনে ভাল লাগছে।
আবার লজ্জাও পাচ্ছি।(ইমোর ব্যবহার শিখব নাকি ?)
মেটা ডেটা দেখার পদ্ধতি অনেক আগে আমার
আইডল ব্লগারের কাছে প্রথম আমি শিখেছিলাম।
তাঁকে মনে করিয়ে দিলেন আবার।
আবার আপনাকে ধন্যবাদ।
৪৯| ০৬ ই আগস্ট, ২০১১ রাত ৯:১৫
শায়মা বলেছেন: কন্যাকে অনেক অনেক আদর আর ভালোবাসা ভাইয়া।
০৬ ই আগস্ট, ২০১১ রাত ১১:০৬
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনাকেও
অনেক অনেক ধন্যবাদ
সময় করে আসার জন্য।
৫০| ০৭ ই আগস্ট, ২০১১ দুপুর ২:৩৫
অণুজীব বলেছেন: আদিবা ছোটো বোনের জন্য অনেক শুভকামনা আর আপনার জন্যও
০৭ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:৩৫
ছাইরাছ হেলাল বলেছেন:
অনেক ধন্যবাদ ও শুভ কামনা
আপনার জন্যও ,অণুজীব।
৫১| ০৮ ই আগস্ট, ২০১১ সকাল ১১:৩৪
রাজর্ষি....... বলেছেন: মেঘ বরণ কন্যার জন্য অনেক আদর ও শুভেচ্ছা রইল।
আর তার পিতার জন্য শুভকামনা। তার আশা নিরাশার দোলাচাল শেষ হোক।
০৮ ই আগস্ট, ২০১১ দুপুর ২:৪৯
ছাইরাছ হেলাল বলেছেন:
কন্যার পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করা হল ।
তবে হ্যাঁ,
এই বিলম্বিত মন্তব্যে কোন
ধন্যবাদ প্রেরণ করা হইবেক না ।
শেষই হবে সব শেষ এই দোলাচলের।
৫২| ০৮ ই আগস্ট, ২০১১ দুপুর ২:২৪
মনিরুল ইসলাম বাবু বলেছেন: লেখক বলেছেন:
আমি বা আপনি
আমরা নিয়মিত হব অবশ্যই
এমন আশা রাখছি।
>> চেস্টা থাকবে নিশ্চয়ই । আপনি ভাল আছেন আশা করি ।
০৮ ই আগস্ট, ২০১১ দুপুর ২:৫২
ছাইরাছ হেলাল বলেছেন:
হ্যাঁ আমি ভাল আছি।
শত ব্যস্ততার ব্যস্ততায়ও সাথে থাকবেন।
আবার ধন্যবাদ আপনাকে।
৫৩| ০৯ ই আগস্ট, ২০১১ সকাল ৭:৪৬
হানী বলেছেন: কবিতাটা অনেক ভাল লাগল মামা । আদিবা তো অনেক কিউট ! অনেক অনেক আদর ওকে !
০৯ ই আগস্ট, ২০১১ সকাল ৮:৪৫
ছাইরাছ হেলাল বলেছেন:
মামাকেও অনেক অনেক ধন্যবাদ।
৫৪| ০৯ ই আগস্ট, ২০১১ সকাল ৮:২৮
রাইসুল জুহালা বলেছেন: আপনার কাব্যপ্রতিভা আর কন্যাপ্রেম, দু'টোই অজানা ছিল। আজ দু'টোর খোঁজ পেয়ে মুগ্ধ হলাম। আদিবা ভাগ্যবতী এত স্নেহশীল বাবাকে পেয়ে।
চমৎকার লাগল।
০৯ ই আগস্ট, ২০১১ সকাল ৮:৫৬
ছাইরাছ হেলাল বলেছেন:
যাক এতদিনে যে এ বুড়োর খোঁজ পেলেন
সেটাই বা কম কিসে আমার জন্য।
খুঁজে পাওয়ার জন্য অনেক ধন্যবাদ।
'কন্যাপ্রেমে'এর সাথে হাজার সহমত কিন্তু
'কাব্যপ্রতিভা' এর সাথে দ্বিমত পোষন করছি।
কন্যাকে দোয়া করবেন।
৫৫| ১০ ই আগস্ট, ২০১১ রাত ১১:৪২
পাগলাঘোড়াসিটিজি বলেছেন: কবির কন্যা হোক দুনিয়ার শ্রেষ্ঠ পরী।
কবি হোক শ্রেষ্ঠ বাবা।
১১ ই আগস্ট, ২০১১ সকাল ১১:৪৭
ছাইরাছ হেলাল বলেছেন:
প্রথমটুকু যেন হয় এমন কামনাই করি।
শেষটুকু না হলেও সমস্যা নাই।
অনেক ধন্যবাদ।
৫৬| ১১ ই আগস্ট, ২০১১ রাত ৯:০৭
মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: কবিতা ভালো লেগেছে খুব।
আমার প্রথম পোষ্টে মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা
১২ ই আগস্ট, ২০১১ সকাল ৯:১৭
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনি মনে রেখেছেন দেখে
অনেক ভাল লাগল।
৫৭| ১২ ই আগস্ট, ২০১১ সকাল ১১:৩০
সামুর মুসা বলেছেন:
আপ্নার কবিতা পোস্টগুলো খুবভাল লাগে।
দারুণভাবে আপ্নি আপ্নার অনুভবটাকে আলোয় টেনে আনেন।
১২ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:২১
ছাইরাছ হেলাল বলেছেন:
এই প্রথম এখানে এসে মন্তব্য
করার জন্য ধন্যবাদ।
৫৮| ১৩ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:৪৮
শাহেদ খান বলেছেন: "বিস্মিত বিস্ময়", "নক্ষত্রের নক্ষত্র হয়ে জ্বলে উঠা", অথবা "ভালবেসে ভালবেসেছি ভালবাসা" - শব্দগুলোর ব্যবহার ভাল লাগল !
ছবিগুলোও খুব ভাল তুলেছেন !
কবি আর তার আদুরে কন্যার জন্য সবসময়ের শুভকামনা।
১৩ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:২০
ছাইরাছ হেলাল বলেছেন:
মনোযোগের জন্য অনেক ধন্যবাদ।
কিছু শব্দ'দেরও আমি পছন্দ করি।
ছবি তোলার চেষ্টা করে যাচ্ছি অনবরত ।
ধন্যবাদ দিচ্ছি কিন্তু ।
৫৯| ১৪ ই আগস্ট, ২০১১ ভোর ৪:০৬
ঘুমন্ত আমি বলেছেন: কবিতাটি সুন্দর হয়েছে সাথে নিজ সন্তান কে লেখার যে আবেগ সেটা ভালোভাবেই প্রকাশ পাচ্ছে
১৪ ই আগস্ট, ২০১১ সকাল ৭:৪৮
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার কাছেও ধরা পড়ে গেলাম।
অনেক ধন্যবাদ দিলাম।
৬০| ১৪ ই আগস্ট, ২০১১ রাত ১০:৫৮
আরিয়ানা বলেছেন: চমৎকার ......গান তুমি হও আমার মেয়ের ঘুমিয়ে পরা মুখ!....
১৫ ই আগস্ট, ২০১১ রাত ১২:১০
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনার প্রশংসা পেয়ে সত্যি ভাল লাগল।
আপনাকেও ধন্যবাদ এখানে প্রথম আসার জন্য।
৬১| ১৬ ই আগস্ট, ২০১১ রাত ১২:২৪
রেজওয়ান তানিম বলেছেন: আরেকবার একটু পোস্ট টা দেখে আসেন মামা ।
১৬ ই আগস্ট, ২০১১ রাত ১:১৯
ছাইরাছ হেলাল বলেছেন:
আচ্ছা এখনই দেখছি।
৬২| ১৭ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:৩৬
সুপান্থ সুরাহী বলেছেন:
সে... উত্তমা,সুন্দরীতমা,কিন্নরী,পরী,অপ্সরী...
রূপকন্যা-রূপবতী-রাজকন্যা..........
দীপালিকা কন্যাটিকে ঘিরে স্বপ্ন দেখি।
আংকল এত্ত সুন্দর করে লেখেন আপ্নি?
ধন্যবাদ সুন্দর একটা কবিতা উপহার দেয়ায়।
১৭ ই আগস্ট, ২০১১ রাত ৮:৩৯
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনাকে মাইনাস।
কথা বলব না।
৬৩| ১৭ ই আগস্ট, ২০১১ বিকাল ৫:০৯
চতুষ্কোণ বলেছেন: মিষ্টি আদিবার জন্য শুভকামনা। অনেক অনেক বড় হোক।
১৭ ই আগস্ট, ২০১১ রাত ৮:৪৫
ছাইরাছ হেলাল বলেছেন:
আমাকে মনে রাখার জন্য ধন্যবাদ।
আমার কিন্তু মনে আছে আপনি আমার
টাইপো ঠিক করে দিয়েছিলেন।
মেয়েকে দোয়া করবেন।
৬৪| ১৯ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৩৬
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: কমেন্ট এনিমেশন কোথায় পাবো জানেন হেলাল ভাই??
১৯ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:৫৯
ছাইরাছ হেলাল বলেছেন:
আমি কোন টেকি না।
আহারে কত চিন্তা করে রে।
৬৫| ১৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৪০
চর্যা পদ বলেছেন: ছবি ব্লগ দেখতে চাই। নিদেন পক্ষে ভাবী কন্যা ও আপনার ঈদ শপিং নিয়ে একটা পোস্ট দেন।
১৯ শে আগস্ট, ২০১১ রাত ৮:২৯
ছাইরাছ হেলাল বলেছেন:
আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন।
এইমাত্র তিন দিনের ফটোওয়াক শেষ করলাম।
ছবি ছবি এবং ছবি,পছন্দের ছবি তুলে এনেছি।
৬৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:২২
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: খুব সুন্দর কবিতা। আপনার মেয়ে তো খুবই কিউট। একটা টিপও পড়েছে দেখা যাচ্ছে। পিচ্চি পিচ্চি মেয়েদের কপালে ছোট ছোট করে টিপ আঁকা থাকে মাঝে মাঝে, আমার খুবই সুন্দর আর আদর আদর লাগে দেখতে।
শুভকামনা বাপ বেটির জন্য।
০৭ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:৪৫
ছাইরাছ হেলাল বলেছেন:
প্রথমেই ধন্যবাদ আমার পুরোন লেখাটি পড়ার জন্য
এবং ভাল বলার জন্য।
আপনার জন্যও অনেক ঈদ উত্তর শুভ কামনা ।
আরও ভাল থাকুন।
৬৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৪
মহাবিশ্ব বলেছেন:
চমৎকার উৎসর্গ!
খুব ভালো লাগলো হেলাল।
আদিবার জন্য এক সমুদ্র শুভকামনা রইল।
মংগলময় হোক তার জীবন। সর্বক্ষেত্রে সাফল্য কামনা করি।
আপনার জন্যেও অভিনন্দন রইল।
ভালো থাকবেন। শুভকামনা সবসময়কার।
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৪
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনাকে অনেক অভিনন্দন আমার এ
পুরোন লেখাটিতে এসে মন্তব্য করার জন্য।
আপনি এখানে এই প্রথম এলেন,আসবেন
আবারও এমন আশাই করছি।
আদিবাকেও আপনার শুভ কামনা পৌছে দিচ্ছি।
৬৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৪৭
জাফর সািদক রুমী বলেছেন: ভালবেসে ভালবেসেছি ভালবাসা।
আসাধারণ লাইন, এক্ষুনি ফেসবুকে স্ট্যটাস দিচ্ছি.........................
১৯ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:২১
ছাইরাছ হেলাল বলেছেন:
খাইছে আমারে...............।
৬৯| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১১:০৬
মনিরুল ইসলাম বাবু বলেছেন: আবারও পড়ে গেলাম । সেই আগের ভাললাগাই রয়ে গেছে, রঙ চটে যায়নি এতটুকু ।
১৩ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:১৩
ছাইরাছ হেলাল বলেছেন:
বাবু স্বজনপ্রীতি করেছে।
স্বজনেরা এমনই হয়।
৭০| ২২ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৩২
মনিরুল ইসলাম বাবু বলেছেন: লেখক বলেছেন:বাবু স্বজনপ্রীতি করেছে।স্বজনেরা এমনই হয়।
# হা হা হা মজা পেলাম এবং বেশ ভাল্লাগ্লো ।
২২ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:২৩
ছাইরাছ হেলাল বলেছেন:
আবারও ভালোলাগা পেয়ে
আরও ভালো লাগল।
৭১| ০৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৫৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কন্যা কে নিয়ে চমৎকার অনুভুতিগুলো আবারো পড়ে গেলাম।
'আদিবা'র জন্য শুভ কামনা নিরন্তর।
০৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১৮
ছাইরাছ হেলাল বলেছেন:
শুভ কামনা পৌছে যাবে কন্যার কাছে ।
কষ্ট করে আবারও পড়ার জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ১২:০১
জুন বলেছেন: মেয়েকে নিয়ে আপনার কবিতাটি অনেক ভালোলাগলো ।
সে... উত্তমা,সুন্দরীতমা,কিন্নরী,পরী,অপ্সরী...
রূপকন্যা-রূপবতী-রাজকন্যা..........
দীপালিকা কন্যাটিকে ঘিরে স্বপ্ন দেখি।
সত্যি কিন্নরী... পরী...