| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকার জামাতের সহযোগী হিসেবে দেওবন্দী গোষ্ঠী তথা খারিজী-কওমী গোষ্ঠীও জড়িত ছিল। এরা পবিত্র দ্বীন ইসলাম উনার অপব্যাখ্যা করে ওই সময় বিভিন্ন অপকর্মে অংশ নেয়। দেওবন্দী মাওলানা আশরাফ আলী থানভীর অন্যতম খলিফা কিশোরগঞ্জের রাজাকার মাওলানা আতাহার আলী দেওয়ান একাই প্রায় পৌনে তিন হাজার মানুষকে হত্যা করে। বাংলাদেশ জেনোসাইড আর্কাইভে রাজাকারের লিস্টে এই কুখ্যাত রাজাকারের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
এছাড়া মাওলানা আশরাফ আলী থানভীর আরেক খলিফা- যে মশহুর হাফিজ্জী নামে (মূল নাম: মওলানা মোহাম্মদ উল্লাহ), সেও একাত্তর সাথে রাজাকার ছিল। বাংলাদেশ জেনোসাইড আর্কাইভে রাজাকারের লিস্টে এই কুখ্যাত রাজাকারের নামও এলাকাসহ উল্লেখ করা হয়েছে।
বর্তমান সরকারের উচিত হবে- জামাতের সাথে এই রাজাকার গোষ্ঠীকেও চিহ্নিত করা এবং এদের মধ্যে যেসকল রাজাকার এখনো বেঁচে আছে তাদের বিচারের আওতায় আনা। তাহলেই ৩০ লক্ষ শহীদের রক্তের হক্ব আদায় করা সম্ভব হবে।
©somewhere in net ltd.