নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ছেলে বেলা

সজীব৬১৪

ফাজিল ২

সজীব৬১৪ › বিস্তারিত পোস্টঃ

আজকে দিনের শুরুতেই আমার উপলব্ধি

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৯

"বাংলাদেশের মানুষের ধারনা ইসলাম মানে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পরা, বউকে বোরকা পরানো আর নিজে দাড়ি রাখা, আর কিছু নাই ইসলামে।"

আজ কাল কি গাজা অনেক শস্তা হয়ে গেছে নাকি।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিক আছে।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

নাসরিন ইসলাম বলেছেন: অল্প কথায় অনেক কিছু বলে গেলেন। আমার কাছে এরা এক ধরনের ভন্ড, বিড়ালতপস্বী, বকধার্মিক।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

সজীব৬১৪ বলেছেন: In Bangladesh, we are not a good practising Muslim. But first, we need to be a good practising Muslim and Namaz one of them, others also are important to obe.

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪২

সজীব৬১৪ বলেছেন: যার জন্য এই উপলব্ধি তার Instagram following list.

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখকের উপলব্ধিঃ আজ কাল কি গাজা অনেক শস্তা হয়ে গেছে নাকি।

ইসলাম মানে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পরা, এটা আলাহর হুকুম্
বউকে বোরকা পরানোর নির্দেশ আল্লাহ দিয়ে ছিলেন তার প্রিয়
হাবিককে। রসুল(সঃ) বলেছেন তার উম্মতকে।
নিজে দাড়ি রাখা, রসুল (সঃ) সুন্নত। আগে এগুলে
পালন করেন তার পর জানবেন ্ইসলামে আর কি কি আছে।
আমি আপনার উপলব্ধিকে নিন্দা জানা্ই। এটা আমার ইমানী
দ্বায়িত্ব।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৮

সজীব৬১৪ বলেছেন: ইসলামে পর্দা করার কথা বলা হইছে, বোরকা কথা কোথায় জনাব? রেফারেন্স দিতে পারবেন?

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫০

সজীব৬১৪ বলেছেন: Practising Muslim মানে জানেন?

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫২

সজীব৬১৪ বলেছেন: If you know about Practising Muslim then I will discuss further with you. Otherwise, go to hell.

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৫

সজীব৬১৪ বলেছেন: বাংলাদেশের বেশির ভাগ মানুষ আসলে আপনার মত মানসিকতার। তারা নামাজ পরে, বউকে পর্দা করায়, নিজে দাড়ি রাখে, আবার চামে চামে নিজের চোখ দিয়ে অন্য মেয়ে মানুষকে চেটে পুটে খায়। সুদ-ঘুষের কথা নাইবা বললাম।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২২

নেওয়াজ আলি বলেছেন: Good

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জনাব,
পর্দা ইসলামের সার্বক্ষণিক পালনীয় অপরিহার্য বিধান। কোরআন-সুন্নাহর
অকাট্য দলীল প্রমাণাদির ভিত্তিতে নামায, রোযা, হজ্জ, যাকাত ইত্যাদি
বিধানাবলীর মতো সুস্পষ্ট এক ফরয বিধান।
আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ের নির্দেশ
দিলে কোনো মু’মিন পুরুষ কিংবা কোনো মু’মিন নারীর জন্য সে বিষয়
অমান্য করার কোনো অধিকার থাকে না। আর যে আল্লাহ ও তার রাসূলকে
অমান্য করে সে অবশ্যই পথভ্রষ্ট।’ (সূরা আহযাব: ৩৬)
‘পর্দা’ শব্দটি মূলত ফার্সী। যার আরবী প্রতিশব্দ ‘হিজাব’।
পর্দা বা হিজাবের বাংলা অর্থ- আবৃত করা, ঢেকে রাখা, আবরণ,
আড়াল, অন্তরায়, আচ্ছাদান, বস্ত্রাদি দ্বারা সৌন্দর্য ঢেকে নেয়া,
আবৃত করা বা গোপন করা ইত্যাদি।
একজন নারীর পর্দা পালনের তিনটি পর্যায় রয়েছে।
যথা- গৃহে অবস্থানকালীন পর্দা,
বাইরে গমনকালীন পর্দা এবং বৃদ্ধা অবস্থায় পর্দা।

এ প্রসঙ্গে আল্লাহ তায়ালার সুস্পষ্ট নির্দেশ, ‘হে নবী! আপনি আপনার স্ত্রী,
কন্যা এবং মু’মিন নারীদেরকে বলুন, তারা যেন (প্রয়োজনে বাইরে যাওয়ার
সময়) তাদের (পরিহিত) জিলবাবের একাংশ নিজেদের উপর টেনে দেয়।
এতে তাদেরকে চেনা সহজ হবে ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না।
আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সূরা আহযাব: ৫৯)

জিলবাব হলো নারীর এমন পোশাক যা দিয়ে তারা পুরো দেহ ঢেকে রাখে।
অর্থাৎ বাইরে গমনের সময় দেহের সাধারণ পোশাক- জামা, পাজামা, ওড়না
ইত্যাদির উপর আলাদা যে পোশাক পরিধান করার মাধ্যমে নারীর আপাদমস্তক
আবৃত করা যায় তাকে জিলবাব বলা হয়। আমাদের দেশে যা বোরকা নামে পরিচিত।

বুঝলেন কিছু ? ক্যাচাল নয় সহি বুঝতে শিখুন। মানুষকে গোমরাহ করবেন না।
আল্লাহকে ভয় করুন। তিনি মহা পরক্রমশীল।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১০

সজীব৬১৪ বলেছেন: এত কষ্ট করে কপি পেস্ট না করে লিংক দিয়ে দিলেই হত ভাই।
https://rb.gy/min82j

ভাইরে নিজে থেকে এক লাইন লেখন, বুঝতে সুবিধা হবে।
নবীর যুগে কিভাবে পর্দা করত জানেন ?
পারলে আরেকটা প্র্‌শ্নের উত্তর দিয়েন, "আপনার নবী কয়টা বিবাহ করে ছিলেন? এবং আয়েশা কে কত বছর বয়সে বিয়ে করে ছিলেন?"

উত্তর না দিয়ে দৌরে পালায়েন না আবার

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সূস্রঃ এ প্রসঙ্গে আলোচ্য আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন,
আল্লাহ তায়ালা (এ আয়াতে) মুমিন নারীদেরকে নির্দেশ দিয়েছেন, প্রয়োজনে তারা যখন বাইরে
যাবে তখন তারা যেন জিলবাব দিয়ে (পুরো দেহ আবৃত করার পর) তাদের মাথার উপর দিক
থেকে তাদের মুখমণ্ডলও আবৃত করে নেয়। তবে তারা (চলাফেরার সুবিধার্থে)
একটি চোখ খোলা রাখবে। (ইবনে কাসীর: ৬/৪৮২)

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: দাড়ি, বোরকা, নামাজ এগুলো হাস্যকর লাগে আমার কাছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০০

সজীব৬১৪ বলেছেন: এগুলো এখন ভন্ডামীর একটা অস্ত্র ছাড়া কিছু না আমাদের দেশে।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:
আল কোরানে পর্দা করার কথা বলা হইছে, বোরকা কথা নেই।

সুরা আহাজাবে সবচেয়ে নির্দিষ্ট ভাবে পর্দার আদেশ দেয়া হয়েছে।
আয়াতে পরিধেয় চাদর জাতীয় বস্ত্রটি একটু টেনে নিয়ে সংযত ভাবে থাকতে বলা হয়েছে।
চুল ঢাকার কোন আদেশ কোরানে নেই। হাদিসেও দেখিনি।
উক্ত আয়াতে বিদ্যমান পরিধেয় বস্ত্রটির উপর বাড়তি বস্ত্র বা বস্তা চাপিয়ে দিতে বলেনি, বরং মুখ খোলা রাখার কথা হয়েছে, স্পষ্ট ভাবে বলা হয়েছে যাতে চেনা যায়।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৩

সজীব৬১৪ বলেছেন: নূর মোহাম্মদ নূরু ভাই তো কপি করে করে পড়েন তাই সঠিক তথ্য মনে হয় জানেন না।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১২

হাসান কালবৈশাখী বলেছেন:
নুরু ভাই

জিলবাব বোর্খা নয়, চাদর জাতীয় পোশাক। ইতিহাস দেখুন ডিকসেনারি দেখুন

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন:
পারলে আরেকটা প্র্‌শ্নের উত্তর দিয়েন, "আপনার নবী কয়টা বিবাহ করে ছিলেন?

আমার নবী (সঃ) ভালো বলেছেন, আপনার তো না।
তাই তাঁকে নিয়ে আপনার সাথে আলাপ করতে চাইনা।
আপনি থাকেন আপনাকে নিয়ে !

১২| ০১ লা অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাসান কালবৈশাখী বলেছেন:নুরু ভাই জিলবাব বোর্খা নয়, চাদর জাতীয় পোশাক। ইতিহাস দেখুন ডিকসেনারি দেখুন

হাসান ভাই আপনি খুবই জ্ঞানী মানুষ আমি জানি
ধর্ম নিেূয় অনেক পড়া লেখা আপনার। আপনি
জানেন যুগে যুগে অনেক কিছুরই পরিবর্তস হয়েছে
হবে। তাই জিলবার যে পরিবর্তন হবেনা তার কোন
যুক্তি আছে? জিলবাব হলো নারীর এমন পোশাক যা
দিয়ে তারা পুরো দেহ ঢেকে রাখে।
অর্থাৎ বাইরে গমনের সময় দেহের সাধারণ পোশাক- জামা,
পাজামা, ওড়না ইত্যাদির উপর আলাদা যে পোশাক পরিধান
করার মাধ্যমে নারীর আপাদমস্তক আবৃত করা যায় তাকে জিলবাব
ৎবলা হয়। আমাদের দেশে যা বোরকা নামে পরিচিত। জিলবারের
আধুনিক সংস্করণ।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.