![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগের বাটপারদের টাকা লুটের হিসাব
------------------------------------------
যুবক কর্মসংস্থান সোসাইটি (যুবক) - ২৬০০ কোটি টাকা
ইউনি পে টু ইউ - ৬০০০ কোটি টাকা
ডেসটিনি - ২৫০০ কোটি টাকা
যুবক, ইউনি পে টু ইউ, এবং ডেসটিনি থেকে কেউ টাকা ফেরত পায় নি সরকানের সহযোগীতায়।
আপনার কি মনে হয়, ইভ্যালি এবং ই-অরেঞ্জ থেকে গ্রাহকরা টাকা ফেরত পাবার কোন সম্ভাবনা আছে সরকারের সহযোগীতায়?
১। লোভে পাপ, পাপে মৃত্যু
২। কারও পৌষ মাস, কারও সর্বনাশ
৩। মাছের তেলে মাছ ভাজা
এই সবগুলো বাগধারা ইভ্যালির জন্য প্রযোজ্য, দেখেন তো আপনার সাথে কোনটা মিলে যায় কিনা।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৬
সজীব৬১৪ বলেছেন: পরিশ্রম না করে আমাদের টাকা ইনকাম করার চিন্তা থেকেই এই ধরনের বাটপার কোম্পানীর আগমন।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:২০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দেশের জনশক্তিকে দক্ষভাবে গড়ে তুলতে না পারলে শিকারী ও শিকার উভয়েই এই ধরণের শর্টকাট পথে রোজগারের পথ খুজবেই। আর দেশে শক্ত আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে দুর্নীতির বিস্তার ঘটবেই। সুতরাং সরকারের দায় কম নয়।
তবে আমাদের নেতৃত্বটাই অসৎ - সেটা রাজনৈতিক, সামাজিক বা ধর্মীয় যেটাই হোক না কেন। এরা আমাদের আগডুম-বাগডুম মন্ত্রণা দিতে পারে কিন্তু আমাদের মধ্যে নৈতিকতা তৈরী করতে পারে না।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২১
শাহ আজিজ বলেছেন: এতে সরকারের দোষ ১০০ ভাগ এবং ভিক্তিমের দোষ আরও বেশি । অর্থনৈতিক সঞ্চালনে সরকার কোন পদক্ষেপ নেয় বলে জানিনা তবে টাকা উদ্ধার হয়েছে বলে শুনিনি । সরকারী নজরদারী নেই , অনেক কিছুতেই নেই ।