![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রহমত সাহেব সরকারী চাকুরি থেকে অবসর নিয়েছেন বেশি দিন হয় নি। এখন শুধুই অবসর। তিনি একজন পরহেজগার মানুষও বটে। তাই তিনি ঠিক করেছেন এবার হজ্জে যাবেন, আল্লাহর ঘর দেখবেন। তাই তিনি গেলের হজ্জের জন্য রেজিষ্ট্রেশন করতে। ঠিক তখনই তিনি পড়লেন ঝামেলাই। কোন টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করবেন? তার ব্যাংকে রাখা টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করা ঠিক হবে না বলে তিনি মনে মনে ভাবলেন। ঐ টাকার মধ্যে তো তার অনৈতিকভাবে আয়ের টাকাও আছে যা তিনি ঘুসের মাধ্যমে উপার্জন করেছেন। তাই তিনি ঠিক করলেন পৈত্রিকসুত্রে পাওয়া জমি বিক্রি করে হজ্জের রেজিষ্ট্রেশন টাকা জমা দিবেন এবং হজ্জের পুরো টাকা তিনি জমি বিক্রি টাকা থেকেই দিবেন। আমরা জানি না তার পিতার উপার্জনটা কি হালাল না হারাম।
অতঃপর রহমত সাহেব সব প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে হজ সম্পূর্ণ করে দেশে ফিরে আসলেন। এরপর থেকে সবাই তাকে হাজী সাহেব ডাকা শুরু করে দিলেন, যেহেতু তিনি হজ করেছেন। তিনিও মনে মনে খুব পরিতৃপ্ত অনুভব করেন হজ করে আসার পর আর মনে মনে ভাবেন যাক গুনাহ থেকে মাফ পাওয়া গেছে। এ চিন্তা নিয়েই তিনি তার বাকি জীবনটা পার করে দেন। এবং এভাবে একদিন তিনি পরপারে চলে যান।
আমাদের বাংলাদেশের বেশির ভাগ মানুষ এভাবেই জীবন যাপন করেন। তারা তাদের কর্ম জীবনে অন্যায় করে যা উপার্জন করেন তা হালাল করার জন্য হজে যায়, যাচ্ছে এবং যাবে। তারা মনে করেন আল্লাহ তাআলা এগুলো দেখেন না। তা না হলে প্রতি বছর এত এত লোক হজে যাবে কেন? আর যারা অনেক কষ্ট করে সারা জীবন একটু একটু করে টাকা জমিয়ে জামাই বউ একসাথে হজে যেতে চায় তারা সুযোগ পাচ্ছে না। দেখা যায় তাদের সুযোগ আসতে আসতে তাদের কোন একজন চলে যান অন্য পাড়ে। তখন অন্যজনের দুঃখে তার আর হজে যাওয়া হয় না। কারণ তার সঙ্গীটি সাথে তার একসাথে হজে যাওয়া ইচ্ছে ছিল, তাতো হল না। তাই আর একা একা যাওয়াও হয়ে উঠে না তার।
তাই হাজী রহমত সাহেবের মত মানুষকে হজে যাবার আগে আগে তার উপার্জন হিসেব চাওয়া উচিৎ। তাহলে দেখা যাবে হজে যাওয়া লোকে সংখ্যা অনেক কমে যাচ্ছে তা মনে হয় অর্ধেকেরও কম হয়ে যাবে। বলছি না রহমন সাহেবরা হজে যাবে না, যাবে কিন্তু উপার্জন হিসেব দিয়ে যাবে। অনৈতিকভাবে আয়ের টাকা সরকারকে জমা দিয়ে, তার জন্য শাস্তি ভোগ করে যাবেন।
আপনাদের কি মনে হয় ???
(ইহা অবশ্যই সবার জন্য সত্য নহে)
২৭ শে মে, ২০২২ রাত ১২:১৫
সজীব৬১৪ বলেছেন: ধন্যবাদ ভুল ধরিয়ে দেবার জন্য।
২| ০৬ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৫৯
সাহাদাত উদরাজী বলেছেন: ুতন লিখা দিন।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০২২ রাত ১১:৫৫
রাজীব নুর বলেছেন: শিরোনামে বানান ভুল আছে। ঠিক করে নিন।