![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংখ্যালঘু কিশোরী অপহরণের দায়ে বহিষ্কার হচ্ছে ছাত্রলীগ নেতা
আমাদের সময় ডট কমamadersomoy.com
নাজমুল হক শামীম, ফেনী থেকে : ফেনীর দাগনভূঞা উপজেলার এয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুুর গ্রামে সংখ্যালঘু পরিবারের নবম শ্রেণি পড়-য়া এক কিশোরীকে(১৪) সন্ত্রাসীরা অস্ত্রের মুখে অপহরণ করে। শুক্রবার রাতে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নে চন্ডীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ এ ঘটনায় শনিবার দুপুরে নুর উদ্দিন নওশাকে (২২) গ্রেপ্তার করেছে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন জানায়, শুক্রবার রাতে দাগনভূঞা উপজেলার এয়াকুবপুর ইউনিয়নের চন্ডীপুর গ্রামের সংখ্যালঘু শশী ঠাকুর বাড়িতে সন্ত্রাসীরা বেশ বোমা বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে। এসময় ওই বাড়ির এক সংখ্যালঘু পরিবারের কিশোরীকে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার বিরাহিমপুর গ্রামের ৫-৬ জন অস্ত্রধারী যুবক জোরপূর্বক ঘর থেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত ওই কিশোরী দাগনভূঞা উপজেলার দুখমুখা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় ওই শনিবার কিশোরীর বাবা মিহির চক্রবর্তী বাদি হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে।
এঘটনায় জড়িত থাকার অভিযোগে চন্ডিপুর গ্রামের এবাদ উল্যার ছেলে নুর উদ্দিন নওশাকে গ্রেপ্তার করেছে। শনিবার সন্ধ্যা পর্যšত্ম অপহৃত কিশোরীকে উদ্ধার করা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এয়াকুবপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. আলমগীরের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা ওই কিশোরীকে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় সম্পৃক্ত থাকায় মো. আলমগীরকে দল থেকে বহিষ্কারের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবু নাসের আশিক।
১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৪
সজিব ইসলাম বলেছেন: ডুববেনা কারন সহওরার্দি উদ্যানে উনি বলেচেন ৫ই জানুঃ দেশের (জনগন) উনাকে রায় দিয়েছে।
২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯
তাজুল_ইসলাম বলেছেন: না না ছাত্রলীগ এমন কাজ করতেই পারে না। নিশ্চয়ই ওদের আত্নীয় কেউ না কেউ বিএনপি জামাতের সাথে জড়িত.।
হায়রে মিডিয়া বাংলাদেশ
৩| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৩
আরজু মুন জারিন বলেছেন: আচ্ছা এ আমি বুঝিনা সংখ্যা লগু অথবা গুরু এইভাবে কেন বলা হয়। বা বলা হবে কেন হিন্দু মুসলিম এই আইডেনটিটিতে। এ কি তার পরিচয় নাকি তার নাম তার বাবা সেই পরিচয় ? পরিচয় সে বাংলাদেশী ওইভাবে পরিচিত হতে পারেনা ? আমার অনেক হিন্দু বন্ধু বান্ধব আছে চিন্তা করিনি কখন ও সম্প্রদায় অথবা লঘু হিসাবে। এ আসলে শুরু হয় এই কথা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে। তারা সাম্প্রদায়িকতা মানুষের মধ্যে উস্কে দেওয়ার চেষ্টা করে। আমরা জনসাধারণ মোটেই এরকম নই।
৪| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৪
আরজু মুন জারিন বলেছেন: আপনার পোস্টটিতে অনেক শুভেচ্ছা জানিয়ে গেলাম। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বলেন কি?
জামাত শিবিরের নাম নাই!!!!!
পাকিরা যেমন ধর্ষনে উন্মত্ত হয়ে পাপের ভারে ডুবেছীল- হাম্বালীগের সোনার ছেলেদের ধর্ষনের সেঞ্চুরি আর সব মানিকদের সাগরেদদের ভারে তেমনি তলিয়ে যাবে!!
অথচ সব অপকর্শের দায় ইসলাম বা মুসলিমদের উপর চাপানোর কি কু-চেষ্টা মিডিয়া সহ সকল চক্রান্তকারীদের!!!!!!