![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ উন্নয়নশীল দেশ এটা মানতে আমার আপত্তি রয়েছে। বরং আমরাই পৃথিবীর উন্নততর দেশ এটা ভাবতে মন চায়। সরকার নতুন ভ্যাট আইনে কৃষিপণ্য ছাড়া সরকার সকল প্রকার পণ্যর উপর ১৫% ভ্যাট নির্ধারণ করতে যাচ্ছে। কেও ভাঙ্গারির দোকান থেকে স্ক্র্যাপ লোহা কিনতে গেলে তাকে ১৫% ভ্যাট দিতে হবে, সেটা দিয়ে রড তৈরির পরে বিক্রির সময় ক্রেতাকে ১৫% ভ্যাট দিয়ে কিনতে হবে, সেই রড বিল্ডিং সহ যে কোন কিছু তৈরি করে বিক্রির সময়ও ১৫% ভ্যাট গুনতে হবে। এভাবে একটি পণ্য ৫-৬ হাত ঘুরে চূড়ান্ত ভোক্তার কাছে পৌছাতে পৌছাতে প্রায় ১০০% মূল্য বৃদ্ধি হবে বিভিন্ন পর্যায়ের ১৫% করে ভ্যাট যোগ হবার ফলে। ভবিষ্যতে যে ১০০ টাকার পণ্য ক্রয়ে ২০০ টাকা খরচ করতে হবে সেটা অনুমান করাই যায়। এর পর মরার উপর খারা ঘা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে ১০০ টাকার পণ্যর মূল্যে ১৫% ভ্যাট মানে ১৫ টাকা যোগ হওয়া, কিন্তু সেই মূল্য যখন সব স্তরে ভ্যাট দিয়ে আসার পরে ২০০ টাকায় দাঁড়াবে তখন ১৫% ভ্যাট মানে ৩০ টাকা। নতুন ভ্যাট আইনে পান বিক্রেতা থেকে মুদি দোকান, খাবারের দোকান থেকে ফ্ল্যাটবাড়ি বিক্রি সকল ক্ষেত্রই অন্তর্ভুক্ত।
এছাড়া আরও মজার বিষয় হচ্ছে এ আইনের ১০৭ ধারা মতে ব্যবসায়ীক হিসাব রাখতে ভুল করলে এর শাস্তি শুধু মাত্রই মালিক পাবেন না, গ্রেফতার করা হবে তাদের আত্মীয়সজনকেও। এত কিছু করার পরে যদি সাধারণের পকেটে কোন অর্থ থাকে সেটা থেকেও আবার আয় কর দিতে হবে। তাই আমরাই যে উন্নততর দেশ সেটা তো ভাবতেই পারি, কি বলেন আপনারা?
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪২
রায়হান চৌঃ বলেছেন: প্রথমে ভেবে ছিলাম আপনাকে ও "র" এজেন্ট বলেই ভেবে নিব
, কিন্তু আমি ভুল ছিলাম, আপনার সমসাময়িক বিষয় গুলো নিয়ে লিখা আমাকে মুগ্ধ করেছে
আমি আমার বাজে মন্তব্যের জন্য লজ্জিত 
, দেশ প্রেম আমাদের মধ্যে নাই, আমরা হচ্ছি, পরিণত ভারতীয় দালাল ।
জানেন ,
আমি বাংলাদেশের জন্য মধ্যপ্রাচ্যের একজন সাধারণ রেমিটেন্স উৎপাদন কারি, হালাল ভাবে প্রতি মাসে এভারেজ ১৯০০$ বাংলাদেশে ট্রন্সপার করি, কিন্তু গত কিছু দিন ধরে আমার মাথায় একটা ই প্রশ্ন, কার জন্য বা কাদের জন্য আমার রেমিটেন্স ? যখন দেখি বাংলাদেশ কম্পিলিটলি ভারত নির্ভর তখন মন চায় পরিবার পরিজন নিয়ে বাংলাদেশ টা ছেড়ে দেই, কারণ আমার রেমিটেন্স প্রত্যক্ষ / পরোক্ষ ভাবে ভারতীয় রা খাচ্ছে, আমার দেশের কোন কাজে আসছে না