নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোলাপের নিচে নিহত কবি কিশোর

I deem them mad because they think my days have a price...

নিয়নের আলো

ম্যামন"স হল এভরিহোয়্যার... বাট,ইন মাই ডীপ ইনসাইড আই নো এ সান্তিয়াগো ..... সামডে আই উইল ফাইন্ড এন আলকেমিস্ট ফর শিউর। ডেসটিনি অ্যাওয়েট..

নিয়নের আলো › বিস্তারিত পোস্টঃ

প্রিয় গান November rain নিয়ে কাটাছেড়া, এ ট্রিবিউট টু Guns n roses

০৯ ই মার্চ, ২০১২ রাত ১১:৪১





November rain—গানটি আমার ঠিক কোথায় নাড়া দেয় আমি বুঝিনা,তবে এতটুকু বুঝতে পারি এই গানটা না শুনলে,গান শুনাটা অনেকাংশেই অপূর্ণ থেকে যাবে। Guns n roses এর এই মাস্টারপিস সংটা প্রথম যেইদিন শুনি,একদম বাড়িয়ে বলছিনা,সেইদিন থেকেই আমি আজও বুঝে উঠতে পারিনা যে আসলে আর কোন গানের প্রেমে এতটা মজেছিলাম নাকি??গানটা শুনার সময় আমার মাথা সত্যিই নষ্ট হয়ে যায়।টাচি লিরিক্স,অসাধারন ভোকাল,পিয়ানো আর গীটারের সোলো (স্ল্যাশ যা করে,আমার কাছে সিমপ্লি unexplainable) আর সবশেষে ওয়ান অব ডা ফাইনেস্ট মিউজিক ভিডিও এভার—আমার মনে হয় এইরকম গান খুব একটা হয়নি আমাদের পৃথিবী নামক এই গ্রহে।



লিরিক্স আর ইন্টারপ্রিটেসানঃ



প্রচণ্ড রকম ইউনিক একটা লিরিক্স November rain গানটাকে যে থিমেটিক পাওয়ারফুল বেইজমেন্ট দেয় গানটা যুগ যুগ গানপাগলদের হৃদয়ে থেকে যাওয়ার জন্য যথেষ্ট।ইউনিক বলছি এই কারনে খুব সহজ কিছু শব্দে মানুষের জীবনের এত জটিল একটা সময়কে আর একইসাথে দুটো মানুষের মনস্তাত্ত্বিক লড়াই আর ভালবাসা ব্যাখা করা হয়েছে এবং এই পুরো জিনিসটাকে অসাধারন বললেও কম বলা হবে।এই কৃতিত্ব অবশ্যই লিরিসিস্ট রোজের (ভোকাল) একার।গানটার শুরুর ভারস এইরকম—



When I look into your eyes

I can see a love restrained

But darlin' when I hold you

Don't you know I feel the same



গানটার শুরু আমাদের এমন একটা সিচুয়েসানের কথা বলার চেষ্টা করে যেখানে একটা মানুষের ভয়মিশ্রিত কিছু সংলাপ আমরা দেখি।যেখানে মানুষটা তার প্রেয়সীর কাছ থেকে পাওয়া ভালবাসার ঘাটতির প্রচণ্ড বিষণ্ণ একটা পোটরেইট আঁকে।প্রচণ্ড জটিল একটা সিচুয়েসান,যেখানে একপক্ষের ভালবাসা একেবারেই অপ্রতিরোধ্য,অথচ অন্যপক্ষের ব্যাপারটা জটিল, যেখানে ভালবাসা ক্রমশ ম্রিয়মান...।তবে অবাক করা ব্যাপার হল কোথাও অন্যজনকে ব্লেইমিং করতে দেখা যায়না...ব্যাপারটা আরও ভালো লক্ষ্য করা যায় সেকেন্ড ভারসে--



Cause nothin' lasts forever

And we both know hearts can change

And it's hard to hold a candle

In the cold November rain



We've been through this such a long long time

Just tryin' to kill the pain



এখানে গানটাতে November rain – এই শব্দ দুটো আসলে কি রিপ্রেজেন্ট করে??নভেম্বর রেইন মানে আমি বুঝি একটা জটিল সময় যখন দুজন মানুষের পক্ষে candle বা পেছনে ফেলে আসা স্মৃতিময় সুসময় চাইলেও ধরে রাখা যায়না,যখন একটা দীর্ঘ ভালবাসার গল্প যা ধীরে ধীরে বিষাদের উপন্যাস হয়ে যায়।



If we could take the time to lay it on the line

I could rest my head

just knowin' that you were mine

All mine



ভালবাসাবাসির এই কবিতা তাই বলে কি থেমে যাবে??অসমাপ্ত...??বোধহয় না,ভালবাসা বোধহয় এই তুচ্ছ স্থান,কাল,সময়,পাওয়া-নাপাওয়ার সব সমীকরণকে হার মানায়।যে ভালবাসে সে বেসেই যায়,শুধু এইভেবে সারাজীবন কাটিয়ে দিতে পারে যে কেউ যে কখনো তার হয়ে ছিল,পুরোটাই তার।



never mind the darkness

we still can find a way

'Cause nothin' lasts forever

even cold November rain



গানটির সবচেয়ে পছন্দের কয়েকটি লাইন।হাজারটা জটিলতার মাঝেও মানুষ জিতে যায়, বেঁচে থাকার শক্তি পায়, সেটা শুধুমাত্র আশা থাকে বলেই।কি অসাধারন ভাবে গানটিতে সেই কথায় এসেছে-কোন কিছুই চিরস্থায়ী নয়,এমনকি নভেম্বর রেইনের মত জটিল সময় ও একসময় শেষ হয়।এই সময়টা পাড়ি দেওয়া কষ্টের কিন্তু অসম্ভব নয়।



গানের কারিগরঃ



১।axl rose—লিড ভোকাল,পিয়ানো।আমার এক বন্ধু joos একবার বলছিল যে গানটার ভিডিও তে rose যেভাবে গ্লাসে হুইস্কি(মে বি) নিয়া পিয়ানো বাজাইতে বাজাইতে ভাবের উপ্রে গান গাইতেসিল শুধু এইটা করার জন্যই নাকি তার আরেকবার পৃথিবীতে (rose হয়ে অবশ্যই)আসতে ইচ্ছা করে।কথাটা আমার মনে ধরেছিল।অসাধারন হাই পিচড এই কণ্ঠটা গানটার ফিল পুরোপুরি ধারন করেছে।



২। Izzy- ব্যাকিং ভোকাল হিসেবে তার হারমোনাইজিং খুব ভালো ছিল,সাথে রিদম গিটারিস্ট।



৩। slash-লিড গিটারিস্ট।মাথায় হ্যাট,মুখে সিগারেট,গীটার আর এলোমেলো ঝাঁকরা চুল নিয়া এই মানুষটা যে এই গানটার সবচেয়ে বড় কারিগর তা মানতে বোধহয় কারো খুব আপত্তি থাকার কথা না।যে সলো সে এই গানে বাজায়,তা এখনো মিউজিকপাগলাদের কাছে বিস্ময়ের ব্যাপার।আমার কাছে এই গানের সবচেয়ে পছন্দের অংশটুকু স্ল্যাশের সোলো।



৪।McKagan- বেজ।



৫।Dizzy-কি-বোর্ড।



৬।Sorum- ড্রামস।











মিউজিক ভিডিও-



এক কথায় অসাধারন,ক্রিয়েটিভ আর বেশ সিম্বলিক।আমার দেখা সেরা মিউজিক ভিডিওগুলোর মধ্যে একটি।rose এর স্লিপিং পিল নেওয়ার মধ্যে দিয়ে ভিডিওর শুরু,এরপরে তার ঘুম আর দুঃস্বপ্নের মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয় তার আর তার প্রেমিকার বেশ কিছু সুখস্মৃতির কাছে যেখানে তারা বিয়ে করছিল।মাঝে একটা জায়গায় যীশুর চোখ বেয়ে রক্ত গড়িয়ে পড়ে-অনেকটা যেন সুখময় অতীত মনে করে চোখে কান্নার বদলে রক্তক্ষরণ দেখানো হয়—পুরো ব্যাপারগুলোই ভিডিওতে সুরিয়ালিস্টিক ভাবে এসেছে।যদিও প্রেমিকাকে পুরো দৃশ্যগুলোতে বেশ restrained করেই উপস্থাপন করা হয়েছে,একটা জায়গায় কান্না চেপে রাখতে দেখা যায়।বিয়ের পর স্ল্যাশের চার্চ থেকে বেরিয়ে গীটার প্লেয়িংটা আমার মনে দাগ কেটে ফেলেছে অনেক আগেই।এরপর একটা সময় আবার আমাদেরকে চার্চে নিয়ে যাওয়া হয়,কিন্তু এবারের উপলক্ষ ভিন্ন।প্রেমিকার মৃত্যুতে অনেকটাই ভেঙ্গে পড়ে rose.কিন্তু এখানে কিভাবে প্রেমিকার মৃত্যু কিভাবে হল সে ব্যাপারে ভিডিওতে তেমন কিছুই দেখানো হয়নি(বোধহয় সচেতনভাবেই), তবে আমার ধারনা এটা আত্মহত্যা ছিল,অনেকটা নিজের মধ্যে বেড়ে উঠা দন্ধ আর অপূর্ণতা থেকেই যার সুত্রপাত।আর ভিডিওতে পরে একটা সাদা গোলাপ ক্রমান্বয়ে লাল হতে দেখা যায়-এটি বোধহয় শুভ্র আর সুন্দর একটি সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হয়ে মানুষের শেষ পরিনতি ইঙ্গিত করে যেখানে গোলাপটির গন্তব্যস্থল ছিল কবর।



এই মিউজিক ভিডিওটি বানাতে প্রায় ১.৫ মিলিয়ন ডলার খরচ হয়েছে।এটি এখনো সবচেয়ে ব্যয়বহুল মিউজিক ভিডিও গুলোর মধ্যে একটি।



এক্কোলেডঃ



১। Guitar world এর মতে এই গানে স্ল্যাশের বাজানো সোলটা বেস্ট সোলো এভারের মধ্যে #৬।



২--মিউজিক ভিডিওটা বেস্ট সিনেমাটোগ্রাফির জন্য এমটিভি এ্যাওয়ার্ড পায়।



৩। U.S.A. টপচার্টে #৩ নম্বরে উঠে এসেছিল November rain.



পোস্টটি guns n roses এর জন্য যারা November rain এর জনক।মিউজিকের জগতে যাদের আগমন ডার্টি চাইল্ড হিসেবে,কারন তারা এমন এক সময়ে রক মিউজিককে মেইনস্ট্রিমে জায়গা করে দিয়েছিল যখন সময়টা ছিল পপ আর ট্রেডিসানাল ড্যান্স মিউজিকের।

মন্তব্য ৬৮ টি রেটিং +২৭/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১২ রাত ১১:৫১

কালীদাস বলেছেন: চমৎকার পোস্ট +++++++

১০ ই মার্চ, ২০১২ রাত ১২:২৫

নিয়নের আলো বলেছেন: ধন্যবাদ কালীদাস ভাই।

:)

২| ০৯ ই মার্চ, ২০১২ রাত ১১:৫১

জালিস মাহমুদ বলেছেন: :) :) :) বেশ

১০ ই মার্চ, ২০১২ রাত ১:১০

নিয়নের আলো বলেছেন: :)

ধন্যবাদ জালিস।

ভালো থাকবেন।

৩| ০৯ ই মার্চ, ২০১২ রাত ১১:৫৯

তন্ময় ফেরদৌস বলেছেন: +++++++

দারুন লিখেছেন। ব্লগার ফাহাদ ভাউয়ের ও এমন কিছু গান নিয়ে নিজস্ব ইন্টারপ্রেটেশন আছে। পড়ে দেখতে পারেন।

১০ ই মার্চ, ২০১২ রাত ১:১৫

নিয়নের আলো বলেছেন: ধন্যবাদ।

ফাহাদ ভাইয়ের কিছু সং ইন্টারপ্রিটেসান পড়া হয়েছে।
ভালো লাগে উনার ব্যাখাগুলো।

ভালো থাকবেন।

৪| ১০ ই মার্চ, ২০১২ রাত ১২:১৩

ঈষাম বলেছেন: বেশ তো++

১০ ই মার্চ, ২০১২ রাত ১:১৬

নিয়নের আলো বলেছেন: 8-| 8-|

:D :D

৫| ১০ ই মার্চ, ২০১২ রাত ১২:১৩

সায়েম মুন বলেছেন: প্রিয় একটা গান।

তথ্যগুলো শেয়ারের জন্য অনেক ধন্যবাদ।

১০ ই মার্চ, ২০১২ রাত ১:৩৪

নিয়নের আলো বলেছেন: ধন্যবাদ সায়েম মুন ভাই।

খুব খুব পছন্দের গান,পোস্ট টা না দিলে নিজের মধ্যেই খুতখুতানি থাইকা যাইত।

ভালো থাকবেন।

৬| ১০ ই মার্চ, ২০১২ রাত ১২:১৭

শব্দহীন জোছনা বলেছেন: Nothing last for ever

Even cold november..........

আমার কাছে এই লাইন দুইটাই বেশী ভাল লাগে...

no body needs nobody
nobody needs no one


::::::::::::::::::::::


you are not the only one..

১০ ই মার্চ, ২০১২ রাত ১:৫৩

নিয়নের আলো বলেছেন: ধন্যবাদ জোছনা ভাই।

আসলে পুরো গানের প্রতিটা জায়গায় অসাধারন।

৭| ১০ ই মার্চ, ২০১২ রাত ১২:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
৯০ দশকের গানগুলো খুবই দুর্দান্ত ছিল।
এক্সেলের কন্ঠ ..
স্ল্যাসের গিটাররের জন্যই গানগুলো সুপার্ব।

আমার প্রীয় - Don't cry

১২ ই মার্চ, ২০১২ রাত ১:১৭

নিয়নের আলো বলেছেন: Don't cry---আরেকটা প্রিয় গান।

এই ট্রিলজির সেকেন্ড গান।

৮| ১০ ই মার্চ, ২০১২ রাত ১২:২৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ++++++++

১০ ই মার্চ, ২০১২ রাত ১:৫৫

নিয়নের আলো বলেছেন: B-) :)

৯| ১০ ই মার্চ, ২০১২ রাত ১২:৪২

joos বলেছেন: ওরে দোস্ত, অনেক গুছানো লেখা। আমি একবার কিছু গানের রিভিউ লিখতে চাইছিলাম। লেখা একদমই গুছানো হয়না বলে প্রজেক্ট বাদ দিছি। আসলেই মারাত্মক হইছে।



তবে একটা ব্যাপারে আমার দ্বিমত আছে। আমার ধারনা ভিডিওতে মেয়েটা হয়তো কোন অসুখে ভুগে মারা গেছে যে অসুখটার কথা সে বিয়ের আগে থেকেই জানত,যে কারনে সে বিয়ে শেষে গাড়িতে উঠার পর মুখ ঘিরিয়ে বিষন্ন হয়ে গেছিল। কিন্তু সবকিছু জেনেও সে বিয়ে করে শুধু পছন্দের মানুষটার সান্নিধ্যে শেষ দিনগুলো কাটানোর জন্য। পুরো ভিডিওতে কিন্তু কোথাও দেখানো হয়নি যে মেয়েটা অন্য কোন ছেলেকে পছন্দ করে। আর গানে যেরকম দেখানো হয়েছে মেয়েটার মনস্তত্ত্ব, সেটা গানের কথাগুলোর সাথে এই সাইডটাতেই একটু বেখাপ্পা,হয়তো ডিরেক্টরের ইচ্ছায়ই এটা হয়েছে। আর চার্চ থেকে বের হয়ে স্ল্যাশের গীটার সলো, ও মাই গড! এত অমানুষিক ফীলের সাথে এত চরম একটা ভিডিও দেখে কেমনে মাথা ঠিক রাখা যায়?!



একটা জিনিস বাদ পড়ে গেছে। ভিডিওর নায়িকাটা ছিল সেসময়ের টপ মডেল (অনেকের মতে বিশ্ব শোবিজের ইতিহাসের সেরা মডেল) ক্লডিয়া শিফার।



আর ওই কথাটা তো তুই বইলাই দিলি, লাইফের একটা সেরা শখ এরকম মুখে বিড়ি নিয়া হুইস্কি বাজাইতে বাজাইতে কীবোর্ড খাওয়া (রিভিউ পইড় মাথা খারাপের লক্ষন)

১০ ই মার্চ, ২০১২ দুপুর ২:৩১

নিয়নের আলো বলেছেন: পোস্ট ভালো লাগছে শুইনা ভাল্লাগতাছে,দোস্ত।

তবে খারাপ লাগতাছে তুই একটা প্রজেক্ট হাতে নিয়াও বাদ দিয়া দিছস শুইনা।আমি জানি তুই লিখলে গানের ব্যাখ্যা গুলো অনেক ভালো দাঁড়াবে,তুই লিখ,সত্যি বলছি।তাহলে আমরা ব্লগাররা সত্যিই ভালো কিছু মিউজিক বিষয়ক পোস্ট পাব।

মিউজিক ভিডিওটার ব্যাপারে দ্বিমত থাকতেই পারে,তবে আমি যে যুক্তিতে বলছিলাম সেটা অনেকাংশেই লিরিক্স এর উপর বেইজ করে।

পুরো ভিডিওতে কিন্তু কোথাও দেখানো হয়নি যে মেয়েটা অন্য কোন ছেলেকে পছন্দ করে।---ঠিক,কিন্তু পুরো ভিডিওতে মেয়েটিকে যথেষ্ট restrained মনে হচ্ছিল,যে সবকিছুই সবার সামনে করছে,কিন্তু কোথায় যেন তার মধ্যে একটা ঘাটতি আছে,যা হচ্ছে যেন সে এসব চাইছেও না আবার না চাইতেও পারছেনা।প্রচণ্ড রকম মানসিক দন্ধের একটা প্রতিচ্ছবি মনে হয়েছে এই মেয়েটিকে,যে নিজের সাথেই পেরে না উঠতে পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নেয়।

স্লাশের সলো নিয়া কিচ্ছু বলার নাই,এই নিয়া আগেই নিজের মুগ্ধতার ব্লুপ্রিন্ট তোর কাছে আগেই ফাঁস কইরা দিছি।

আর তোর এই একখান শখ যদি কখনো পূরণ হয়(স্বপ্নেও যদি সম্ভব হয়),তয় আমার একটা রোল চাই এই নভেম্বার রেইন গানটাতে।নাইলে আমারও পাগলা একখান স্বপ্ন মিস হইব।এই গান আমারে জিন্দেগীভর দেওয়ানা রাখব...শিউর। =p~ =p~

১০| ১০ ই মার্চ, ২০১২ রাত ১২:৫৭

মেটাল বলেছেন: এক কথায় অসাধারণ । november rain বেশি কিছু বলা সম্ভব না ।
এইটা শুধু feel করার জিনিষ ।
গুছিয়ে অনেক সুন্দর করে লিখেছেন । ধন্যবাদ ।
ভাই কিছু মনে না করলে ১টা রিকুয়েস্ট করি ।
আপনি november rain শুইনা যে feel পান , আমি মেটালিকার unforgiven 2 শুইনা সেই feel পাই ।
তাই unforgiven 2 নিয়ে এই রকম ১টা পোস্ট দিলে কৃতজ্ঞ থাকব ।
আমি ভাই গুছিয়ে এত ভাল লিখতে পারব না । তাই আপনাকে বললাম । ;) ;)

১০ ই মার্চ, ২০১২ বিকাল ৩:০২

নিয়নের আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

কিচ্ছু মনে করাকরির প্রশ্নই আসেনা.... B-) B-).unforgiven 2 আমারও অসম্ভব প্রিয় একটা গান।

আনফরগিভেন ২ নিয়ে একটা পোস্ট দেওয়ার চেষ্টা করব।তবে আনফরগিভেন নিয়ে ফাহাদ ভাইয়ের একটা পোস্ট আছে,চাইলে চেক করতে পারেন।

ভালো থাকবেন।

১১| ১০ ই মার্চ, ২০১২ রাত ১:০৭

কুন্তল_এ বলেছেন: দারুণ গান। তবে গানটির মডেল ছিলেন স্টেফানি সিম্যুর, ক্লডিয় শিফার নন @joos

১০ ই মার্চ, ২০১২ বিকাল ৪:৫২

নিয়নের আলো বলেছেন: ধন্যবাদ কুন্তল-এ।

গানের মডেল Stephanie Seymour ই ছিল।অসাধারন অভিব্যাক্তি ছিল তার চোখে মুখে পুরো মিউজিক ভিডিও জুড়ে।

১২| ১০ ই মার্চ, ২০১২ রাত ১:১৩

মামুন হতভাগা বলেছেন: আমি অবাক,হতবাক,বাক বাক।এক কথায় মজিত হলাম :D :D :D :D :D

১০ ই মার্চ, ২০১২ বিকাল ৪:৫৩

নিয়নের আলো বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই।

:#> :#>

১৩| ১০ ই মার্চ, ২০১২ রাত ১:৫৩

অক্টোপাস পল বলেছেন: চিরকালের প্রিয় গান! আবাল্যের প্রিয় গান। কাঁটাছেড়া দুর্দান্ত হইছে।
+++

১০ ই মার্চ, ২০১২ বিকাল ৪:৫৬

নিয়নের আলো বলেছেন: আবাল্যের প্রিয় গান প্রিয় থেকে যাক আমৃত্যু।

ভালো থাকবেন।

১৪| ১০ ই মার্চ, ২০১২ রাত ১:৫৬

স্বাধীকার বলেছেন:
অসাধারণ গান, অসাধারণ ভিডিওগ্রাফি, অসাধারণ আপনার বিশ্লেষণ।

আমার সারাজীবনে সেরা ৩ টি গানের একটি গান সব সময়ই নভেম্বার রেইন থাকবে। অথচ যাদের কাছে এত সলো গান, এতগুলো ইন্সট্রুমেন্টস এর ব্যবহার কখনোই আমি আশা করিনি।

স্ল্যাশ এর গিটার বাজানোটা এই গানে-ব্যাখ্যাতীত, কেবল উপলব্ধির বিষয় ।

আগামীতেও এরকম পোস্ট দিবেন। ভালো থাকবেন।

১০ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৪

নিয়নের আলো বলেছেন: নভেম্বর রেইনের পাঁড় ভক্ত পেলাম বলে মনে হচ্ছে।

স্ল্যাশ!!!!!

আমি আসলে ওরে নিয়া কিছু বলতে চাইনা।পোস্টেও ওর সম্পর্কে বেশি কিছু বলা থেকে সচেতনভাবেই বিরত ছিলাম।ওর মিউজিক সেন্স আমারে সবসময়ই অবাক করে।ওরে নিয়ে বিস্তারিত একটা পোস্ট দেওয়ার ইচ্ছা আছে।তখন ওর সম্পর্কে আলোচনা হবে।

ধন্যবাদ ।

১৫| ১০ ই মার্চ, ২০১২ রাত ২:১০

বাদ দেন বলেছেন: ++++++++++

অনেক দিন পর পর পোস্ট দেন। কিন্তু যখনই দেন তখনই দারুন একখান পোস্ট দেন

১০ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৫

নিয়নের আলো বলেছেন: অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন। :)

১৬| ১০ ই মার্চ, ২০১২ রাত ২:৪৬

joos বলেছেন: ভুল ইনফরমেশনের জন্য দুঃখিত। ধন্যবাদ কুন্তল

১০ ই মার্চ, ২০১২ বিকাল ৪:৫৯

নিয়নের আলো বলেছেন: অক্কে.... ;)

১৭| ১০ ই মার্চ, ২০১২ রাত ৩:০৩

মুক্ত সাইমন বলেছেন: ভিডিওটা ডাউনলোড করলাম,আগে অডিও শুনেছি।

পোষ্টে +++

১০ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৪৭

নিয়নের আলো বলেছেন: থ্যানক্স সাইমন।

১৮| ১০ ই মার্চ, ২০১২ ভোর ৬:০২

ফাহাদ চৌধুরী বলেছেন:






সেই বারো-তের বছর আগে ক্লাস নাইন্টেনে থাকার সময় গানটা প্রথম দেখছিলাম । প্রত্থম বার শোনার চেয়ে দেখাটা ছিল ডমিনেন্ট আমার কাছে । ঝাকড়া চুলের স্লাসের সেই মাথাখারাপ করা পার্ট নিয়া পিয়ানোর উপর উঠে লিড বাজানো :) , গির্জার বাহিরে ব্যাপক পার্ট সহ সিগারেট মুখে নিয়া অমানুষের মত সুন্দর লিড প্লেয়িংয়ের হেলিকপ্টার দিয়ে নেয়া ক্যামেরা শট, পুড়ছে চুল কোন ভ্রুক্ষেপ নেই, গির্জার ভেতর থেকে সিগারেট হাতে নিয়ে বের হয়ে আসে -এইসব আর কি । পরে এমন হল যে টানা শুন্তাম এইটা আর সাথে এইট্টিন এন্ড লাইফ, আর ডান্স অফ ডেথ । “ইফ ইউ ওয়ান্না লাভ মি,দ্যান ডার্লিন ডোন্ট রিফ্রেইন,অর আ'ল জাস্ট ইন্ড আপ ওয়াকিন ইন দ্য কোল্ড নভেম্বর রেইন” –সে সময় এই লাইন্টা ছিল আমার ফেভারিট । এইটার অর্কেষ্ট্রার ফাট্টাফাটি আরেঞ্জমেন্ট দারুন । ভোকাল, পিয়ানো আর বসের গিটার থেকে মেলাঙ্কোলিয়া যেন উপচে পড়ে ।

শুরুটা অনেকটা এভাবে-

তোমার চোখে তাকিয়ে দেখি ‘সর্বস্বত্ব সংরক্ষিত’
খুঁজে পাইনা তোমায় শুধুই আমার অবয়বে,
ম্লান মুখে শুধুই অবশাদ নিষ্প্রভ চাপা অভিমানে,
এ যেন পাংশু মেঘের বিবর্ণতার অনুভুতি-দেয়াল।


এরপর এই রকমঃ

কোন কিছুই চিরন্তন নয় এবং বুঝতেই পারছ
হৃদয়ে হতে পারে প্রবল বর্ষণ, নাড়ীর অধিকম্পও হ্রাস পায়,
অনুভুতিও পাংশুবর্ণ হয়ে যায় যেমন স্মৃতি রং বদলে হয় বিশ্মরন
এবং নভেম্বরের প্রবল বৃষ্টিতে স্নিগ্ধোজ্জ্বল মোমবাতিও নিভুনিভু ।


আমার কাছেও গানটা দৃশ্যত এবং লিটারালি টিনেজদের আশা আর ভীতির মেটাফর । টিনেজ লাইফের কম্পলিকেসি গুলো আসলে আমাদের কাঙ্খিত নয় । কিন্তু এই তিক্ত অভিজ্ঞতাগুলোর স্বাদ আমাদের পেতে হয় । এইটা একটা কন্সেপ্ট মিউজিক ভিডিও । মিউজিক ভিড্যু টা তৈরি হৈসিলো একটা শর্ট স্টোরি থেকে নাম উইদাউট ইউ । কার লিখা মনে নাই । খুজে দেখতে হবে । মেইন ভেনু একটা কন্সার্ট হল । কাহীনি কিছু ড্রিম সিকোয়েন্সের মাধ্যমে উপস্থাপন করা হৈসে যার শুরু আক্সেলের স্লিপিং পিল নেয়ার পর থেকে । এর বাহিরে সুররিয়ালি কিছু ধর্মীয় রীতিনীতির ইমেজারি দেখানো হৈসে । আর যে দুইটা মেইন জিনিশ ছিল এক্সেল রোজের ওয়েডিং এর অনুষ্টান আর তার ব্রাইডের মৃত্যু । ভিড্যুতে আক্সেলের নাইটমেয়ারটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হৈসে । শ্যাডো আর ব্যাক্তি মানুষের কনফ্লিক্ট দেখানো হইছে ।

ফিউরিনাল শুরুর অংশটা আমার পার্সোনাল ফেভ । এই খানে ভিড্যুর নায়িকা স্টেফানি, রোজের ব্রাইড কফিনের মধ্য ছিল ওয়েডিং ড্রেস পৈড়া, তখন একটা কাচঁ দ্বারা তার মুখ অর্ধেক ঢাকা ছিল, এই জন্য ধরা হয় সে সুইসাইড করছে নিজেকে শুট করে । আমারো তাই ধারনা ।

‘Everybody needs some time on their own’- সবারই নিজস্ব কিছু সময়ের প্রয়োজন । টিনেজদের প্রবলেম গুলো তাদের নিজের ফেইস করতে দেয়া উচিৎ ।

নভেম্বর রেইন, ডোন্ট ক্রাই আর একটা গান (মনে আসছে না) মিলে ট্রিলজি ধরা হয় । গান তিনটা আক্সেলের ড্রাগ আর পার্টি লাইফ টাও ফুটায়া তুলছে । প্রিষ্ট যে ছিল ভিডিওটাতে সে ছিল আক্সেলের বন্ধু । :)

জিশুর চোখ থেকে গড়িয়ে পড়ে রক্ত । সবশেষে কফিনের উপর লাল গোলাপ বৃষ্টির পানিতে ধুয়ে সাদা হয়ে যায় প্রানহীন মৃতদেহের মত । সব ইমোশান এক সময় গত হয় । সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ । সেই ইমোশনের ধরাশায়ী হওয়াটা কাম্য নয় । নাথিং লাষ্ট ফরেভার । সো টিন-বয়েজ শুড ড্রিম-অন আন্ড অন আন্ড অন............

=====


গোলাপের নিচে নিহত কবি কিশোর, অসাধারন পোষ্ট, ম্যান । দারুন ইন্টারপ্রিটেশান । লাইকড ইট ।


রাতে এই পোষ্ট দেখে লগ ইন করে আলাদা উইন্ডো খুলে রাক্সিলাম । ভোরে ঘুম ভেঙ্গে গ্যালো তাত্তারি । উঠে পড়ার সাথে সাথে শুনলাম গান্টা আর নষ্টালজিক হৈলাম B-) । আমিও এইটা নিয়ে ছোট্ট কৈরা লিখছিলাম । গানটা আপাদত মাথা থেকে নামাই এইটা শুইনা আর একটা ঘুম দেই । :-B


১০ ই মার্চ, ২০১২ রাত ৮:০৪

নিয়নের আলো বলেছেন: ভোকাল, পিয়ানো আর বসের গিটার থেকে মেলাঙ্কোলিয়া যেন উপচে পড়ে---coudnt agree more

তোমার চোখে তাকিয়ে দেখি ‘সর্বস্বত্ব সংরক্ষিত’ খুঁজে পাইনা তোমায় শুধুই আমার অবয়বে, ম্লান মুখে শুধুই অবশাদ নিষ্প্রভ চাপা অভিমানে, এ যেন পাংশু মেঘের বিবর্ণতার অনুভুতি-দেয়াল।

অসাধারন ফাহাদ ভাই।বাংলায় এর চেয়ে সুন্দর নভেম্বরের বৃষ্টি সম্ভব নয়।মুগ্ধপাঠ!!!

নভেম্বর রেইনের মিউজিক ভিডিওটা Without You নামের একটা শর্টস্টোরি থেকে করা হইছে যেটার লেখক ছিল ডেল জেমস।

মিউজিক ভিডিও এর ব্যাখ্যা গুলোর সাথে পুরোপুরি একমত।আমারও ধারনা এখানে মেয়েটি আত্মহত্যা করেছিল।সবচেয়ে ইম্পরট্যান্ট ব্যাপার হল মেয়েটি বিয়ের দিন ই মারা যায় কারন কফিনে মেয়েটির পরনে বিয়ের পোশাকই ছিল।সাথে গোলাপ গুলিকে মেয়েটিই ছুড়ে ফেলে প্রচণ্ড অসহায় আর ক্রুদ্ধ ভঙ্গীতে।তাই আত্মহত্যার ধারনাটি আরও পাকাপোক্ত হয়।

তবে মানুষের জীবনের অভেদ্য কপ্লিকেসিগুলো এতটা টাচিভাবে এই গানে এসেছে আমার সত্যিই খুব অবাক লাগে।

যাই আপনার পোস্টে চক্কর মাইরা আসি।

সবশেষে ধন্যবাদ।

১৯| ১০ ই মার্চ, ২০১২ দুপুর ১:৩৫

একা পথিক ০৭ বলেছেন: আমর শোনা সেরা গান গুলোর মধ্যে একটা। ভাই, ধন্যবাদ শেয়ার করার জন্য। অনেক কিছুই জানতাম না। জানলাম। Slash এর Solo টা বেশি জোস্‌।

১০ ই মার্চ, ২০১২ রাত ৮:০৩

নিয়নের আলো বলেছেন: ধন্যবাদ।

8-|

২০| ১০ ই মার্চ, ২০১২ দুপুর ১:৪৫

রাইসুল জুহালা বলেছেন: সারাজীবনের অন্যতম প্রিয়....মমমম, বোধহয় বলা উচিৎ, সবচেয়ে প্রিয় গানকে নিয়ে বিস্তারিত লেখাটা খুব ভাল লাগল।

ফাহাদ চৌধুরীর মন্তব্যটা পোস্টকে আরও সমৃদ্ধ করেছে।

১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:৩৭

নিয়নের আলো বলেছেন: ধন্যবাদ জুহালা ভাই।

সবচেয়ে প্রিয় গান!!!!!!!

বাহ!!

জেনে ভালো লাগল।

ফাহাদ ভাইকে আবারও ধন্যবাদ এমন একটি কমেন্টের জন্য।

২১| ১০ ই মার্চ, ২০১২ দুপুর ১:৫৪

নিশাত রহমান বলেছেন: ভয়াবহ রকম প্রিয় এই গানটা! শুনতে শুনতে ঘোর এসে যায়! আর মিউজিক ভিডিওটাতো দুনিয়ার সেরা মিউজিক ভিডিওগুলোর একটা! just awesome!

পোস্ট অনেক ভাল লেগেছে :)

১১ ই মার্চ, ২০১২ বিকাল ৩:০০

নিয়নের আলো বলেছেন: ভালো থাকবেন।

:)

২২| ১০ ই মার্চ, ২০১২ দুপুর ২:৫৫

আলআমিন মিরাজ বলেছেন: সবাই এই গানটা নিয়া দেখি এত ইমোশনাল হইয়া পরছে। আমি আর এর মধ্যে কি বলবো। !:#P

১১ ই মার্চ, ২০১২ রাত ১১:০৫

নিয়নের আলো বলেছেন: আইচ্ছা এইবারের মতন মাফ, কিচ্ছু কওয়া লাগবনা ;) ;)

২৩| ১০ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৩২

আর কতো বলেছেন: কেম্পাস লাইফে মুখে সিগারেট নিয়া একটা গানবাজানোর খুব ইচ্ছাছিলো। জুস কি বলো??

১১ ই মার্চ, ২০১২ রাত ১১:০৮

নিয়নের আলো বলেছেন: B:-/ :|

২৪| ১০ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫৩

joos বলেছেন: ক্যাম্পাস লাইফে মুখে বিড়ি নিয়ে গান গাওয়ার দুঃসাহস হয়তো হবেনা। তবে উদোম গায়ে একটা পাগলা পারফরমেন্স কয়দিন আগেই করেছি
কাঁদবে বিস্ময়ে (জংলী কভার)

১৩ ই মার্চ, ২০১২ বিকাল ৪:১১

নিয়নের আলো বলেছেন: কাঁদবে বিস্ময়ে (জংলী কভার)!!!!!!!!!!!

B:-)

বাট দ্যাট অয়াজ অসসাম,ম্যান।গ্রেট পারফরমেন্স।

মাঙ্কি,হেটক্রু এন্ড এ বাঞ্চ অব ক্রেইজি অডিইয়েন্সেস।অসসাম আগেইন..... !:#P !:#P !:#P

২৫| ১০ ই মার্চ, ২০১২ রাত ১০:৪২

ফাহাদ চৌধুরী বলেছেন:


ধুরো । আসল জিনিশের কথাই তো বল্লেন না ।


বসের ফডুক টা !:#P !:#P

১১ ই মার্চ, ২০১২ রাত ১১:১৩

নিয়নের আলো বলেছেন: :( :( :(

বসের ফডুখানের কথা ভুইলাই গেছিলাম।জোশ একখান পিক।

২৬| ১০ ই মার্চ, ২০১২ রাত ১০:৪৭

দূর্যোধন বলেছেন: মিউজিকের জগতে যাদের আগমন ডার্টি চাইল্ড হিসেবে,কারন তারা এমন এক সময়ে রক মিউজিককে মেইনস্ট্রিমে জায়গা করে দিয়েছিল যখন সময়টা ছিল পপ আর ট্রেডিসানাল ড্যান্স মিউজিকের।


রেস্পেক্ট !

১৩ ই মার্চ, ২০১২ বিকাল ৪:১৩

নিয়নের আলো বলেছেন: স্যালুট ফর দেম।

guns n roses---ট্রুরকারস।।

২৭| ১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:৫৩

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: অসাধারণ....... ++++++++++

১৩ ই মার্চ, ২০১২ রাত ১১:২০

নিয়নের আলো বলেছেন: :)

২৮| ১১ ই মার্চ, ২০১২ বিকাল ৪:২১

আর কতো বলেছেন: হে জুস আমি জানি তুমি আর হেটক্রু অর্ধনগ্ন ভাবে লাফালাফি করস।B-)B-)B-)B-)

২৯| ১২ ই মার্চ, ২০১২ রাত ৮:৪৫

জুনাইদ কবীর তন্ময় বলেছেন: দারুন!দারুন! দারুন!

একটা সময় স্বপ্ন ছিলো এই গানটার ছায়াবলম্বনে এটা বাংলা গান বানানোর। ভাবানুবাদ টাইপের কিছু একটা। করা হ্য় নাই কিন্তু গানটার নেশা এখনো রয়ে গেছে। নস্টালজিক করে দিলো আপনার পোস্টটা। ধন্যবাদ।

২০ শে মার্চ, ২০১২ বিকাল ৩:০২

নিয়নের আলো বলেছেন: অনেক ধন্যবাদ।

:)

ছায়াগানটা করেই ফেলুন।

৩০| ৩০ শে মার্চ, ২০১২ রাত ৮:০৫

লিচপেথ বলেছেন: অসাধারন একটা গান.। কথা গুলো শেয়ার করার জন্য ধনিয়া পাতার শুভেচ্ছা. আপনাকে।

২৯ শে মে, ২০১২ রাত ৯:১৩

নিয়নের আলো বলেছেন: ধন্যবাদ।

৩১| ১৪ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩৯

ইলুসন বলেছেন: চমৎকার পোস্ট। আমার প্রিয় গানগুলার একটা নভেম্বার রেইন।

২০ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৩০

নিয়নের আলো বলেছেন: ধন্যবাদ ইলুসন।

৩২| ০১ লা মে, ২০১২ রাত ৮:১৫

ইমরান বলেছেন: আমার অনেক প্রিয় একটা গান।

০২ রা নভেম্বর, ২০১২ সকাল ১১:৪৬

নিয়নের আলো বলেছেন: :)

৩৩| ১০ ই জুলাই, ২০১২ রাত ১২:২০

স্পেলবাইন্ডার বলেছেন: great! what about 'knocking at the heaven's door'?

৩৪| ২৮ শে জুলাই, ২০১২ সকাল ১১:৪৭

সমুদ্রমনি বলেছেন: November rain নিয়ে কাটাছেড়া করলেন কিন্তু গানটা এর আগে কে কয় বার গাইল লিখলেন না,গানটা অরিজিনালি কার তাও লিখলেন না।গানটা সম্পকে আসলেই সব জানেন।

৩৫| ২৮ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৪৯

অনিক আহসান বলেছেন: শুনতে শুনতে সংগ্রহে নিলাম

৩৬| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১:২২

ইমরাজ কবির মুন বলেছেন:
অসাম পোস্ট :) ||

৩৭| ১২ ই মে, ২০১৩ রাত ১২:২৫

ছাই তানিম বলেছেন: আহহহহহহহহহহহ !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.