![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখেঁ চোখেঁ কথা হবে ,
মুখে হবে না।
ভালোবেসে যাব শুধুই,
পাওয়া হবে না।
অনুভবে রবে তুমি সারাটা সময়,
কাছে তবু পাব না আমি এ জীবন ধারাই।
তোমার ছোয়া পাব আমি অদৃশ্য ধারায়,
তবু তুমি বুঝবে না যে স্পরশ করছ সব সময়।
চোখঁ বুজলেই দেখি আমি তোমার মুখের হাসি,
ঐ হাসি দেখতে আমি বড়ই ভালবাসি।
ভালবেসে যাব আমি তোমায় সারা জীবন,
যদিও জানি পাবনা আমি তোমার ঐ মন।
চাই যে আজ কাদঁতে অঝর ধারায়,
তুমি আমায় করুনা করে ভালবাসবে এই ভয়ে হাসছি অঝর ধারায়।
ভালবেসে ভালবাসা চাই,
করুনা করনা তুমি আমায়,
নিস্থব্ধ এই রাতে সুধু একটা কথাই বলতে চাই,
তোমাকে ছাড়া আমি বরই অসহায়।
এ জীবন কি কাটাতে হবে সুধুই বিশ্বাসে পেয়ে তোমায়?
২| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১০:৫৩
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: দারুণ। +++
৩| ২৬ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৩০
সিরাজুন নাজিয়া নাবিলা বলেছেন: অনেক সুন্দ..............
৪| ২৬ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৪১
সিরাজুন নাজিয়া নাবিলা বলেছেন: দুঃখিত, অনেক সুন্দর কবিতা.............।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১০ রাত ১০:৪৭
শূণ্য উপত্যকা বলেছেন: সুন্দর কবিতা++++