![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তো আমি যদি আর্ট সম্পর্কে জানতে চাই , সম্ভবত তুমি মাইকেল এঞ্জেলো এর লেখা সব বই এর সারাংশ বলবে, তুমি তার ব্যাপারে অনেক জানো। তার জীবন, কাজ, রাজনৈতিক লক্ষ্য , তার সাথে পোপ এর সম্পর্ক , তার যৌনতার ধরন, তার সমস্ত কাজ, তাই না? কিন্তু তুমি কখনোই বলতে পারবে না সিস্টিন চ্যাপেল এর ভিতরে ঠিক কেমন সৌরভ। তুমি কখনওই সিস্টিন চ্যাপেলের ছাদ এর নিচে দাড়িয়ে তাকাওনি সুন্দর সে ছাদের দিকে । দেখেছ কি? যদি আমি তোমাকে মেয়েদের ব্যাপারে জিজ্ঞাসা করি, তুমি সম্ভবত ব্যাক্তিগত পছন্দের তালিকা দিবে। তুমি হয়তো কারো সাথে বিছানায় শুয়েছ। কিন্তু তুমি কখনওই বলেতে পারবে না কোন মেয়ের পাশ থেকে সত্যিকার ভাবে সুখি হয়ে ঘুম ভাঙ্গার আনুভুতি। তুমি একজন বুদ্ধিমান ছেলে। আমি তোমাকে জিজ্ঞাসা করবো যুদ্ধের কথা। তুমি সম্ভবত সেক্সপিয়র আওরাবে “ ওয়ান্স মোর আনটু দ্যা ব্রিচ মাই ফ্রেন্ড” তাই না? কিন্তু তুমি কখনও যুদ্ধের কাছে যাওনি। তুমি কখন ও তোমার সবচেয়ে কাছের বন্ধুর হাত ধরনি তোমার কোলের উপর। তুমি কখনও অনুভব করনি তার শেষ নিশ্বাস নেবার আনুভুতি। আমি যদি তোমাকে বলি প্রেম এর কথা, তুমি হয়ত আমাকে সনেট শোনাবে। কিন্তু তুমি কখনও কোন মেয়ের দিকে তাকিয়ে নিজেকে নিঃস্ব অনুভব করেছ।এমন কেউ কে জানো যে তোমার দিকে তাকালে তোমার মনে হয় ঈশ্বর এই এঞ্জেল কে শুধু তোমার জন্যই পাঠিয়েছেন। যে তোমাকে নরকের গুহা থেকে ফিরিয়ে আনবে। এবং তুমি জান না তুমিও তার জন্য এঞ্জেল, তার ভালবাসা হয়ার জন্য , সবসময় তার কাছে থাকার জন্যে, সবকিছু হয়ে থাকার জন্যে। সে আসুস্থ , দুমাস ধরে তুমি জানো না হসপিটালের স্লিপিং রুম কোনদিকে, তার হাত ধরে আছ, কারন ডাক্তাররা তোমার চোখে কখনও এমন কিছু খুজে পেয়েছে যে তোমার উপর “ভিজিটিং আওয়ার” এই শব্দ ব্যবহার করেনি। তুমি কখনও বুঝবে না সত্যিকারের হারানোর কষ্ট, কারন এটা তখনই বুঝবে যখন নিজের থেকেও অন্য কাউ কে বেশি ভালবাসবে। এবং আমার সন্ধেহ আছে কাউকে তুমি এমন ভাবে ভালোবাসতে পারবে কিনা। এবং তোমার নিজের দিকে তাকাও......... আমি কোন বুদ্ধিমান , আস্থাবান মানুষ পাচ্ছি না আমি দেখছি বাইরে অতি আত্মবিশ্বাসী কিন্তু ভিতরে ভীত একটা ছেলে। কিন্তু তুমি মেধাবী উইল। কেউ এটা অস্বীকার করবে না। সম্ভবত কেউ তোমার গভীরতা ধারনা করতে পারবে না। তুমি আমার সম্বন্ধয়ে আগে থেকে অনেক কিছুই ধারণা করেছ আমার আঁকা ছবি দেখে। এবং ছবি থেকে আমার জীবন তুলে এনেছ।
তুমি একজন এতিম তাই না?
................"গুড উইল হানটিং" স্ক্রিন প্লে এর অনুবাদ
৩০ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৪৪
সজীব েসন বলেছেন: ধন্যবাদ গুড উইল হানটিং মুভি টা আসলেই চমতকার
২| ৩১ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৫৪
হারুন-অর-রশিদ বলেছেন: চরম ভাল লাগে নাই ।তাই বারবার পড়তে ইচ্ছে হয় না
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৩৬
নিভৃত নয়ন বলেছেন: চরম লেখা।বারবার পড়তে ইচ্ছে হয় ।+