নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব তৌহিদ এর তুফান তারুণ্য

I am waiting for someone and I know she will ever come.

সজিব তৌহিদ

Student,Debater

সজিব তৌহিদ › বিস্তারিত পোস্টঃ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাটকীয়তা....! আন্দোলন এখন ফেসবুকে

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

[img|http:

মানুষ মাত্রই সুবিধা কাঙ্খিত । কিন্তু মানুষ তার জীবদ্দ্বশায় আশায় আশায় কাঙ্খিত সুবিধার চেয়ে বঞ্চিত অধিকারই কপালে জোটে বেশি। তা সত্ত্বেও কবিদের কাথায় সম্মান দেখিয়ে মানুষ বাঁচে নতুন আশায়, নতুন ভালোবাসায়- “সংসার সাগরে দু:খ তরঙ্গ মেলা/ আশা তার একমাত্র ভেলা...”। সেই আশার ভেলা ভাসিয়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের একাংশ ৫ জানুয়ারি থেকে ভিসি অধ্যাপক ড.মু.আব্দুল জলিল মিয়ার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং আরজাকতার চরম অভিযোগে আন্দোলন চালাচ্ছেন। এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন গণিত বিভাগের শিক্ষক ড. এম.হাফিজুর রহমান সেলিম ও বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ। সাধারণ শিক্ষার্থীদের সাধারণ মানসিকতা, নৈতিকতা ও সততাকে উৎসাহিত করে দুর্নীতি পরায়ণ ভিসির বিরুদ্ধে ছাত্র-শিক্ষক আন্দোলনের জোয়াড় উঠে। প্রথম দিকে দল মত নির্বিশেষে সকল সাধারণ শিক্ষার্থী দ্রুত হল চালু, নিডস প্রত্যাখান, নিয়োগ বাণিজ্য বন্ধকরণ, ভিসির স্বজনপ্রীতি রোধ, এ্যাম্বুলেন্সসহ ১২ দফা দাবি উত্থাপন করেন। এই দাবির পক্ষে ক্যাম্পাসে ছাত্রলীগসহ অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতা কর্মীরা একমত তো ছিলেনই সেই সঙ্গে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন। এক রাতের অন্ধকারের ব্যবধানে আন্দোলনের দ্বিতীয় দিন থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একটি অংশ এক অজানা কারণে উল্টো পথে হাঁটতে শুরু করে এবং ভিসির পক্ষে সাফাই গাইতে শুরু করে। পরে গত ১০ জানুয়ারিতে ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীদের সহিংসতায় দুজন শিক্ষক ড. তুহিন ওয়াদুদ ও ড. মতিউর রহমান এসিডদগ্ধ হলে তীব্রভাবে তখন তা এক দফা এক দাবিতে রুপ নেয়। তা হলো ভিসির অপসারণ। গণমাধ্যমের কল্যাণে একদিকে ভিসি অপসারণের দাবিটা দেশের সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা ও গরুত্বপায়। অন্যদিকে আন্দোলনকারী পক্ষের বিতর্কিত দুর্নীতি পিপাসু শিক্ষক ও এক সময়কার ভিসির ঘনিষ্ঠ সহোদর ড. এম হাফিজুর রহমান সেলিমও ব্যাপক সমালোচিত হন।:((:((মধ্যখান থেকে তুহিন ওয়াদুদ, আপেল মাহমুদ, মতিউর রহমান, গোলাম রব্বানি, মাসুদ রানা, শাহীনুর রহমান, রহুল আমিন ও ফারুকসহ বেশ কিছু শিক্ষককে জলে না নেমেও কাপড় ভেজানোর অপবাদ নিতে হয়েছে। শিক্ষার্থী নূরে আলম, আরিফুল ইসলাম, সাদিয়া কবির, রিপন, জিনাত প্রমুখ লাইম লাইটে চলে আসেন এই আন্দোলনকে কেন্দ্র করে। আন্দোলন যখন তুঙ্গে তখন মাননীয় ভিসি সিন্ডিকেটের মিটিংবিহীন রাত ৮ টায় আনির্দিষ্ট কালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করলেন এবং ক্যাম্পাসে পুলিশি টহল জোড়দার করলেন। ক্যাম্পাসে আন্দোলন সময়িক বন্ধ হলো ঠিকই। :):D:D;) বেরোবি শিক্ষক ও শিক্ষার্থীদের পরিচালনায় ফেসবুক পেজ -‘দুর্নীতি বিরোধী মঞ্চ’ এবং ভিসি অপসারণের পক্ষের ফেসবুকাররা বিভিন্ন জ্বালাময়ী স্ট্যাটাস দিয়ে, ভিসির ব্যঙ্গ চিত্র ও কার্টুন আপলোড করে তারা প্রমাণ করছেন আন্দোলন শুধু ফউজিক্যাল নয় ভার্চুয়ালও বটে। উল্লেখিত ছবিতে দৃষ্টি রাখলেই তা স্পষ্ট প্রতিয়মান। এই প্রেক্ষিতে মাননীয় ভিসি নিশ্চুপ থাকার বান্দা নন। তিনিও পরিশ্রমী, দায়িত্বশীল ও দক্ষ নেতৃত্বের প্রমাণ দিয়েছেন সাধারণ নাগরিক, ছাত্রলীগ, আওয়ামী লীগ ও বামদলের কিছু নেতা- কর্মীদের নিয়ে একযোগে পার্ক মোড়ে, প্রেস ক্লাবে, কাঁচারি বাজারে তার বিরুদ্ধে আন্দোলন প্রত্যাহারের দাবিতে মাহা মানববন্ধন করাতে সমর্থ হয়েছেন। বাংলানিউজটোয়েন্টিফোর ডট কম (১৫ -জানুয়ারি) রংপুর প্রতিনিধির ভাষায়, ‘ বিশ্ববিদ্যালয় এলাকা পার্কের মোড় থেকে কাঁচারি বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কের দুই ধারে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, রংপুর মহানগর নাগরিক কমিটি, সচেতন রংপুরবাসী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মচারীসহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে মানববন্ধন কর্মসূচী পালন করেছে...’। রিপোর্টে ( ৬ কি.মি মানববন্ধন ) এই হলুদ সাংবাদিকাতাময় ভাষা দেখে আমার প্রায়ত দাদার একটি সত্য গল্পের কথা মনে পড়ে গেল। দাদার উদ্ধৃতি- সিলেট শাহজালাল (র:)মাজার শরিফে গেলাম। মাজার প্রাঙ্গনে দেখি কিছু টুপি পড়া মানুষ ডাকছেন, “আসেন ভাই..! আসেন..! কয় টাকার মিলাত পড়বেন, বলেন..! ১০/২০/৫০/ নাকি ১০০ টাকার । ” পড়ে আমার দাদা জানতে পেলেন যত টাকা দিবেন তত টাকার মিলাদ পড়ে দিবেন তারা। কম টাকা দিলে কম মিলাদ। বেশি টাকা দিলে বেশিক্ষণ মিলাদ হবে। এই গল্পের শানে নযূল মনেহয় পাঠকের বোঝার বাকি নেই। ধর্মীয় ব্যাপার ‘মিলাদ’ যে দেশে টাকা দিয়ে দৈর্ঘ্য-প্রস্থ বাড়ানো যায়। সে দেশে আমরা যারা কলম গুতিয়ে খাই তাদের লেখার দৈর্ঘ্য-প্রস্থ বৃদ্ধি করা কি খুব বেশি কঠিন..? খবরের সত্যতা যাচাইয়ের জন্য আরো কিছু পত্রিকা ঘাটতে শুরু করলাম। দেখলাম (‘দৈনিক যুগান্তর’ -১৫ জানুয়ারি এর শিরোনাম )-‘ এবার ভাড়া করা লোক দিয়ে ভিসির পক্ষে মানববন্ধন’। যে মানববন্ধন রংপুরে এ যাবৎকালে সর্ববৃহৎ মানববন্ধন বলে রংপুরের ইতিহাসে ঠাই পেয়েছে। ইতোমধ্যে, ভিসিপুষ্ট ছাত্রলীগের তিন নেতা হামিদুজ্জামান হাদি, শিশির এবং রাজ গ্রেপ্তার হয়েছেন। অপরদিকে রংপুরের গোটা ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং নব নির্বাচিত সিটি মেয়র শরফুদ্দীন আহমেদ ঝন্টু ভিসি পক্ষেই কথা বলছেন। প্রথমে সব গণমাধ্যম একই ধরনের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলেও এখন তার চিত্র ভিন্নরকম দেখা যাচ্ছে। :DX((গণমাধ্যমের এই রহস্যজনক ভূমিকা ছাত্রলীগের রহস্যজনক ভুমিকার মত প্রশ্নবিদ্ধ হয়েছে। এই হলো বেরোবিতে আন্দোলন পাল্টা আন্দোলনের নাটকীয় পরিক্রমা। যে কোন মহূর্তেই সে আন্দোলনের শেষ দৃশ্য দেশবাসির সামনে মঞ্চস্থ হবে। হয় সেখানে ‘দুর্নীতি বিরোধী মঞ্চ’ পক্ষের এ্যাকশন হিরো সেলিম, তুহিন বাহিনীর জয় হবে নতুবা তৃষœার্ত ভিসি জলিল মিয়ার ১ বছরের জন্য নতুন সিস্টেম কায়েম হবে। যা হবার তা হবেই। শিক্ষার্থীদের সেশন জোটে যা যাবার তা যাবেই। এ পরিস্থিতিতে গ্রাম্য সেই প্রবাদটি প্রাণিধানযোগ্য....“মজা মারবে খাজা ভাই/ মধ্যখানে আমাদের ( শিক্ষার্থীর) ঘুম কামাই।”

লেখক: ব্লগার ও সাংবাদিক।





মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

ঠোঁটকাটা বলেছেন: ঘটনার দিনে জেলা ছাত্রলীগ নেতা লিউ বলেন যেহেতু বেরোবিতে ছাত্রলীগের কোন কমিটি নেই, সেহেতু ছাত্রলীগ এর দায়িত্ব নেবে না। একদিনের ব্যবধানে কী এমন হালুয়ার ভাগ তারা পেল যে ভিসির পেক্ষে নেংটি পড়ে নেমে পড়লেন?

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

সজিব তৌহিদ বলেছেন: এরই নাম ছাত্রলীগ, লোকে বলে বদলীগ, কেউ বলে কুন্তালীগ আমি বলি পশুলীগ। যে হিংস্র পশুরা রাজপথে জনতার সামনে কুপিয়ে বিশ্বজিতের ধূসর শার্ট রক্তে রজ্ঞিত করে নৃশংসভাবে হ্যাতা করেছে।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: বেগম রোকেয়ার ভিসি নিপাত যাক

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৮

সজিব তৌহিদ বলেছেন: সহমত...........

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

সময় সাধন বলেছেন: আন্দোলনের নামে এতো নাটক!!!!! কিন্ত সাধারণ ছাত্রছাত্রীদের কি লাভ হবে ? আর এই সময়টাকে কে ফেরৎ দেবে?

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

সজিব তৌহিদ বলেছেন: সেটাই তো বড় কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.