![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Student,Debater
দেশে না’কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। দিন দিন দেশের অবস্থা খারাপ হচ্ছে। এ কথা সত্য, এটা আমি মানি। কিন্তু যারা দেশের অবস্থা খারাপের দিকে নিয়ে যাচ্ছে। তারা কি মানেন শাহবাগ আন্দোলনের অযৌক্তিক ধর্মের দোহাই দিয়ে বিরোধীতাকরীদের জন্য দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে...? প্রথম দিকে যখন শাহবাগ আন্দোলনে যেতাম আমার বাবা না বলতেন না। এখন যেভাবে শাহবাগের আন্দোলনকে কিছু ধর্মান্ধ মানুষ আর কিছু ভণ্ড মিথ্যুক মিডিয়া অসত্য প্রচার করছে। তাতে শাহবাগ আন্দোলন নিয়ে দেশের মানুষের মধ্যে সংশয় দেখা দিয়েছি। সেই সংশয় নিয়ে আমার বাবা মোবাইলে ফোন দিয়ে আমাকে বলেন, শাহবাগ আন্দালনে যাবি না....। সেখানে যাওয়ার দরকার নাই। কি হয় হোক। নিজের খেয়ে মানুষের শত্রু হওয়ার দরকার নাই। যেকোন মুহূর্তে সেখানে সহিংশতা হতে পারে।” পাশ থেকে আমার মা বলেন ,‘ঢাকা থাকার দরকার নাই বাড়িতে চইলা আয় বাবা....।’
আমিও ভদ্র ছেলের মত বেশ কয়েক বার বাবা -মাকে বলেছি...আচ্ছা ঠিক আছে শাহবাগ যাব না। কিন্তু এসব কি করছি...? বাবা মার কথা উপেক্ষা করে শাহাবাগ চত্বরেই নিয়মত যেতে হয় বিচিত্র টানে, তারুণ্যের আহ্ববানে...
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০
সজিব তৌহিদ বলেছেন: হাসান ভাই আপনাকে ধন্যবাদ।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
শার্লক বলেছেন: বাবা-মা'র কথা উপেক্ষা করবেন না।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
সজিব তৌহিদ বলেছেন: কেন ভাই... বিস্তারিত বলেন...?
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
মনোজ মুকুট বলেছেন: অনেক কিছুই উপেক্ষা করতে হয় আমাদের বন্ধু। সেই উপেক্ষার ভাষা একদিন এত তীব্র সত্য হয়ে উঠবে যে একদিন সে উপেক্ষার আক্ষেপ আর থাকবে না। বিজয়ের মুকুট তখন সবার মাথায় থাকবে। থাকবে আপনার বাবার শীরে থাকবে আপনার মায়ের শীরেও।
"মিছিলের সব কণ্ঠ পা এক নয়, কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেই আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। শাশ্বত শান্তির পক্ষে যারা তারাও যুদ্ধে আসে..."
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
সজিব তৌহিদ বলেছেন: সেই শান্তির খোঁজে তো আজো শাহবাগে যাই, যেতে হয়..
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
মুন্সীজী বলেছেন: আমার ছেলেকে অনুরোধ করেছিলাম আমাকে শাহবাগ প্রজন্ম চত্বরে । ছেলে আমকে নিয়ে যায়নি অজানা ভয়ে । এখন একা একা কোথা ও যেতে সাহস পাইনা । অথচ, এই আমি এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় দাপিয়ে বেড়াতাম । এখন বয়স হয়েছে তারপরে ও বিপ্লবকে সব সময়ই অভিনন্দন জানাই ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬
সজিব তৌহিদ বলেছেন: বুকের ভিতর এই অভিনন্দন বোধটুকু আমাদের বড় শক্তি। বড়রা থাকবে শুভ কামনায়। আমরা তরুণরা থাকবে মাঠে । আর কিছু নয়। জয় একদিন হবেই।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
পলাতক আসামী বলেছেন: আমি এইদিক থেকে বেচে গেসি ভাই। উল্টো মা-বাবা যাওয়ার জন্য জিদ করে।
আমি তো খালি তারুণ্যর আন্দোলন বলে পাশ কাতাই।তাও আটকায় রাখতে পারি নাই।জয় বাংলা।।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩
সজিব তৌহিদ বলেছেন: এজন্য আপনার বাবা মাকে অশেষ থন্যবাদ ও শুভেচ্ছা...।
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: 1971 eu evabei torunera judhe giesilo..
Apni shahbage na gele sharloker subidha hoi.. Chupa oita..
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
শার্লক বলেছেন: নাগরিক আপনি আমারে চিনেন না আন্দাজে কথা কন ক্যান? একবার কইছি না আপনার সাথে কথা কইবার রুচি নাই আমার। আপনাদের মতো কতিপয় ব্লগার ব্লগের পরিবেশ নষ্ট করে। আপনি হইলেন বড় ছুপা। নেক্সট টাইম যেন আমারে নিয়া কিছু কইতে যেন না দেখি।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
হাসান কালবৈশাখী বলেছেন:
বাবা মার কথা উপেক্ষা করে শাহাবাগ চত্বরেই নিয়মত যেতে হয় বিচিত্র টানে, তারুণ্যের আহ্ববানে...
আপনাকে অভিনন্দন..!