নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব তৌহিদ এর তুফান তারুণ্য

I am waiting for someone and I know she will ever come.

সজিব তৌহিদ

Student,Debater

সজিব তৌহিদ › বিস্তারিত পোস্টঃ

আবার তোরা শিবির হ...

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশটাকে নিয়ে সবাই শঙ্কিত। এই শঙ্কাবস্থা দূরীভূত করার জন্য দুই বড় দলের অর্থবহ সংলাপ জরুরি থাকলেও স্বার্থান্বসী এবং হিংসা প্রতি হিংসাময় রাজনীতিক এই দেশে সাপ ও বেজির পারস্পরিক সৌহার্দ্যকি ফলপ্রসূ বৈঠক সম্ভব নয়। তাই এই পরিস্থিতিতে তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে কবি নজরুলের বয়ানে, ‘ধর্ম আমাদের ইসলাম কিন্তু প্রাণের ধর্ম তারুণ্য....’এই স্লোগানে-স্লোগানে। কিন্তু আমরা কেন পারি না.. আপন ধর্মকে অন্তরে লালন করে তারুণ্যের ধর্মকে অরুণের মত প্রজ্জ্বলিত করতে..? মানুষ মাত্রই তো আমরা ভাই-ভাই। তবে কেন আমরা অন্য ভাই কে হত্যা করতে যাই, ঘরে আগুন লাগাতে যাই, উপাসনালয়ের দেবি-মূর্তি ভাঙ্গতে যাই..? পবিত্র কোরআনে আছে, ‘মানুষ কে নির্বিচারে হত্যা করো না।’ মহানবী (স: বলেছেন, ‘ধর্ম নিয়ে বাড়াবারি করো না, যারা সংখ্যালগুদের উপর হামলা করে সে যেন আমাকেই হামলা করে।’ তাহলে আমরা কোন ধর্মের দলিল নিয়ে এইসব জঘন্য-নিগৃহীত কাজ করছি...? ওরে তরুণ মন চিন্তা-ভাবনা করলে তুই পাবি স্যলুশন। এখন গভীরভাবে নতুন করে তরুণ প্রজন্মকে চিন্তা ভাবনা করার সময় এসেছে। এই তো সময় যে কড়া নাড়ছে/ তোমার বিবেকের দরজায়। খোল-খোল দ্বার রাখিও না / আর নিজেকে নিশ্চুপ নিরালায়। তোমাকে জাগতেই হবে- তোমার ধর্মের জন্য.., তোমার তারুণ্যের জন্য.., তোমার পুর্নজন্মের জন্য.., তোমার অস্থিত্বকে টিকিয়ে রাখার জন্য.., সবিশেষে তোমার দেশটাকে বাঁচানোর জন্য। তুমি পারবে...। কারণ তুমি অতীতে বহুবার পেরেছ.। আজো পারতে হবে নতুন করে। না, আজ কোন ভাইয়ে রগ কেটে নয়। হিন্দু-বৌদ্ধ-খিষ্ট্রনকে হামলা করে নয়। নাস্তিককে খুন করে নয়। ‘মরলে শহীদ, বাঁচলে গাজী’ এই ভ্রান্ত ধারণাকে পুঁজি করে নয়। রাসূলের ধর্মের ছায়তলে, ইসলামী শান্তির মায়াতলে, মায়ের আঁচলের মমতায়, বোনের মেহেদী রাঙানোর রঙে, নজরুলের গজলে-গজলে, রবি ঠাকুরের সোনার বাংলায়, স্বামী বিবেকানন্দের জীব-স্বত্তায় মানুষ কে ভালোবেসে হুমায়ূন আহমেদ এর দুষ্টামীর তালে-তালে তুমি জেগে ওঠো। জেগে ওঠো, ‘পাঞ্জেরী...রাত পোহাবার কত দেরি ..’? এখন জাগার সময়। তুমি জাগবে নিশ্চয়ই। ভুলে গেছ সেই যে তোমাদের ১৯৭৮ সালে জন্মের কথা। জন্মগতভাবে তোমাদের অভিভাবক হচ্ছেন গোলাম আযম, আলী আহসান মুজাহীদ, মতিউর রহমান নিজামী, দেলওয়ার হোসাইন সাঈদী, কাদের মোল্লা, কামরুজ্জামানসহ আরো অনেকে। তোমরা জানো না একাত্তরে তাদের রাজাকারী সহিংসতার কথা..? এতো কিছু যেনেও তারুণ্য কে বিসজর্ন দিয়ে ধর্মের নামে কোন ধর্মান্দোলন তোমরা করে যাচ্ছ..? বিশ্বাস করো তোমাদের যে কোন ভালো আন্দোলনের সাথে এদেশের মানুষ তোমাদের পাশে থাকবে। কারণ তোমরা এ প্রজন্মের তোমরা সাহসী, তোমরা দূরদর্শী, জাতির ক্রন্তিকালে তোমরাই তো শেষ ভরসা। মিছেমিছে তোমরা রাজাকারের সাথে হাত মিলিয়ে নিজেদের তারুণ্য অহেতুক কলঙ্কিত করেছ। তোমরা সেই জঘন্য মানুষদের বাঁচানোর জন্য কিনা করছে...? একটিবার চোখটি বন্ধ করে আবেগ আর মোহকে কয়েক মিনিটের জন্য তাড়িত করে বিবেকের কাঠ গড়ায় দাঁড়িয়ে বলো..‘তোমার বাবা যদি চোর হয়, তুমি তার বিচার চাও না, তোমার চাচা যদি ডাকাত হয় তুমি তার শাস্তি চাও না।’ জানি তোমার মুখ অন্য কথা বললেও তোমার তারুণ্য বলছে, ‘বিচার চাই, বিচার চাই’। তাহলে কেন তোমরা সেটি হতে দিচ্ছ না..? তুমি হয়তো বলবে বিচার যদি করতেই হয় সব রাজাকার ও যুদ্ধাপরাধীর বিচার করতে হবে। আমি তোমার এই মন্তব্যকে সম্মান করে বলতে চাই। যারা একাত্তরে খুন-ধর্ষণ, লুটপাট আর অগ্নি সংযোগের নেতৃত্বে রাগব-বোয়ালের ভূমিকায় ছিল তাদের বিচার আগে হওয়া উচিত নাকি চুনোপুটিদের...? আবার হয়তো এটা বলবে আওয়ামী সরকার এতো বছর পর রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করার জন্য এই বিচার আয়োজন করেছে। তোমার এই তাৎপূর্যপূর্ণ কথাকে মিথ্যে বলে আমরা উড়িয়ে দিতে পারি না। তবে যাই হোক তোমরা তরুণ, অরুণের মত জ্বলতে চাও। কোন রাজাকারের শাসন-শোষণ আর ইমোশনে নিবৃত্ত হয়ে থাকা কি ঠিক..? শোনা গেছে,অর্ধ লক্ষাধিক শিবির এই দেশে আছে। এতো তারুণ্য, এতো যৌবন, এতো শক্তি, এতো সাহস, এতো ভালোবাসা, এতো দেশপ্রেম তোদের বৃথা যেতে পারে না। রাজাকারের বিচার কে সাদুবাদ জানিয়ে, রাজাকারের সঙ্গ ত্যাগ করে, সত্যিকার অর্থে ধর্ম ও মানুষের কল্যাণে, দেশপ্রেমের উদ্দীপনায়, মুক্তিযুদ্ধের চেতনায়-আবার তোরা শিবির হ......

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

কোবির বলেছেন: ভালোই লিখেছেন কিন্তু একটা কথা কি- শিবির হলো শিবির। 'মতিষ্ক ধোলাই' যাকে বলা হয় ঠিক সেটাই করা হয় শিবিরে যোগদান করার পর। না হলে কি এমন ইতর কিছু মানুষের জন্য এরা জীবন দেয়! এদের দেশপ্রেমে না, এদের শিক্ষা দেওয়া হয় তাদের নেতাদের অন্ধের মত অনুসরণ থাকার জন্য।

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬

সজিব তৌহিদ বলেছেন: কিন্তু তারপরেও কথা দেখা । এখন তাদের নতুন করে ভাববার সময় এসেছে। এটা যদি তারা কাজে না লাগায় তবে ধ্বংস তাদের নিশ্চিত।

২| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৪

রাতপাখি বলেছেন: কোথায় বিচার????????????????????????????????????????????????????????????????????

১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

সজিব তৌহিদ বলেছেন: কেন রাতপাখি ভাই। বিচার হতে দিবেন না...?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.