![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Student,Debater
হলমার্ক কেলেঙ্কারী যখন ধরা পড়ল তখন আবুল মাল আব্দুল মুহিত বললেন, ৪ হাজার কোটি টাকা কোন ব্যাপার না । আমাদের মত দেশে অর্থমন্ত্রী কোন সাহসে একথা বলেন তা ভেবে দেশের সাধারণ মানুষ তাকে পরমবন্ধু ভেবে চরম নিকৃষ্ট ভাষায় তাকে গালিগালাজ করেন। পরে অবশ্য চৌকস মানুষের মত জাতির উদ্দেশ্যে ক্ষমা চান। সে যাত্রায় মাল সাহেব ক্ষমা পান । কিন্তু মাল সাহেব কত মালের বিনিময়ে আবার হলমার্কের প্রতি প্রীতি দেখিয়ে উল্টাপাল্টা বকতে শুরু করেছেন। হলমার্কের সাথে সমঝতার কথা ভাবছেন। সেদিন তিনি বললেন, হলমার্কের চেয়ারম্যান তানভীর মাহমুদ কে জামিন দিয়ে অর্থ লোন দেয়ার কথা। চরম দুর্নীতিগ্রস্থ মানুষকে যদি ছেড়ে দিয়ে লোন প্রদান করে আবার পুন:প্রতিষ্ঠা করার চিন্তা যদি অর্থমন্ত্রীর মত মানুষের মাথা থেকে বের হয়ে আসে তখন আর আমার দেশের মন্ত্রী-আমলাদের খুব একটা স্বচ্ছ বলতে সাহস পাই না…? ৩০ মার্চের প্রথম আলোতে দেখলাম তিনি দেশের “বুদ্ধিজীবী ও ব্যাংকারদের কথা রাবিশ ও বোগস” বলে আখ্যায়িত করেছেন। তখন হয়তো বা অনেকে নাখোশ হবেন , মনের গহীনে কিছু লুকিয়া থাকা গালিগালাজ আওড়াতে চাইবেন।আমি বলি কি আগে তার সম্পের্কে ভালো করে জানা উচিত…? কারণ তার মাথা সুস্থ আছে কি’না কিংবা মস্তিষ্ক বিকৃত হয়েছে কি’না সেটা আগে বিবেচনা করা উচিত..? ক্ষমা শব্দটা তো তার সংরক্ষণেই আছে্ । যে কোন মুহুর্তে সেটি বের করলেই হবে…..
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩
সজিব তৌহিদ বলেছেন: এই মাল যেন তেন মাল না..? জটিল মাল ..! খাসা মাল..!
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫
ঢাকাবাসী বলেছেন: তার একজন কলীগ বছর চারেক আগে লাখ ত্রিশেক টাকার মালিক ছিল, তার দেয়া হিসাবে তাই বলে, এখন তিনি ৪০০ কোটি টাকা জমা দিয়ে ব্যাংকের মালিক!! এখন বুঝুন মাল কি ধরনের মাল!