![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Student,Debater
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ইতোমধ্যে সর্বমোট তিনজন বেসরকারী রাজাকারের বিচারের রায় ঘোষণা করিয়াছে। ইহাদের মধ্যে দুইজন ফাঁসির আদেশ এবং একজন যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ পাইয়াছে। এতে আমরা সাধারণ জনগণ দুজনের জন্য খুশি ও আনন্দিত হইলেও একজনের জন্য বেখুশি হইয়া শাহবাগে আন্দোলন গড়িয়া তুলিয়াছি। সেই আন্দোলেনের প্রেক্ষিতে সম্ভবত সাঈদী রাজাকারের ফাঁসির আদেশ সম্ভবপর হইয়াছে। কিন্তু জাতির বিবেকের কাছে প্রশ্ন । বিশেষত ব্লগার ও অনলাইন একভিস্টদের কাছে প্রশ্ন যারা শাহবাগের আন্দোলনের মত একটা ঐতিহাসিক আন্দোলনে জন্ম দিতে পারিয়াছে । তাহারা কি শুধু বেসরকারী রাজাকারের ফাঁসির জন্য তৎপর থাকিবেন...? না’কি সরকারী রাজাকারের দিকেও একটু আঁখি মেলিয়া তাকাইবেন….? সরকারী রাজাকার বলিতে অনেকে বলিয়া থাকেন সায়মা পতুলের শ্বশুড় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিয়াই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কথা। আমাদের বিশ্বাস একটু তলপি তলপা খুঁজিয়া দেখিলে আরো বেশ কিছু সরকারী রাজকার খুঁজিয়া পাওয়া যাইবে। আমার কাছে একটা বেসরকারী রাজাকারের তালিকা রহিয়াছে। আপনাদের কাছে কি কোন সরকারী রাজাকারের তালিকা পাওয়া যাইবে….? তাহা হইলে আমি একটা পরিপূর্ণ রাজকারের তালিকা প্রস্তুত করিয়া জাতিকে কৃতার্থ করিতে পারিতাম। জয় বাংলা….। জয় শাহাবাগ…..।
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩
সজিব তৌহিদ বলেছেন: এখন ভালো ভালোই যদি কোনক্রমে বিএনপি ক্ষমতায় আসে তখন বোঝা যাবে কে সরকারী রাজাকার আর কে বেসরকারী রাজাকার...?
২| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
পুংটা বলেছেন: দাবি কিন্তু একটাই... রাজাকারের ফাসি চাই।
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৮
সজিব তৌহিদ বলেছেন: সত্যি কথা বলছেন ভাই।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২১
হাটহাজারী, চট্ট্রগাম। বলেছেন: জনাব, ব্লগে কিছু লেখার আগে ভাল করে যাচাই করে ও সত্যতা ও প্রমাণ সহ লিখা উচিত, তা নাহলে নিজেকে অন্যরা পাগল অতবা বেকুপ বা মুর্খ্য বলে গণ্য করবে।
শাহবাগে আন্দোলন গড়িয়া তুলিয়াছি। সেই আন্দোলেনের প্রেক্ষিতে সম্ভবত সাঈদী রাজাকারের ফাঁসির আদেশ সম্ভবপর হইয়াছে।
এটা আপনার মনের ধারণা, শাহবাগের অন্দোলনর সাথে দেলূর ফাসীর কোন সর্ম্পক নেই,
রাজাকার যে হোক আলীগ বা বি,এন,পি বা জামাত, প্রমাণ সহ ট্রইবুনালে যান। ট্রইবুনার যদি গ্রহণ না করে আন্দোলন করুন। ট্রাইবুনাল দেশের সবার কাছে উন্মক্ত ভাবে তথ্য চেয়ে গণবিজ্ঞপ্ত জারী করেছিল,
পুতুরেরর শ্বাশুরের নাম ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন,
আর মোশারফের বাবার নাম "নুরু মিয়া"
বর্তমানে নুরু মিয়া মৃত,
শান্তি কমিটিতে নুরু মিয়া নামে এক জনের নাম আছ তবে তার সর্ম্পকিত কোন তথ্য বা উপাত্ত কিছুই নেই,নুরু মিয়ার নাম শান্তি কমিটিতে থাকলেও তার সর্ম্পকিত কোন রকম অপরাধের বা যুদ্ধ অপরাধ সংক্রান্ত কোন তথ্য কারো জানা বা কোন প্রমাণ নেই।
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯
সজিব তৌহিদ বলেছেন: ট্রাইবুনালের হিসাব বাদ দেন মিয়া সরকারের আন্তরিকতা ও কলকাঠি ছাড়া পৃথিবীর কোন ট্রাবুনাল চলে না। মনে নেই ফখরুদ্দিন সরকার খালেদা -হাসিনা কারাগারে তুলেছিল। ক্ষমতা যেদিকে সেদিকেই আইন আদালত। যাই হোক আমাদের চূড়ান্ত দাবী রাজাকর ও যুদ্ধাপরাধীর ফাঁসি। সেটা যে সরকারের মাধ্যমেই হোক না কেন তাদেরকে সাধুবাদ।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: নিশ্চয়ই হবে, তিনারা বিরোধী দলে থাকবেন যখন তখন
আর দেকুন দেকুন- সবাই কেমন তার স্বরে তারস্বরে তারই কথা বলছে- তিনারা রাজাকার হইলেও যুদ্ধাপরাধী না!!!!
বেকুব সাইদি আর গোলাম আজম.. সশয় মতো আওয়ামী জাতাম লীগ গঠন করতে পার নাই। পারলে তারাও ঐ যুক্তির আচল তলে লুকাইয়া আল্লাহর দেওয়া জানটা বাঁচাইতে পারত
আওয়ামীলিগ স্রেফ ভন্ডামী জানে শতে শ ভাগ। এই যে দেখুন না- যেইনা তিনি বল্লেন অমনি শেয়ালেরাও কোরাস শুরু করলে... রাজাকারহইলেও যুদ্ধাপরাধী না.. !!!
জামাতিদের সাথে আওয়ামী সখ্যতা অন্য যে কোন দলের চেয়ে বেশি!
ভাবা যায়?????
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪১
সজিব তৌহিদ বলেছেন: জামাতিদের সাথে আওয়ামী সখ্যতা অন্য যে কোন দলের চেয়ে বেশি!
ভাবা যায়?????
আপনার এই কথা অযৌক্তিক মনে হয় নি। কত খেলাই তো খেলছে আওয়ামী লীগ। ১৯৯৬ সালে জামায়াত প্রীতি। ২০০৯ সালে এরশাদের সাথে সম্প্রীতি, হেফজতে ইষলামের সাথে পিরিতি আরো কত কি ...? ইত্যাদি ইত্যদি...
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
কালবৈশাখীর ঝড় বলেছেন:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিয়াই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পিতা -
শান্তিকমিটির চেয়ার ম্যান।
মন্ত্রী মহিউদ্দিন খান আলংঙ্গীর, চাদপুরের এসডিও ছিলেন। পরে ওএসডি করে ঢাকায় নেয়া হয়।
এদের বিরুদ্ধে খুন বা ধর্ষনের কোন অভিযোগ আছে?
যুদ্ধাপরাধ মামলায় খুন বা ধর্ষনের বা অগ্নিসংযোগের কোন অভিযোগ না থাকলে মামলা হয় না।