নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব তৌহিদ এর তুফান তারুণ্য

I am waiting for someone and I know she will ever come.

সজিব তৌহিদ

Student,Debater

সজিব তৌহিদ › বিস্তারিত পোস্টঃ

এফ.এম রেডিও বনাম আরজে সমাচার

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪



উন্নত দেশের মত বাংলাদেশে এফ.এফ রেডিওর প্রচলন কে আমরা স্বগত জানাই। কিন্তু সেটার উপর বিচক্ষণ নজরদারি না রাখাকে আমরা ধিক্কার জানাতেই পারি।ঢাকার এফ.এম রেডিওর আরজে বা উপস্থাপকদের ভাষা প্রয়োগ, শব্দ চয়ন, প্রক্ষেপন এবং ভাষার ব্যবহার সম্পের্কে কম বেশি সবারই জানা আছে। এখন নতুন আরো একটু জানাতে চাই।ফেব্রুয়ারি মাসে কোন এক স্টেশনের এক আরজে বললেন, “অনেকেই আমাদের ব্লেম দেয়, আমরা নাকি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ভালো করে বলতে পারি না। কথায় কথায় নাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করি। আমরা সেটা বিলিভ করি না।” আর গতকাল এক অনুষ্ঠানে মধ্যরাতে আরজে হাঙ্গামা এবং মিষ্টিখান দুজনে কথপোকথনে এতোসব বাজে কথা বলছিল, যা বন্ধুমহলে আড্ডার আসরে তা প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হলেও গণমাধ্যমে তা গ্রহণযোগ্য নয়। সে অনুষ্ঠানে কুমু নামে এক মেয়ে এসএমএস করেছেন। আরজে মিষ্টিখান সে এসএমএস পড়ে মাত্রাতিরিক্ত উত্তেজিত হয়ে যৌন ইমোশন দিয়ে বললেন, কুমু তোমাকে দিলাম আমি ওয়ু…..ওয়ু……। ছেলে আরজে হাঙ্গামা মেয়ে আরজে মিষ্টিখানের কথা কেড়ে নিয়ে খুব তড়িগড়ি করে বললেন, কুমু তোমাকে দিলাম আমি চুমু….।

সবারই এফ.এম সম্পের্কে যথেষ্ট ধারণা আছে। এটা তো একদিনের এক ঘটনামাত্র। বেশিরভাগ রেডিও স্টেশনে গভীর রাতের নানা অনুষ্ঠানগুলোই এমন বিভ্রান্ত ও বিব্রতকর।যার শ্রোতার সংখ্যা হাজার-হাজার, লক্ষ লক্ষ। যার বৃহৎ অংশই তরুণ এবং সিংহভাগ ইন্টারমিডিয়েট পড়ুয়া শিক্ষার্থী। কিয়ৎ অংশ আছে অনার্স ১ম ও দ্বিতীয় বর্ষের শিক্ষর্থী। আর এসব অনুষ্ঠানের প্রতিদিন পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে আমার দেশের জ্ঞানী-গুনী, ধণিক শ্রেণির কথিত বুদ্ধিজীবীরা…!! তার মানে এই নয় যে এফ রেডিওর সব আরজে এবং অনুষ্ঠানের এই কলঙ্কজনক অবস্থা। এখনো সপ্তাহান্তে কান পেতে থাকেন সব শ্রেণির ও সব পেশার লক্ষ-লক্ষ মানুষ কিছু অনুষ্ঠান শোনার আশায়, কাঙ্খিত আরজের শব্দচয়ন ও নান্দনিক ভাষায়। যা মিস হলে মনে হয় সত্যিই যেন কিছু একটা এ সপ্তাহে মিস করা হলো….

মন্তব্য ৩৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭

রিফাত হোসেন বলেছেন: Ami goongoon shuni

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪

সজিব তৌহিদ বলেছেন: আমি এবিসি রেডিওর হ্যালো ৮৯২০ শুনি । আরজে কিবরিয়ার উপস্থাপনায়।

২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭

সোহাগ সকাল বলেছেন: মধ্যরাতে তো আর কেও খবর শুনতে এফ এম চালু করেনা। আর এগুলো ব্যাপার্নাহ!

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৪

সজিব তৌহিদ বলেছেন: তা অবশ্য ঠিক ব্যাপার মনে করলে ব্যাপার না করলে কিছুই না। আসলে মানলে তালগাছ নি মানলে বা...গাছ।

৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭

পুংটা বলেছেন: আরজে মানে জানেন? B-))

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪

সজিব তৌহিদ বলেছেন: না.. জানি না..। রেডিও জোকি না রেডিও জোকার না কি বলে...

৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২

প্রেমবিদ্বেষী বলেছেন: agreed.RJ sounds sweet behind screen.if u c them in person,u cant imagine how unsmart guys they r wd shaddy bacgrnd

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

সজিব তৌহিদ বলেছেন: আপনার সাথে পরিপর্ণ একমত হতে পারলাম না। ধন্যবাদ।

৫| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৮

লিন্‌কিন পার্ক বলেছেন:
আরজেদের মধ্যে কিবরিয়ারে ভাল্লাগে

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৩

সজিব তৌহিদ বলেছেন: আরজে কিবরিয়া সত্যিই তিনি একজন আর জগতে আদর্শ এবং উদাহরণ।

৬| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩

নাজিয়া জামান বলেছেন: রেডিও শুনতে গেলে এদের বকর বকরে আর অনুষ্ঠান শোনার ইচ্ছে থাকে না । গান শুনবে নাকি মানুষ এই পণ্ডিত দের বক বক শুনবে ।কিছুদিন আমি শুনতাম । ভাল গানের আশায় । গান ভালই শেয়ার করে কিন্তু এদের শুধু কথা , কথা আর কথা । এত কথা কে শুনে ওদের ।

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬

সজিব তৌহিদ বলেছেন: সব আরজেই যে খারাপ তা বলা যাবে না...

৭| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫

রমনা টেক বলেছেন: আরজে মানে রেডিও জকি।

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫

সজিব তৌহিদ বলেছেন: হুম.. জানি..

৮| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩

মাহতাব সমুদ্র বলেছেন: মাঝে মাঝে থাব্রা দিবার ইচ্ছা করে বদ গুলো। লেখায় ++++++

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯

সজিব তৌহিদ বলেছেন: আমার ঝাপ্পর দিতে ইচ্ছে করে মাহতাব ভাই।

৯| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

সুলাইমান হাসান বলেছেন: কোনো রেডিও শুনি না। রেডিওর গুষ্টি কিলাই।

:-P :-P

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৬

সজিব তৌহিদ বলেছেন: ভাই আপনি বেচেঁই গেছেন...রেডিওর অত্যাচার থেকে। ভালো থাকবেন..

১০| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

হাসান মাহবুব বলেছেন: রেডিও শুনিনা। আগে অনিক খান আর শাহরিয়ার শরীফের একটা প্রোগ্রাম হৈত রেডিও ফূর্তিতে ঐডা শুনতাম। বন্ধ হয়ে যাবার পরে রেডিও শোনাও বাদ। বদ পুলাপাইনগুলারে আরজে বানায় ক্যান?

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

সজিব তৌহিদ বলেছেন: কেন যে বানায় তা ভগবানই ভালো জানে...

১১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

সায়েম মুন বলেছেন: এফএম রেডিও আসার প্রথম দিকে মাঝেসাঝে গানের জন্য শোনা হতো। তখন এত খারাপ অবস্থা ছিল না। তবে ভাষার ক্ষেত্রে সেই প্রথম থেকেই কিছু আরজে অতি স্মার্টভাব প্রদর্শন করে আসছে।

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

সজিব তৌহিদ বলেছেন: অতি স্মার্টই আজ কাল হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ।

১২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০

এনাম হক বলেছেন: english rashto vasha hisebe chaI noile HARTAL ...

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৫

সজিব তৌহিদ বলেছেন: আপনার কথাই সহমত দিলাম...

১৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৭

পাপী ব্রহ্মচারী বলেছেন: অনিক খান আর শাহরিয়ার শরীফের ফুর...ফুর...ফুর্তি ছিল সেরা।

২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

সজিব তৌহিদ বলেছেন: আমার সোনা হয় নি সেটি..্

১৪| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪১

কামরুল ইসলাম রুবেল বলেছেন: মন খারাফ থাকলে ভুত এফএম শুনি। :D :D :D :D

২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

সজিব তৌহিদ বলেছেন: ভালো। তবে আমার ভালো লাগে না।

১৫| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

সাহাদাত উদরাজী বলেছেন: খুবই দুঃখজনক।

১৬| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৩

রিফাত হোসেন বলেছেন: rj না হলেও ডিজে তিস্তো,অতজির ভক্ত, হাহাহ লোল, :) আমি রেডিও শুনি বাংলা গান শুনার জন্য, রেডিও আজাইরা কথা ভাল পাই না মানে আরজে দের আরকি!

১৭| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লিখা
আরও লিখ

১৮| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

" “অনেকেই আমাদের ব্লেম দেয়, আমরা নাকি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ভালো করে বলতে পারি না। কথায় কথায় নাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করি। আমরা সেটা বিলিভ করি না।”[/sb


চড়াইয়া দাঁত সব গুলো ফেলে নকল দাঁত লাগিয়ে দেয়া দরকার।


!!

১৯| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯

মেহেদী হাসান মানিক বলেছেন: রেডিও শুনি না

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

সজিব তৌহিদ বলেছেন: মেহেদী হাসান মানিক ভাই, অনেক দিন পর আপনাকে দেখলাম। কেমন আছেন...? কোথায় আছেন ভাই...? সাধুবাদ। ভালো থাকবেন.. ভালো রাখবেন...

২০| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪০

মেহেদী হাসান মানিক বলেছেন: হরে ভাই... ব্লগে এখন আসাই হয় না কাজে ব্যাস্ত। আজ ফ্রী তাই আসলাম

২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

সজিব তৌহিদ বলেছেন: কি কাজে ব্যস্ত মেহেদী হাসান মানিক ভাই..?

২১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩

রুপ।ই বলেছেন: আর জে হওয়াটাও মনে হয় বিরাট ব্যাপার, কি জানি বুঝি না। কোনো ইস্যুতেই তো দেখিনা ভাল কিছু বলতে ! :(

২২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২২

তন্দ্রা বিলাস বলেছেন: আগে ভুত এফ এম শুনতাম এখন আর শুনি না । কোথা থেকে সব গাঁজাখোর দের ধরে নিয়ে আসে, তাদের কথা শুনলে মনে হয়, এরা ইংরেজি তো জানেই না বাংলাও জানেনা।

২৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১

ওবায়েদুল আকবর বলেছেন: এখন আর শুনিনা আগে শুনতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.