![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Student,Debater
না..! দেশের কোন আইন আদালাতে আমরা রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানার বিচার চাই না। তদন্ত কমিটি চাই না। কোন রাজনৈতিকের শোকও চাই না। আর কত বেহায়ার মত দেশে বিদ্যমান কুলাঙ্গার আইন, ক্ষমতা, পুঁজিবাদী ভণ্ড আদালত এবং দূষিত প্রশাসনের কাছে বিচার চাইবো..? যারা যুগে যুগে, কালে-কালে পুড়িয়ে-গুড়িয়ে কাজে যোগদিতে বাধ্য করে মানুষকে অমানুষের মত হত্যা করেছে। যাদের শাসণ-তোষণে সাভারে আটকে পড়া ইমারতের নিচ থেকে শ্রমিকদের কণ্ঠে শোনা যাচ্ছে, ‘চিৎকার দিয়া কইলাম কিছু একটা দেন ডাইন হাতটা কাটি।’ ‘ও আল্লাহ বোন দুইটারে মায়ের বুকে দিয়ে যা, আমারে তুই নয়িা যা’। যখন তাজরীন ফ্যাশনের মালিক গ্রেপ্তার পর্যন্ত হয় নি। নারায়ণগঞ্জে প্যানটেক্ম মালিকের কিছু হয় নি। চট্রগ্রামে আগুনে অঙ্গার অজস্র শ্রমিকের মালিকেরও কিছু হয় নি। স্পেকট্রাম মালিকেরও শাস্তি হয় নি। তখন কোন লজ্জায় আমারা সরকারের কাছে, আইন-আদালতের কাছে বিচার চাইবো। তাই বিচার চাই না। প্রেসক্লাবে কোন নারী নেত্রীর কলকলানি শুনতে চাই না। বিরোধী দলের নেতা-নেত্রীদের জ্বালাময়ী বক্তৃতা শুনতে চাই না। কারণ আমরা ইতোমধ্যে শ্রেষ্ঠ বক্তব্য শুনে ফেলেছি। যেখানে ইডিয়ট স্বরাষ্ট্রমন্ত্রী উন্মাদের মত হরতাল সমর্থকদের ফটক আর স্তম্ভধরে টানাহেচঁড়াকে ভবণ ধসের কারণ বলে উল্লেখ করেছেন। কতটা গাঁজাখোর হলে নেশার ঘোরে এই কথা বলযায় স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে তা প্রমাণ করেছেন। ছয়তলার ফাউন্ডেশন করে যখন নয়তলার বিল্ডিং করা করা হয়। তখন নীতিওয়ালারা কোথায় থাকেন..? বিজিএমই ওয়ালারা কোথায় থাকেন..? পৌর প্রশাসন ও কর্তৃপক্ষ কোথায় থাকেন..? সর্বোপরি জাতির বিবেক খ্যাত -লেখক, সাংবাদিকমহল কোথায় থাকেন..? শুধু এইটুকু বলব যদি সম্ভব হয় রানা প্লাজার সামনে নির্বিচারে জনতার রায়ে মালিক-নেতা সোহেল রানা এবং তার সাঙ্গপাঙ্গদের ফাঁসি কার্যকর করা হোক। জানি সেটি সম্ভব নয়। তখন মানবাধিকার সংস্থা হাউমাউ করে উঠবে। নেতার খুঁটির জোড় কলঙ্কিত হবে। আন্তর্জাতিক মানদণ্ডে বিচার হয়নি বলে প্রতিবাদ হবে।
ওই নীতিওয়ালারা..., কথামালার ব্যাপারিরা..., আমলারা-কামলারা, রাজনৈতিক ভন্ডরা তোরা একবার সাভারের কান্না কান পেতে শোন...দেখ.. ‘এ কোন মৃত্যু..? কেউ কি দেখেছে মৃত্যু এমন...?’
সংশ্লিষ্ট সকল শুয়ারের বাচ্ছাদের নীতিমালা এবং কথামালাই দেশটাকে চিবিয়ে- চিবিয়ে খাচ্ছে। আর কত নিপীড়ন, নির্যাতন এবং নিষ্পেষণের পর আমরা মুক্ত হবো..? লালসা আর অর্থের নেশা থেকে কুত্তারা মানুষ হবে ? পশুদের কুক্ষীগত আইন -আদালতে মানুষের আস্থা আসবে ? সবশেষে কুলাঙ্গারদের মুখে থুতু ছিটিয়ে সৃষ্টিকর্তার কাছে দু-দণ্ড শান্তি পেতে চাই। সবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের ‘আল্লার মাল আল্লায় নিয়া গেছে’ তত্ত্বে অগত্যা বিশ্বাস করে আমরাও বলতে চাই, তিনিই শ্রেষ্ঠ বিচারক -শান্তিদাতা...!
সজিব তৌহিদ
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১
সজিব তৌহিদ বলেছেন: শামীম ভাই। শুয়ারের বাচ্ছাদের জন্য আমাদের দেশটা দু:খিনীই থেকে গেল। মতামতের জন্য ধন্যবাদ।
২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭
মমবাতি বলেছেন: এরা মানুষ না, এরা মুখোশধারী শুয়োর।
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০১
সজিব তৌহিদ বলেছেন: মমবাতি ভাই। একটা মমের আলো যদি সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচে নেওয়া যত। তাহলে আরো কিছু মানুষ আরো কিছুক্ষণ বেঁচে থাকার স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারতো।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৯
লেখাজোকা শামীম বলেছেন: ঘুষ খেয়ে বহুতল ভবনের অনুমোদন দেয়ার সংস্কৃতি বন্ধ করুন, নইলে এই রকম ভবন ধ্বসের মিছিল থামবে না। ঘুষ দুর্নীতি আমাদের সকল অর্জন খেয়ে ফেলল। ঘুষখোর সরকারী কর্মকর্তাদের জন্য ফাঁসির দড়ি তৈরি করুন। এদের কঠিন শাস্তি না হলে দেশ কখনও সামনে দিকে যাবে না, বার বার পিছিয়ে যাবে। যেখানেই ঘুষখোর, সেখানেই প্রতিরোধ। যেখানেই ঘুষখোর, সেখানেই প্রতিরোধ। যেখানেই ঘুষখোর, সেখানেই প্রতিরোধ। এরা মানুষ না, এরা মুখোশধারী শুয়োর। এরা মানুষ না, এরা মুখোশধারী শুয়োর। এরা মানুষ না, এরা মুখোশধারী শুয়োর।