নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব তৌহিদ এর তুফান তারুণ্য

I am waiting for someone and I know she will ever come.

সজিব তৌহিদ

Student,Debater

সজিব তৌহিদ › বিস্তারিত পোস্টঃ

আরজে হওয়ার ফাঁদে কে কে পা দিচ্ছেন!

১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৯

রাজধানী ঢাকাতে ১০ টির বেশি এফ এম রেডিও রয়েছে। আর অনলাইন রেডিও তা তো হিসাব করেই শেষ করা যাবে না।



এসব রেডিও তে উদীয়মান সেলিব্রেটি আরজে, নিউজ রিপোর্টার কিংবা নিউজ প্রেজেন্টার হওয়ার জন্য অনেক তরুণ- তরুণী মহা পাগল। তাদের সেই উঠতি ইমোশন কে কাজে লাগিয়ে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান সেলিব্রেটি বানানোর নামে নানা ধরনের কোর্স ও ট্রেইনিং বাণিজ্য চালু করেছে। রাজধানীর বুকে সেসব বাণিজ্য এখন রমরমা বলে জানিয়েছেন ঢাকা কলেজের এক শিক্ষর্থী মেহেরুল আমীন।





বাংলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উৎসুক রহমান বললেন, আমি কিছুদিন আগে অনলাইনে বিডি জবস-এ ‘রেডিও ভুবন’ এর সার্কুলার দেখে আপ্লিকেশন করলাম। কিছুদিন পর আমাকে তারা মেইল করে জানালেন আপনি যদি আমাদের অডিশনে এবং ভাইভাতে যোগদান করতে চান তবে ২০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেন। আমি কথাটি শুনে হতবাক বিস্মিত হলাম জীবনে তো এর আগেও অডিশন দিয়েছি কিন্তু কোথাও তো টাকা চায় নি। হায় রে বাটপারি রে...” ।





এভাবেই বিভিন্ন রেডিও বিশেষ করে অনলাইন রেডিও সাধারণ তরুণদের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে।



অন্যদিকে কিছু-কিছু এফ এম রেডিও অডিশনের জন্য দরখাস্থ আহবান করে ভেতরে ভেতরেই আরজে নেওয়া কাজটি সম্পন্ন করছে বলে জানান আরজে হওয়ার প্রত্যাশী আনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র সাজ্জাদ হোসাইন।



তাই আরজে ফাঁদে পা দিয়ে প্রতারিত না হয়ে সচেতন ও সতর্কভাবে যথাযথ তথ্য-উপাত্ত নিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে নিজেকে সেলি্ব্রটি করে তুলুন এটাই সবার প্রত্যাশা।



সজিব তৌহিদ



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৪

মদন বলেছেন: সাবেক এক আরজে এর সাথে কথা হলো। জয়েন করার দিন থেকেই তাদের মাথার মধ্যে দিয়ে দেয়া হয় তোমরা স্টার, চলবা স্টারের মতো, খাইবা স্টারের মতো, ঘুরবা স্টারের মতো। এই কথাতেই তাদের মাথা আরো ঘুরে যায়। ;)

২| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৮

সজিব তৌহিদ বলেছেন: মদন তাই নাকি..? তেজপাতার মত চারদিকে যত স্টার তৈরি হচেছ। তাতে দেশ একদিন স্টারের চাপায় পইড়া কাহিল হইবো..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.