![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Student,Debater
চোখের পলকে একটা বছর চলে গেল। আজ ১৯ জুলাই হুমায়ূন আহমেদ'র প্রথম মৃত্যু বাষির্কী। অনেক বিশষেণে তাকে বিশেষিত করা যায়। আমি তাকে কোন বিশষণে বিশেষিত করতে চাই না।
শুধু বলব তিনি একজন কবি। তিনি একজন ছবির কবি, নাটকের কবি, উপন্যাসের কবি, জোসনা ও জননীর কবি, বৃষ্টি ও রাতের কবি, ভবঘুরে মানুষের কবি, তরূণ প্রজন্মের কবি।
বাংলা ও বাঙালির কবি। এই মহাকবির প্রয়াণ দিবসে তার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাঞ্জলি দিয়ে গতানুগতিক দায় সারতে চাই না।
আজ তাই তার স্মরণে, তার সন্ধানে জোসনা ও বৃষ্টির খোঁজে গৃহত্যাগ করতে চাই। আয় কে কে যাবি....গৃহত্যাগী হবি...
সজিব তৌহিদ
©somewhere in net ltd.