![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Student,Debater
কিছুদিন বাদেই আসছে ঈদ। ঈদকে কেন্দ্র করে কর্মজীবী কিংবা শিক্ষাজীবী সব পেশার মানুষই ব্যস্ত হয়ে পড়ছেন নাড়ীর টানে বাড়ি যাওয়ার জন্য। ইতোমধ্যে ট্রেন এবং বাসের অগ্রিম টিকিটও ছাড়া হয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কেউ কেউ আবার টিকিটও সংগ্রহ করেছেন।
ঢাকা শাহরে এখন তীব্র যানজট আর মানুষের ছোটাছুটি। ঈদে পাওয়া ছুটিগুলি প্রিয়জনদের সাথে ভাগাভাগি করার জন্য কেনাকাটা এবং প্রযোজনীয় কাজ সারতে তিল ঠাই যেন নেই কারোর।
আর এই সুযোগে কিছু অসাধু মানুষ বাস, ট্রেন কিংবা লঞ্চের টিকিট ফেরী করে অথবা কাউন্টারের পাশে বিক্রি করছে। ঘরমুখো অস্থির মানুষগুলো প্রায়ই সেই টিকিট কিনে প্রতারিত হচ্ছেন। যার ফলে অনেককে ঈদের নামাজ পড়তে হয় রাস্তায়, লঞ্চে অথবা গাড়িতে।
একটু সচেতন হলেই এই মানুষগুলো তারা এই জঘন্য প্রতারণার হাত রক্ষা পেতে পারেন।আপনি যখন পরিবহনের টিকিট কাটবেন তখন খুব সচেতনভাবে, সচেতন মনে পরিবহনের নাম ঠিকানা, কাউন্টার, মোবাইল নম্বর এবং সেই পরিবহনের অস্তিত্ব আছে কিনা সে বিষয়ক খোঁজ নিয়ে দেখতে পারেন।
টিকিট পাওয়ামাত্রই কেনার জন্য ব্যাকুল হবেন না। কারণ এখন টিকিট খুব সহজে পাওয়া যাচ্ছে না। যখনই কোন টিকিট সহজে পেয়ে যাচ্ছেন তখন ভালো করে তা যাচাই-বাছাই করে নিন।
মনে রাখবেন ঈদের আগে অনেক নতুন পরিবহন বাজারে আসে। যারা অনেকেই সেবা দেয় আবর কেউ কেউ প্রতারণা করে। আপনার এই ঈদ প্রতারণামুক্ত হোক, ঝুট-ঝামেলামুক্ত হোক এটাই সবার প্রত্যাশা।
সজিব তৌহিদ
©somewhere in net ltd.