![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Student,Debater
সম্প্রতি স্কটল্যান্ডের পুলিশ অনুসন্ধান করে দেখেছে, স্কাইফি চ্যাটিংয়ের মাধম্যে সে দেশের টিনএজাররা ব্লাকমেইলিংয়ের শিকার হয়ে আত্মহত্যার পথ বেঁছে নিচ্ছে।
ডেনিয়েল পেরি নামের ১৭ বছরের কিশোর অনলাইনে তার এক আমেরিকান মেয়ে বন্ধুর সাথে স্কাইফিতে খোলামেলা আলোচনা করে। কয়েক মাসে আলোচনায় ডেনিয়েল ওই মেয়েকে বিশ্বাসও করে। সেই সুবাদে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা, বিশ্বস্ততা বাড়ায় বিভিন্ন বিষয়ে শেয়ারিং- কেয়ারিংও হয়।
হঠাৎ আমেরিকান মেয়েটি বন্ধু ডেনিয়েল পেরির ১৮ তম জন্মদিনে তার কাছে বিপুল অর্থ দাবি করে তার সাথে করা ভিডিও চ্যাটিং প্রকাশের হুমকি দেয়।
কিশোর ডেনিয়েল হতভম্ব হয়ে লজ্জা আর আত্মসম্মান বোধে কাউকে কিছু না বলে আত্মহত্যার পথ বেছে নেয়। শেষ পযর্ন্ত ডেনিয়েল দেশটির ফোর্ট রোড ব্রিজ থেকে জাপিয়ে পড়ে আত্মহত্যা করে।
তথ্যপ্রযুক্তি উন্নয়নে এ ধরনের ঘটনা দেশটিতে প্রায়ই হচ্ছে বলে স্কটিশ পুলিশ তাদের অনুসন্ধানে দাবি করেছে। সেই সাথে অনলাইনের এই ফঁদ থেকে টিনএজারদের তীব্র সচেতন থাকার আহবান জানানো হয়েছে।
সূত্র: ‘দ্য টেলিগ্রাফ’ অনুবাদ: সজিব তৌহিদ
২| ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১২
সজিব তৌহিদ বলেছেন: ভোরের সূর্য ভাই, খুব ভালো লাগলো অত্যন্ত ভদ্রতার সাথে ভুলটি ধরিয়ে দেয়ার জন্য। আপনি ইচ্ছে করলে এভাবেও বলতে পারতেন.. এই মিয়া কি লেখেন স্কাইফি না স্কাইপি..। ভুল লেখে বিভ্রান্ত করেন মানুষকে..? ’
তা না করে চমৎকারভাবে ভুলটা ধরিয়ে দেয়ার জন্য নিরন্তর শুভেচ্ছা ও ভালোবাসা থাকলো এবং আপনার নামটা আমার হৃদয়ে গাঁথা থাকলো।
দু:খিত ভাই এ ক্ষেত্রে ধন্যবাদের মত তুচ্ছ জিনিস আপনাকে দিয়ে কৃতার্থ হতে পারলাম না।
৩| ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
ShusthoChinta বলেছেন: এ দেখি আমাদের দেশের উল্টা! মাইয়াই পোলারে হুমকি দিছে ভিড্যু প্রকাশ করে দেওয়ার? খাইছে!
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৫
সজিব তৌহিদ বলেছেন: তাইতো দেখছি ভাই...
৪| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দুঃখজনক, এমন একটি ঘটনা আমারও জানা আছে, হয়ত ব্লগে শেয়ার করবো সামনে !
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২১
সজিব তৌহিদ বলেছেন: দিকভ্রান্ত ভাই, শেয়ার করেন তাড়াতাড়ি। আমরাও জানি। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
ভোরের সূর্য বলেছেন: সজিব ভাই(আমারো ডাক নাম এটাই) আপনি লিখেছেন স্কাইফি চ্যাটিংকিন্তু উচ্চারনটা হবে স্কাইপি বা স্কাইপ(দুভাবেই বলে মানুষ,আমরা বেশি বলি স্কাইপি আর আমেরিকানরা বলে স্কাইপ)যদি দয়া করে ঠিক করে আমাকে একটু ধন্যবাদ জানাতেন তাহলে বাধিত থাকিবো।