![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Student,Debater
অর্থ লোপ-লালসা সমস্ত মানুষকে ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করে ‘বিশ্বসাহিত্য কেন্দ্র’র সভাপতি আবদুল্লাহ আবু সাঈদ বলেন, ‘দুনিয়ার সমস্ত মানুষ এখন টাকার পিছনে ছুটছে। মনুষত্ব্য থেকে মানুষ দূরে সরে আসছে। যে কারণে মধুময় এই পৃথিবীতে মানুষের সুকুমার বৃত্তিগুলো বিকাশ ঘটছে না। ফলে মানুষ, মানুষ কে খুন করছে, লুট করছে, নি:শেষ করেছে।’
শুক্রবার দুপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের কনফেরান্স কক্ষে ‘আলোর ইশকুল’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবু সাঈদ বলেন, পৃথিবীটা এতো মধুময়, এতো সুন্দর অবিশ্বাস্য তা বিশ্বাস করা যায় না। আর এই সুন্দর পৃথিবীতে স্বার্থের কারণে কত নিকৃষ্ট কাজই না মানুষ করছে। জ্ঞান, আদর্শ, সৃজনশীলতা, নৈতিকতার চার্চা দিন দিন কমে যাচ্ছে বলে আমাদের সমাজের আজকের এই অবস্থা।
তিনি বলেন, দেশের শীর্ষ স্থানীয় নেতৃত্ব কুলষিত হয়ে গেছে। ফলে গোটা দেশের মানুষের মাঝে তা প্রভাব পড়ছে। অনেকে বলেন, ব্যক্তির চেয়ে জাতি বড়। আমি তা বলি না। আমি বিশ্বাস করি, জাতির চেয়ে ব্যক্তি বড়। দেশের যা অবস্থা তাতে জাতিকে খুব তাড়াতাড়ি বদলোনো যাবে না। কিন্তু একজন ব্যক্তি তার ব্যক্তিক পযার্য়ে দ্রুত ইতিচাচক পরিবর্তন করেতে পারেন। এভাবেই একদিন জাতির পরিবর্তন হবে, উন্নয়ন হবে।
আবদুল্লাহ আবু সাঈদ বলেন, তরেুণদের মধ্যে নেতৃত্ব তৈরি করতে হবে। উৎকৃষ্ট নেতৃত্ব ছাড়া এই দেশর পরিবর্তন হবে না। কবি হেলাল হাফিজের কবিতার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘এখন যৌবন যার/ যুদ্ধে যাবার তারে শ্রেষ্ঠ সময়।’ আমার মনে হয় না আজকের এই অনুষ্ঠানের সকল তরুণ যুদ্ধের ডাক আসলে যুদ্ধে যেতে পারবে.!
তিনি একজন স্বপ্নচারী মানুষ। স্বপ্ন দেখতে এবং স্বপ্নের লক্ষ্যে কাজ করতে ভালোবাসেন। শত-সমস্যার মাঝেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আজকের তরূণ প্রজন্মই একদিন এই বেহাল দেশটার হাল ধরবে, দেশটা এগিয়ে যাবে।
২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৩
সজিব তৌহিদ বলেছেন: পরিবেশ বন্ধু অঅপনাকে সাধুবাদ...
২| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৬
ধৈঞ্চা বলেছেন: আমরা যা জানি তা হলো এই লোকটি খুব সুন্দর করে হেসে হেসে কথা বলেন, সবাই তাকে স্যার বলে ডাকে। উনি এখন সরাসরি কোন রাজনীতির সাথে সম্পৃক্ত নন বরং ধরি মাছ না ছুই পানির মত এক ধরনের সুশীল ব্যক্তি।
আর আমরা যা জানিনা তা হলো উনি বঙ্গবন্ধু কর্তৃক গঠিত বাকশালের "সাংগঠনিক সম্পাদক" ছিলেন। যারা এখনো বাকশালের আদর্শ বুকে ধারন করতে ভালবাসেন তথ্যটা তাদের জন্য অবশ্যই আনন্দের।
২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৫
সজিব তৌহিদ বলেছেন: ধৈঞ্চা ভাই উনি বঙ্গবন্ধু কর্তৃক গঠিত বাকশালের "সাংগঠনিক সম্পাদক" ছিলেন। তথ্যটি জানা ছিল না। জানানোর ধন্যবাদ।
সেটি হয়েও যদি তিনি হয়ে থাকেন তবে খুব বেশি নেতিবাচকভাবে নেবার কিছু নেই।
এখন যেমন পরিপক্ক ৩৬ বছর আগে তেমন তিনি পরিপক্ক ছিলেন না। তিনি সাংগঠনিক সম্পাদক থেকে কি ক্ষতি করেছেন সেটাই মুখ্য বিষয়। বঙ্গবন্ধু যে পরিমাণ ক্ষতি করেছেন। সেই পরিমাণ ক্ষতি তো হয় নি../
৩| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার পছন্দের একজন মানুষ। সত্যিকার ভাবে এই জাতিকে তিনিই আলোর পথ দেখিয়েছিলেন।
২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
সজিব তৌহিদ বলেছেন: আমারও একজন প্রিয় তিনি। ধন্যবাদ..
৪| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৬
িটউব লাইট বলেছেন: ধৈঞ্চা : নামেও ধৈঞ্চা কথায়ও ধৈঞ্চা ।
২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
সজিব তৌহিদ বলেছেন: ধৈঞ্চা এর মানে কি ভাই..? আপনি কি তাকে অপমানিত করছেন।
৫| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৮
িটউব লাইট বলেছেন: ধৈঞ্চা : নামেও ধৈঞ্চা কথায়ও ধৈঞ্চা
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার পছন্দের একজন মানুষ। সত্যিকার ভাবে এই জাতিকে তিনিই আলোর পথ দেখিয়েছিলেন।
সহমত
৬| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৯
আমিনুর রহমান বলেছেন:
আলোকিত মানুষ +++
৭| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০১
রোবোট বলেছেন: প্রিয় ধৈঞ্চা, আপনি হয় মিথ্যাবাদী আর না হয় নির্বোধ। আবদুল্লাহ আবু সাইিয়িদ ছিলেন কলেজ শিক্ষক। অভিনেতা আল মনসুরের বড় ভাই। ৭০/৮০র দশকে ঢাকা কলেজে বাংলা পড়াতেন। (আমার সরাসরি শিক্ষক।) উনি কি করে বাকশালের সাংগঠনিক সম্পাদক হবেন? পাবনার রাজনৈতিক নেতা আবু সাইয়িদ হলেন বাকশাল নেতা। ৯৬-০১ সালে আওয়ামী লীগ সরকারের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৫
পরিবেশ বন্ধু বলেছেন:
আবু সাঈদ বলেন, পৃথিবীটা এতো মধুময়, এতো সুন্দর অবিশ্বাস্য তা বিশ্বাস করা যায় না। আর এই সুন্দর পৃথিবীতে স্বার্থের কারণে কত নিকৃষ্ট কাজই না মানুষ করছে। জ্ঞান, আদর্শ, সৃজনশীলতা, নৈতিকতার চার্চা দিন দিন কমে যাচ্ছে বলে আমাদের সমাজের আজকের এই অবস্থা।
সময়ের সত্য কথা
ধন্যবাদ পোষ্টে