![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Student,Debater
কতিপয় বন্ধু ঘুরতে গেছি সংসদ ভবনের সমনে। হ্যাট পড়া এক মধ্যবয়ষ্ক জ্যোতিষী ভদ্রলোক দেখে থেমে গেলাম। জিঞ্জেস করলাম, মামা হাত দেখা কত টাকা করে নেন.?
ভাবগম্ভীর লোকটি বললেন ৩০ টাকা।
কম কত?
কম নাই। অগত্যা হাত বাড়িয়ে দিলাম জ্যোতিষীর দিকে। অনেকক্ষণে একটা চটি বই খুঁজে তিনি বললেন, তোমার রাশি মেষ। তোমার আগামী ৬ মাসের মধ্যে কোন একটা বড় রকমের ফাড়া দেখা দিতে পারে। সেটি কেটে উঠলে তোমার জীবনে আর কোন সমস্যা নাই। বিদেশে গমন শুভ। ব্যবস্যা বাণিজ্য করলে ভালো করবে। মাঝারি ধরনের চাকরি পাবে। অর্থবিত্ত মাঝারি ধরনের হবে। বিয়ে প্রেম অথবা সমাজিক যে কোনটাই হতে পারে।
হরহর করে এই কথা যখন জ্যোতিষী বলে যাচ্ছিল। আমি তখন বললাম, আমার বিয়ে কয়টা হবে। তিনি আমাকে ধমক দিয়ে বললেন, এতো কথা বলো কেন যা বলি তা শোন। তার এই ধমকে আমি থ হয়ে গেলাম, বন্ধুরা সবাই মজা পেল আর দাঁত কেলিয়ে হাসলো। তাদের সেই হাসিটি দেখার জন্যই ৩০ টাকার বিনিমেয়ে হাতদেখা নামক এই সুস্থ বিনোদনে অংশগ্রহণ করেছিলাম। কারণ আমি কোন কালে হাত দেখা বিশ্বাস করিনি, বিশ্বাস করতেও চাই না।
কত বিচিত্র পেশায় মানুষ বেঁচে আছে। নানা ছলা কলায় মানুষ জীবন যুদ্ধ অব্যাহত রেখেছে। আসলে হুমায়ূন আহমেদের কথাই সত্য, ‘বেঁচে থাকাটাই আনন্দের, সেটা আমরা যেভাবেই বেঁচে থাকি না কেন।’
আর আমাদের মত গরীবদের জন্য বেঁচে থাকাটাই বিলাসীতা। যখন এই বিলাসী জীবনে রাজনৈতিক দাঙ্গা-হাঙ্গা আমাদের জীবনকে তিলে তিলে নি:শেষ করে দেয়। তখন এই দেশের নীতি-নির্ধারক, রাজনৈতিক নেতা-নেত্রীদের জারজ বলতেও আমার ঘৃণা লাগে…
সজিব তৌহিদ
২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
সজিব তৌহিদ বলেছেন: ধন্যবাদ বেকার ভাই।
২| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩
আদরসারািদন বলেছেন: সহমত পোষাইলেম
৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬
নিজাম বলেছেন: তবু্ও এরা প্রকাশ্যে সবার সম্মতিতে পেটের দায়ে চেয়ে খায়। আর রাজনীতিকগণ কী করে?
৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১
স্বপ্নবাজ অভি বলেছেন: আসলেই কি এই অবস্থা ?
২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
সজিব তৌহিদ বলেছেন: অভি ভাই আসলেই এই অবস্থা...
৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
সত্যি আমাদের মত গরীবদের জন্য বেঁচে থাকাটাই বিলাসীতা।
৬| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: বেঁচে থাকাটাই আনন্দের, সেটা আমরা যেভাবেই বেঁচে থাকি না কেন।’ সত্যি।এটা আমি বিশ্বাস করি।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০০
বেকার সব ০০৭ বলেছেন: ধারুন বলেছেন