![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Student,Debater
দুনিয়া কাঁপানো একটা ছবি। সুদানের বিভীষিকাময় দুর্ভিক্ষের সময় ১৯৯৩ সালে ছবিটি তোলেন দক্ষিণ আফ্রিকার জোহানেন্সবার্গে জন্ম নেওয়া আলোকচিত্রী কেভিন কার্টার (Kevin Carter)। ছবিটি ২৬ মার্চ ১৯৯৩ সালে ‘নিউইয়র্ক টাইমস’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। সুদানের জাতিসংঘের খাদ্য গুদামে কাছ থেকে ছবিটি তোলেন কেভিন। দুর্ভিক্ষে খেতে না পেয়ে হামাগুড়ি দিয়ে খাদ্য গুদামের দিকে যাচ্ছিল কংঙ্কালসার শিশুটি।পাশেই শকুন বসে অপেক্ষা করছে শিশুটি মারা গেলেই চিবড়ে খেয়ে ফেলবে।এই দুর্লভ দৃশ্য ক্যামারাবন্দী করে কেভিন কার্টার ১৯৯৪ সালে পুলিজাৎ পুরস্কার পান।ছবিটি তুলে শিশুটিকে বাঁচানোর কোন রকম চেষ্টা না করে দ্রুত চলে যান কেভিন। ইচ্ছে করলেই কেভিন কার্টার শিশুটিকে বাঁচাতে পারতেন কিন্তু তিনি তা করেন নি। এই মর্মবেদনায় মানসিক যন্ত্রনায় এবং অনুশোচনায় ১৯৯৪ সালে ২৭ জুলাই ৩৩ বছর বয়সে আত্নহত্যা করেন কেভিন। শোনা যায় সেই দুর্ভিক্ষে নিয়ং কং নামে মেয়ে শিশুটি বেঁচে গিয়েছিল।পরে ২০০৭ সালে সেই শিশুটি মারা য়ায়..
২| ০৮ ই মে, ২০১৪ বিকাল ৪:০৬
সজিব তৌহিদ বলেছেন: মন্তেব্যে সমর্থন দিতে পারলাম না ভাই আদম।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৩২
আদম_ বলেছেন: আন্তহত্যাই ওর জন্য উচিত শাস্তি...........