নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব তৌহিদ এর তুফান তারুণ্য

I am waiting for someone and I know she will ever come.

সজিব তৌহিদ

Student,Debater

সজিব তৌহিদ › বিস্তারিত পোস্টঃ

‘লাদেন অভিযানে ভেবেছিলাম আমরাই মরে যাচ্ছি’

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১৩

পাকিস্তানের অ্যাবোটাবাদে বিশেষ অভিযানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ‘হত্যাকারী’ দাবিদার সাবেক নৌ বাহিনীর কর্মকর্তা রবার্ট ও’নেইল বলেছেন, ‘অভিযানের সময় আমি এবং তার টিমের সদস্য ভেবেছিলেন লাদেনকে মারতে এসে আমরাই বুঝি মারা যাচ্ছি।’



সম্প্রতি ‘ফক্স নিউজ’ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।



রবার্ট ও’নেইল টিমের সদস্যদের বলেছিলেন, ‘এটা একটা একমুখী অভিযান হতে যাচ্ছে। আমরা যাচ্ছি তো যাচ্ছি এবং আমরা ফিরে আসছি না। যখন বাড়িতে অভিযান শুরু হলো ভেবেছিলাম আমরা মরতে শুরু করেছি।’



‘অভিযানের টিমও ভেবেছিল, পরিশেষে আমরা মরতে যাচ্ছি এবং লাদেনকে হত্যা করার এটাই একমাত্র উত্তম পথ,’ বলেন তিনি।



৩৮ বছর বয়সী নেইল গত সপ্তাহে দাবি করেছেন, ২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনের বিরুদ্ধে যে অভিযান পরিচালিত হয়েছে সেখানে তিনি লাদেনের কপালে দুই রাউন্ড গুলি করে লাদেনকে হত্যা করেন।



নেইলের এই দাবি ‘বিতকির্ত’ বলে মনে করছেন ওই দিন পরিচালিত বিশেষ বাহিনীর সদস্যরা। তারা মনে করছেন সেদিনের সেই অভিযানের লাদেনকে হত্যা করার ক্রেডিট তিনি একাই নিচ্ছেন যা তাদের জন্য সুখকর নয়।



যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ওই বিশেষ টিমের একজন সদস্য হিসেবে নেইলকে স্বীকার করেছেন। কিন্তু তিনিই শুধু গুলি করে লাদেনকে হত্য করেছেন এবং অন্য কেউ গুলি করেননি তা নিশ্চিত করে কিছু বলেনি।



নেইল ‘ওয়াশিংটন পোস্ট’কে বলেছেন, তিনি ছাড়া টিমের আরো দুজন সদস্য লাদেনকে গুলি করেছেন। তার মধ্যে একজন হলেন ম্যাট, যিনি তার রচিত ‘নো ইজি ডে’ বইতে তা বর্ণনা করেছেন।



সবশেষে ‘ফক্স নিউজ’কে নেইল বলেন, ‘আমি এখনো ভাবি আমি যা করেছি উত্তম কাজটাই করেছি। যা আগে কখনো করিনি। অথবা আমি যা করেছি নিকৃষ্ট কাজটাই করেছি। যা আগে কখনো করিনি।’





অনুবাদ: স্কাই নিউজ থেকে..http://news.sky.com/story/1371705/seal-thought-he-would-die-in-bin-laden-raid

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.