নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Dr. Fahim Ahasan Al Rashid, MBBS

আমি সাজিদ

Dr Fahim Ahasan Al Rashid blog

আমি সাজিদ › বিস্তারিত পোস্টঃ

এই দুটি ছবি নিয়ে মন্তব্য করুন

১৩ ই জুলাই, ২০২১ রাত ২:০৪


স্বাস্থ্য মন্ত্রনালয়ের কাজের পরিধি নিয়ে মাননীয় মন্ত্রীর কথার সাথে আপনি একমত?


দ্বিতীয় ছবিতে টেকনিকাল কমিটি অবাক হয়ে বলছে তারা আট দিন শিথিলতার কথা বলে নাই। মাননীয় মন্ত্রী খালিদ সাহেব কয়েকদিন আগে বলেছিলেন, টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত ছাড়া কিছু হবে না। আমার মনে হয় সিদ্ধান্ত কি হবে শুরু থেকেই মাননীয় মন্ত্রীও জানেন নাই কোনসময়, টেকনিক্যাল কমিটি তো বুদ্ধিজীবী, দুধ-ভাত।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২১ রাত ২:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার মনে হয় করোনার কোন গোয়েন্দা টীম
স্বাস্হ্য মন্ত্রনালয়ে ঢুকে পড়েছে , তাই
করোনা বিষয়ক বেসামাল চিন্তা ভাবনা মাথায় ঠুঁকায়ে দিছে ।

....................................................................................
ভাই দ্রুত টিকা নিন এছাড়া যুদ্ধু জয় করতে পারবেন না ।

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১:০৩

আমি সাজিদ বলেছেন: টিম ওয়ার্ক ও হচ্ছে না। একেকজন একেক কথা বলে। হুট করে খালিদ স্যাররাও করোনা নিয়ে কথা বলেন, কবে লক ডাউন হবে না হবে! তোফায়েল আহমেদের কথার জবাব দিয়ে খালিদ স্যার অন্তকোন্দলই দেখালেন, এখন আবার নিজ থেকেই মন্তব্য করে বসলেন।

২| ১৩ ই জুলাই, ২০২১ সকাল ৮:০৬

সোহানী বলেছেন: সবার মাথা খারাপ হয়ে গেছে মনে হয়............

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১:০০

আমি সাজিদ বলেছেন: ভ্যাক্সিন প্রোডাকশনে যেতে হবে, নাহয় সমস্যার সমাধান হবে না মনে হচ্ছে আপু।

৩| ১৩ ই জুলাই, ২০২১ সকাল ৯:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
হাংবাদিকদের কথায় বিশ্বাস করবেন না।
হট্টগোলের ভেতর ঘিরে ধরে উল্টা পাল্টা প্রশ্ন করে। এরপর খন্ডিত বাক্যের সুবিধা জনক একটি অংশকে ঘোষণা হিসেবে হেড লাইন করে।

হয়তো প্রশ্নটি ছিল রাস্তায় এত লোক হাটে এত বেশি গাড়ী চলে, সংক্রমণ ছড়াচ্ছে, আপনারা কি করেন?

তার লম্বা জবাবের ভেতর হয়তো এই বাক্যটি ছিল।

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৫৮

আমি সাজিদ বলেছেন: একটা চমৎকার পয়েন্ট বলেছেন। সাংবাদিকরা নিজেদের স্ট্যান্ডার্ড যে জায়গায় নামিয়ে এনেছেন তাতে সেই রাখাল ছেলে আর বাঘের গল্প হয়ে গেছে।
আপনার যুক্তিও গ্রহনযোগ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী অতীতে অনেক কথা বলেছেন যা স্বাস্থ্য বিভাগ নিয়ে তার জানার পরিধিকে প্রশ্নবিদ্ধ করে। সেই পিপিপির ঘটনা, সাংবাদিক সম্মেলনে গতবছর সেই কাঁদুনে সুরে বলা ' আমাকে কিছু জানায় না, আমি কিছু জানি না ', এরপর ভ্যাক্সিন নিয়ে বেশ কয়েকবার আবেগে প্রটোকলের বাইরে কথা বলে ফেলা, বেক্সিমকো কান্ড, কতোকিছু .... আওয়ামী লীগের প্রবীন কোন নেতা হলে আমি ও সন্দেহ করতাম খন্ডিত বাক্যের কোন খেলা আছে কিনা, কিন্তু অন্যদের তুলনায় আমাদের স্বাস্থ্যমন্ত্রী বেশ দুর্বল ।

৪| ১৩ ই জুলাই, ২০২১ সকাল ১০:৪১

নীল আকাশ বলেছেন: করোন শুরু হবার পর থেকে এরা কোন কাজটা সময় মতো এবং ঠিকমতো করতে পেরেছে সেটা আগে বলুন?
দেশের বর্ডার এবং এয়ারপোর্ট খুলে রেখে এরাই কী গতবছর করোনা'কে ডেকে এনেছিল না?
অবাক হচ্ছেন কেন?

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৪৭

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ আমাকে আনব্লক করার জন্য। অতীত তিক্ততা ভুলে যাবেন আশা করি। চমৎকার ব্লগিং এক্সপেরিয়েন্স ও ইন্টারেকশনের প্রত্যাশায়।

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৫২

আমি সাজিদ বলেছেন: করোনা রিলেটেড যেকোন কিছুতে টেকনিক্যাল কমিটির শুরুর দিকের সিদ্ধান্ত বোধহয় মানে নাই। সচিবালয়ের রাজনীতি এবং জেলায় জেলায় মামলা ঝামেলা সমাধান করা আর ন্যাশনাল ইমারজেন্সি সামাল দেওয়া এক কথা না। এখন টেকনিক্যাল কমিটিও দুধভাত আমাদের মালেক স্যার আর খালেদ স্যারও দুধভাত। আমার তো সন্দেহ হয়, প্রধানমন্ত্রীও অনেক সময় অনেক কিছু জানেন না।

৫| ১৩ ই জুলাই, ২০২১ সকাল ১১:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: করোনার কোন সঠিক চিকিৎসা কি আমাদের জানা আছে?

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৫৩

আমি সাজিদ বলেছেন: সাপোর্টিভ ট্রিটমেন্ট ছাড়া আপাতত উপায় নেই।

৬| ১৩ ই জুলাই, ২০২১ সকাল ১১:৫০

সাসুম বলেছেন: আমি কুনু কতা কইব না, হাসান মাহ-মদ এর সাথে একমদ।

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১:০৫

আমি সাজিদ বলেছেন: উনার নির্বাচনী এলাকায় রাস্তা ঘাট ও উন্নয়নের খবর নিয়েন একটু। পরিবেশ বিষয়ক মন্ত্রী থেকে কেন উনাকে মাননীয় প্রধানমন্ত্রী সরিয়ে দিলেন সেটাও ভাবার বিষয় সেসময়।

৭| ১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১২:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমরা সবাই আহাম্মক!!!

১৫ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৫৬

আমি সাজিদ বলেছেন: আহম্মক না হলে আমাদের ভাগের ২০০০ ডলার বুঝে দিলাম না কেন? মাথাপিছু আয় ২০০০ ডলার।

৮| ১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৪১

হাবিব বলেছেন: বেঁচে আছি এইটাই তো বেশি আবার মন্তব্য করে জীবনটা খোয়াবো নাকি!!!!

১৫ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৫৫

আমি সাজিদ বলেছেন: বেঁচে আছি এটাই বেশী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.