নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

sajidboss

আমি চিরদুর্দম, দূর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস! আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দূর্বার, আমি ভেঙে করি সব চুরমার! আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল! আমি মানি না কো কোন আইন, আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন! আমি চির-বিদ্রোহী বীর- বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!

sajidboss › বিস্তারিত পোস্টঃ

আস্তে আস্তে ছোট হয়ে গেছে আমার পৃথিবী, আর ধীরে ধীরে একা হয়ে গেছি আমি

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৪০

একটা সময় ছিলো যখন ঘরের যেকোনো অনুষ্ঠান বলতে ই ছিলো সব কয়টা মামাতো ভাই মিলে একসাথে হৈ-হুল্লোড় করা। ঈদ আর জন্মদিন তো ছিলো ই, টিভিতে এমন কোনো খেলা ছিলো না যা সবাই মিলে একসাথে দেখি নাই। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপ, আই.পি.এল. মানে ই ছিলো খেলা দেখতে দেখতে সবাই মিলে একসাথে ক্যারাম আর তাস খেলা, হাফ টাইমে রান্নাঘরে ঢুকে সব কিছু ওলট-পালট করা আর চান্দা তুলে মোজো আর কোক কিনা।



আজকে সেই মামাতো ভাইগুলো একজনের বিয়ে হয়ে গেলো, অনুষ্ঠানে গিয়ে হাজার মানুষের ভিড়ে খুঁজলাম সেই সব প্রিয় মুখগুলো। না, একটা টা ও নাই, সেই হৈ-হুল্লোড় করা প্রিয় মুখগুলা আজ হাজার হাজার মাইল দূরে। প্রতিদিন বিকালে ব্যাট-বল হাতে পুরা পাড়া মাতিয়ে রাখা সেই মুখ গুলোকে দেখি না বহুদিন ধরে। এখন আর একসাথে খেলা দেখা হয় না, চাঁদা তুলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া ও করা হয় না, বিকাল হলে ই উঠানে গিয়ে ক্রিকেট খেলা হয় না, ফুটবল খেলতে গিয়ে পায়ের নখ উল্টায়ে ব্যথায় কাতরাতে কাতরাতে বাসায় ঢুকা হয় না !!! সময়ের সাথে সাথে সব কিছু ই এখন স্মৃতি হয়ে গেছে !!! আস্তে আস্তে ছোট হয়ে গেছে আমার পৃথিবী, আর ধীরে ধীরে একা হয়ে গেছি আমি !!!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৪৬

খাটাস বলেছেন: আস্তে আস্তে ছোট হয়ে গেছে আমার পৃথিবী, আর ধীরে ধীরে একা হয়ে গেছি আমি !!!
আপনি বড় হয়ে গেছেন, প্রমানিত। :) :)
ফাও পেচালঃ মোজো খাইতে কেমন জানি দারচিনি টেস্ট লাগে। :-&

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৩৭

sajidboss বলেছেন: ভাই, আগে মোজো বেশ ভালো ছিলো, এখন পুরা নষ্ট হয়ে গেছে :(

২| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৫২

শরীফ মহিউদ্দীন বলেছেন: আসলেই আপনার মত আমারও এমন উপলব্ধি সবাই কাজে ব্যস্ত হয়ে পড়ছে আমরা এগিয়ে যাচ্ছি অজানার পথে

১৫ ই জুন, ২০১৩ রাত ১:১৭

sajidboss বলেছেন: :(

৩| ১৫ ই জুন, ২০১৩ রাত ১২:০৮

খেয়া ঘাট বলেছেন: একা থাকাতো ভালো। নির্জনতা আরো ভালো।
নির্জনতা কখনো শূন্য হাতে ফিরিয়ে দেয়না।

১৫ ই জুন, ২০১৩ রাত ১:৫৫

sajidboss বলেছেন: মাঝে মাঝে নির্জনতা খুবই অসহ্য হয়ে যায় :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.