নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাহমান দাবানল

সাজিদ কবির

সত্য কে লই সহজে !

সাজিদ কবির › বিস্তারিত পোস্টঃ

তুমি ন জানো

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৬



পুনঃ পুনঃ ক্রিয়ায় ,
আবদ্ধ আবর্জনা_
তোমায় বলছি...
নিছকই রসবোধ নিয়ে ,
তোমার জীবন যে ব্যাঙাচী_
তা এলোমেলোভাবে
তুলে ধরছি...

রাতের আকাশে
যে অফুরন্ত প্রানশক্তি,
অসীমের যে অনুভব,
তুমি ন জানো।।
সাগর স্রোতে
যে মাতাল আসক্তি,
প্রকৃতিতে স্বর্গীয় উৎসব,
তুমি ন জানো।।

পুল-বার আর চেকইন,
মরফিন-মরফিন,
সেলফি-শওফ,
গুটি-বিড়ি-সোডা,
ট্রিপটিন-ট্রিপটিন।।
প্রকৃতির মাঝে থেকেও
তোমরা প্রকৃতি_
ন দেখো,
নিজের উৎস,
অজানার খোজে-আত্নার যে স্বীকৃতি
ন জানো।।

নিজ্ব পথে কেউ_ ( আঁধারে )
আলো জ্বেলে দিবে,
কামনা কর?
আহা_
নিজের যে আলো
পাশে যে জন_ ( আঁধারে ),
তুমি কি আলো _
মেলে ধরো ?
যে আলোয়
পথ চলে সহস্র,
নিজের ভেতর জ্বেলে
যে সুখ!
তুমি ন জানো।।
আত্নিক বিনিময় ,
প্রকৃতির লুকিয়ে রাখা ,
প্রশান্তি -উদারতা_
তা খুজে নেয়ায় ,
যে স্বার্থকতা...
তুমি ন জানো।।

তুমি অন্ধ-বধির
নিজ সত্যে _
অটল...
সত্য কে “সত্যগুলো”
করায় যে তৃপ্তি_ যে ব্যাপ্তি
সে বিরল_
হয়তো তাই _
তুমি ন জানো।।
আরও যাহা কিছু
তুমি ন জানো
তাহাতে নাই-বা গেলাম,
সব না জানার কারণ_
সত্যকে জানার চেষ্টা না করা,
বলে দিলাম!
পরিহাস...
সত্য খুজতে যে পথ
সে পথ খুজার কারণ_
নিজেকে খুজে পাওয়ায় যে শান্তি_
যে প্রকান্ডতা_
তুমি ন জানো!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.