নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোপনোহিন

সাজিদ রহমান s

সাজিদ রহমান s › বিস্তারিত পোস্টঃ

৫ কাঠার উপরে একটা ৬ তলা বাড়ির ফাউন্ডেশন+ পাইলিং দিতে কেমন খরচ হবে ?

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৫:১৩

আমার একটি ৫ কাঠা জমি আছে। এখন আমি এই ৫ কাঠার উপর ৬ তলা বাড়ির ফাউন্ডেশন দিতে চাই। শুধু ফাউন্ডেশন+ পাইলিং এ খরচ কেমন হতে পারে?
এখানে তো অনেক আর্কিটেক্চার ইঞ্জিনিয়ার ভাই আছে কেউ যদি আমাকে সাহায্য করলে উপকৃত হতাম
আমার বাজেট আবার কম। ৭০ লক্ষ এর মধ্যে ৩ ইউনিট এর কয় তলা বানানো যেতে পারে ?
ঢাকা ইমারত অনুযায়ী আমি ৩.৭৮ কাঠা বা ২৭২১ বর্গফুট ফ্লোর ব্যবহার করতে পারব।
অগ্রিম শুভেচ্ছা রইল। :D

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৫ বিকাল ৫:৪৬

মুদ্‌দাকির বলেছেন:

ভাই নিশ্চিত আপনার বাড়িতে ডাকাত পড়বে..................। !!!!

২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

সাজিদ রহমান s বলেছেন: :D

২| ২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

পীরবাবা বলেছেন: ফাউন্ডেশন+ পাইলিং= ২০ লক্ষ
৭০ লক্ষ এর মধ্যে ৩ ইউনিট এর ৩ তলা।

০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৩

সাজিদ রহমান s বলেছেন: ধন্যবাদ

৩| ৩০ শে জুন, ২০১৫ রাত ৯:১৮

ভোরের সূর্য বলেছেন: আসলে ফাউন্ডেশন এবং পাইলিং নির্ভর করবে সয়েলের উপর। আপনি যদি ম্যাট ফাউন্ডেশন করেন তাহলে আপনার ২৬০০টাকা পার স্কয়ারফিট খরচ হবে আর যদি ফুট পাইলিং করেন তাহলে ২২০০/২৩০০টাকা স্কয়ারফিট পড়বে। আর ফাউন্ডেশন বা পাইলিং হবার পর স্ট্রাকচার করতে মানে ফুল ফ্লাট কমপ্লিট করতে পার স্কয়ারফিট ১৬০০টাকা খরচ হবে মিনিমাম। এবার আপনি হিসাব করে নিন।
এর কমে বাজেট করলে আপনাকে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে হবে তার পরেও আহামরি কম বেশী হবে না। ৬০ থেকে ৭০ লক্ষ টাকা আপনার মাটির নীচেই চলে যাবে। আপনি যেকোন সিভিল ইঞ্জিনিয়ার ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন।

যদিও এটা আপনার ব্যাক্তিগত ব্যাপার তবুও ভাই সম্বভ হলে কোন ডেভলপার কোম্পানীকে দিয়ে দেন কারন এখন বাড়ী বানিয়ে ভাড়া দেয়াটা লাভজনক নয়। আপনি যত খারাপ ভাবেই বা যত কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করেনা না কেন ধরুন ৩তলা কমপ্লিট করতে উদাহরন হিসেবে মিনিমাম ১ কোটি ২০লাখ বা ৩০লাখ(আমি যে হিসাব দিয়েছি সেটি ধরলাম না)টাকা খরচ হবে কিন্তু আপনি কি ৩x৩=৯টি ফ্লাট ভাড়া দিয়ে ১লাখ ২০হাজার টাকা ভাড়া পাবেন? আর যদি পান তাহলেও বাড়ী মেইনটেইনের একটা খরচ আছে। আজকে এটা নষ্ট কালকে ওটা ঠিক করতে হবে। আর ১কোটি ২০লাখ টাকা তো গেলই। বরং ১ কোটি ২০লাখ টাকা সঞ্চয় পত্রে রেখে দেন। মাসে মাসে ১লাখ ২০ হাজার টাকা পাবেন আর মূল টাকাও হাতে থেকে যাবে।

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯

সাজিদ রহমান s বলেছেন: ধন্যবাদ অনেক

৪| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৫

সাজিদ রহমান s বলেছেন: :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.