![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকায় একটি তিন কাঠা জমির উপর ৬ তলা বাড়ির নির্মাণমা কত খরচ হতে পারে?
আমার একটি ৩ কাঠা জমি আছে। এখন আমি এই ৩ কাঠার উপর ৬ তলা বাড়ির ফাউন্ডেশন দিতে চাই। শুধু ফাউন্ডেশন+ পাইলিং এ খরচ কেমন হতে পারে?
প্রতি তলায় প্রায় ১৫০০ বর্গফুট আর দুই ইউনিট।
প্রথমে দুইতলা করে পরে বাকিটা বানাব।
অনেক আর্কিটেক্চার ইঞ্জিনিয়ার ভাই আছে কেউ যদি আমাকে সাহায্য করলে উপকৃত হতাম
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬
সাজিদ রহমান s বলেছেন: ধন্যবাদ। ভাই যদি জানাতেন শুধু ফাউন্ডেশন+ পাইলিং এ খরচ কেমন হতে পারে?
২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫
ভিটামিন সি বলেছেন: ১২.৫০ টাকা মাত্র।
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭
সাজিদ রহমান s বলেছেন: ১২.৫০ * ১০০০০০০ নাকি !
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০১
ভোরের সূর্য বলেছেন: সাজিদ রহমান ভাই কি বাড়ীওয়ালা মালিক সমিতির কেউ নাকি?
গত বছর ৫ কাঠার ২টা আর এই বছরের শুরুতে ৩কাঠার ১টা প্লটে ৬তলার বাড়ী বানানোর হিসাব চাইলেন।
যাই হোক গত বছর জুলাইতে আপনাকে একটা হিসাব দিয়েছিলাম সেটার উত্তর আজকে পেয়েছি।
ভাই কি আমার হিসাব মনঃপুত হয় নাই? ৩কাঠা আর ৫ কাঠা যাই হোক না কেন প্লাস/মাইনাস ঐ রকম টাকাই লাগবে আপনার ফাউন্ডেশন এবং পাইলিং দিতে। যেহেতু পার স্কয়ারফিট হিসেবে আপনাকে হিসাব দিয়েছি তাই যত স্কয়ারফিট বানাবেন সেটা হিসাব করলেই হবে।
আসলে ফাউন্ডেশন এবং পাইলিং নির্ভর করবে সয়েলের উপর। আপনি যদি ম্যাট ফাউন্ডেশন করেন তাহলে আপনার ২৬০০টাকা পার স্কয়ারফিট খরচ হবে আর যদি ফুট পাইলিং করেন তাহলে ২২০০/২৩০০টাকা স্কয়ারফিট পড়বে। আর ফাউন্ডেশন বা পাইলিং হবার পর স্ট্রাকচার করতে মানে ফুল ফ্লাট কমপ্লিট করতে পার স্কয়ারফিট ১৬০০টাকা খরচ হবে মিনিমাম। এবার আপনি হিসাব করে নিন।সবচেয়ে ভাল হয় ঢাকার রাস্তায় বেড় হলেই অনেক ফ্লাটের কাজ দেখা যায় সেখানে কর্তব্যরত প্রজেক্ট ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার ভাই কে একটু অনুরোধ করে একটু চা খাইয়ে দিলেই আপনাকে পুরো হিসাব বলে দিতে পারবে।
।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯
মোরশেদ পারভেজ বলেছেন: ১৫০০*৬*১৮০০...... ১.৬ কোটি প্রায়।