নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেখানে যেমন সুন্দর। আমার Pen Name / Pseudonym হলো গিয়ে সজীব ইসলাম।

নাহিদ উল ইসলাম

ভালো লাগে পড়তে-লিখতে আর ঘুরতে।

নাহিদ উল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ছড়া-০২ , ০৫ ও ৬।

২৭ শে মে, ২০১৬ রাত ১:৪০

ছড়া-০২

কা––কা কাকের ছানা
কাকের বাড়ি যা,
বাড়ি গিয়ে আচ্ছা মতন
মায়ের বকা খা।

মা––চেঁচাবেন তুই হারালে
কোথায় আছিস––ছেলে পুলে?’
সারা পাড়া মাথায় করে
সবার মাথা খা’।

-০৫

ঝলমলিয়ে চাঁদ উঠেছে
সোনা মণি কই?
সোনার মণি পড়তে আছে-
নিয়ে খাতা বই।

বইয়ের পাতা উল্টে শুধু
ছবির দেশে হায়:-
সোনা মণি উড়ে বেড়ায়
ঘুম জড়িয়ে যায়।

বন্ধ কর কলম-দোয়াত
ঘুম নামে চোখ জুড়ে,
দেখবে কেমন টিভির কথায়
ঘুম যাবে সব উড়ে।



ছড়াা-০৬

আলু-আলু, আলুর দম
সবজি যেন খাওয়ার যম।
তালবাহানার দুলকি চালে––
নাকের পানি, চোখের জল
আর খাবনার ছল।

চিপস্, শর্মা অরেঞ্জ জুসে
পেটটা ভরে ঢোল
রাতের খাবার ঠাণ্ডা হলো-
সেই পুরনো বোল।

সবার খেতে ইচ্ছে করে,
ক্ষুধায় মানুষ কাঁদে,
ক্ষিধের জন্যে মানুষ কত
সপ্তব্যঞ্জন রাধে।

রাধে মানুষ কাঁদে মানুষ
কাধে মুটো বয়,
যে সয়েছে ক্ষিদের জ্বালা
সেই তো মহাশয়।

‘আর খাবি না-আর খাবি না
ইচ্ছে হচ্ছে না’
এসব হলো ছল চাতুরী
মিথ্যে বাহানা।





মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৬ রাত ১:৪৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: হা হা হা দারুন ছড়া।
ভালো লগলো।

২| ২৭ শে মে, ২০১৬ সকাল ৯:৫৩

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার ছড়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.