নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হতে চাই মানবিক গুণ আর আমার মাঝে সেই গুণ কতটা আছে তা আপনি ভাল বলতে পারবেন। তবে ভাল হবার চেষ্টায়

মোহাম্মদ সজল রহমান

একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী

মোহাম্মদ সজল রহমান › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার ওপার-এপার

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

স্বাধীনতা তোমার জন্য,
সাদা পায়রার সাথে পথ চলাকে রুখে দিয়েছি
বন্ধু করে ঘরে উঠাবো তাই
মায়ের ছেড়া আচল ছেড়েছি
ক্ষয় করেছি আমার শখের জুতা
মিছিলে মিছিলে বজ্র ধ্বনিতে
স্বাধীনতা তোমাকে পাবো তাই
ওর হাতখানা ছেড়েছি সেদিন-
মাথাতে দেইনি সিঁদুর।

কুকুর বেশে পার করেছি
দিনের পর দিন কোন এক নর্দমায়
ছিন্ন এক খানা বস্ত্রে
একটা ছেড়া রুটি জোটেনি কপালে

স্বাধীনতা তোমার জন্য-
লাঞ্ছিত হয়েছে মা-বোন
ধুলিতে লুটিয়ে সম্মানের শেষ অহংকারটুকু
সেদিনের আত্মচিৎকারে আঁতকে উঠেছিলো-
গায়ের প্রতিটি পশম গহব্বর
তাজা বুলেটে ঝাঁঝরা হতে দেখেছি
শত’বাবার বুকের পাঁজর
মাটিতে লোটাতে দেখেছি মায়ের বুকের ধন
রেহায় পায়নি অন্তুর বুকের কচি অস্তিমজ্জা,
বুটের আঘাতে ক্ষত জন্মেছে সেখানে
ঝলসে গিয়েছে আমাদের গ্রামের পর গ্রাম-
শ্মশান এমন কি মন্দির
রাজ পথের রিক্সা চালক-
ভাটির মাঝি। ওদের বুকে পোকাদের বাসা দেখেছি আমি
দেখেছি তাজা রক্তের স্রোত
পচাগলা লাশের স্থুপ-
পেরিয়ে ত্রিশ লক্ষ লাশ।

আজ তোমাকে পেয়েছি,
স্বাধীনতা তোমাকে পেয়েছি যখন

শীতলক্ষ্যার বুকে গলিত দেহ ভেসেছে
দিনের পর দিন কচুরিপানা হয়ে
ফুলে ফেঁপে উঠেছে কলঙ্কে ঘেরা আমাদের রাজপথের মিছিল
ফেলানি নামটা ফেলনা হয়ে দুলেছে বাতাসে
রাজন নামের ছেলেটা পানি চেয়েছে
তুমি তাকে ঘাম আর আঘাতে বিদায় দিয়েছ
বিশ্বজিৎ কে বলি দিয়েছ রাজপথে
তোমার মিছিলে আজ যে বুলেট ছুড়ছে
অন্তঃসত্ত্বা মায়ের পেটের শিশুর পিট ভেদ করে বুকে ঠেকেছে
তোমার বুকে কি লাগেনি !
আমার টাকায় কেনা কলঙ্ক বুলেট

শুধু তিতা হয়েছে স্বাদ তিস্তা হয়ে
মরুভূমি হয়েছে ৬৮ হাজার গ্রাম
প্লাবিত হয়েছে সকিনাদের ঘর
নোনাতে ঝলসে গিয়েছে স্বপ্নের আমন ক্ষেত
স্বাধীনতা তোমায় পেয়ে-
আজও গোপনে কেঁদে চলে প্রতি রাতের তারা
আজও পথ শিশুর বুকে উঠে পাষাণের চাকা
মা গোলা টিপে মারে দুধের শিশুকে
বিচারের অভাবে চিরতরে মুখ লুকিয়ে রাখে শান্তি

আমি গেয়েছি গান যুদ্ধ থামেনি বন্ধু থেমোনা তুমি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

শামছুল ইসলাম বলেছেন: ভাল লেগেছে।
তবে বেশ লম্বা কবিতা, পাঠক কি শেষ পর্যন্ত পড়বে?

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫

মোহাম্মদ সজল রহমান বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য । আমি বাস্তবতা নিয়ে লিখতে পছন্দ করি সেই সাথে দীর্ঘ কবিতার চর্চা করছি, পাঠকের জন্য এখন থেকে ছোট কবিতা দেবার চেষ্টা করবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.