নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
সন্ধ্যা নামে স্বাধীনতার আকাশে
ছুটে চলে হায়েনা রক্ত নেশা
মিছিলে মিছিলে শিশু হত্যার আশা
হৃদয়ে বাধে উৎকণ্ঠা হতাশারা বাসা
মেঝেতে তাজা রক্তের ছোপ
বাতাসে লাশের গন্ধও
সিঁদুরে রক্তের ছাপ
রেখে যায় শুধুই অভিশাপ
এক জনের নয় মানবতার
সন্ধ্যার একটুকরো অভিশাপ
গত রাতে বিলীন হয়ে যাওয়া সম্মান
ডুকরে কাদে পোস্টারের বুকে
ছাপা খানায়,ব্যানারে,মিছিলে কালো রঙে
সন্ধ্যা নেমেছে এপারেতে ওপারে মশাল মিছিল
ওরাও মুক্তি চাইছে স্বাধীনতার আকাশে
আমি শুধু হাসি চোখের পানিতে
শুধু এক টুকরো অভিমান
বুকে আঁকড়ে রাখি নিজের শেষ সম্মান
©somewhere in net ltd.