নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
আমাকে সে তখনও ভালো করে দেখেনি ।
আবছায়াতে দেখা মুখোশ ধারি আমি ,
ঘরে ঢুকেছিলাম ঘুম থেকে জাগাতে,
জানতাম না আমার পশুত্ব জাগাতে ব্যার্থ হব-
বিবেকের তাড়নাতে হামাগুড়ি দিয়ে যাবে ।
কি ভাবছেন আমি পশু!
সেদিন নিরবে দরজাকবাট বন্ধ করে ছিলাম
ঘুমের স্বর্গে কাটা হয়ে পথ আটকে রাখেনি।
কি!
আমাকে ধর্ষক বলতে আপনার মন চাইছে ।
কিন্তু সে দিন যদি অন্যজন!
দরজায় গিয়ে দাড়াতো তাকে কি বলতেন ?
নিশ্চয় সাধু নয়, তবে সে আর আমি কিন্তু এক নয়
হয়তো ভুলেছিল সে আমাকে রাতের আধারে
প্রবাহমান ভৈরব হয়ে বিস্তৃত স্বপ্নের মাঝ
আজও স্ননানের আগে মনে পড়ে-
শৈশবসঙ্গী তোমার সেই বিস্তৃত বুকের পাঁজর
ধর্ষক নয়,ভালোবাসা নামক কামনায়
অপেক্ষায় ভালোবাসা নামক বৃষ্টির
চাতক হয়ে গ্রীষ্মের আকাশে
উত্তর থেকে দক্ষিণে
©somewhere in net ltd.