নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হতে চাই মানবিক গুণ আর আমার মাঝে সেই গুণ কতটা আছে তা আপনি ভাল বলতে পারবেন। তবে ভাল হবার চেষ্টায়

মোহাম্মদ সজল রহমান

একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী

মোহাম্মদ সজল রহমান › বিস্তারিত পোস্টঃ

ভ্যাট এখন গলার কাঁটা; হাতে না হলে ভাতে মারবে

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৭

কথা বলবার ইচ্ছা ছিল অনেক বর্তমানের ভ্যাট নামের আমাদের গলার কাঁটা নিয়ে । তবে একটা জিনিস তো থেকে যায় ৫৭ ধারা বলতে পারিনা কে যেন গলা চেপে ধরে। শিক্ষা খাতে ৭.৫% ভ্যাট এটা আদেও কি প্রয়োজন ছিল ? অনেক দিন আন্দোলন করেছি এখনও তা বজ্র পাতের রূপ নিয়েছে । আমি সেই ঝলসানো আলোর এক বিন্দু।
এত দিন অর্থমন্ত্রী বলছে এত হাজার হাজার টাকা দিলে ৭.৫ % ভ্যাট কেন দিতে পারবে না।
কথা ৭.৫% ভ্যাট না কথা হচ্ছে ১ পয়সাও ভ্যাট কেন দিবো...? যাইহোক,
আজ আবার অর্থমন্ত্রী ও এনবিআর এর বক্তব্য হচ্ছে এই ৭.৫% ভ্যাট নাকি শিক্ষার্থীদেরকে নয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে দিতে হবে....!!!!,,
তাহলে এখন কতৃপক্ষ কি নিজের ঘর থেকে টাকা এনে এই ভ্যাট দিবে..? প্রশ্নই আসে না..!
এই টাকা টা বিশ্ববিদ্যালয় আমাদের থেকেই অাদায় করে ছাড়বে, তাহলে আমাদের এত আন্দলনের লাভ কি হল?
সেই আমাদের থেকেই খসছে ভ্যাটের টাকা। তার মানে দাঁড়ালো "হাতে না মারলে ভাতে মারবো "
বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই তিক্ত অভিজ্ঞতা আছে।২০১০ সালের আন্দোলনে ৪.৫% ভ্যাট বাতিল হওয়ার পর মালিকরা ঠিক একই কাজ করেছিল! ...চট্টগ্রামে বিজিসি ট্রাস্টের শিক্ষার্থীরা ২০১১ সালে এর বিরুদ্ধে রাস্তা আটকে আন্দোলন করে এই অতিরিক্ত ফি বাতিল করেছিল! শিক্ষার্থীরা সরকার আর মালিকের এই ফাঁদে এইবার পা দেবেননা নিশ্চয়ই!

কিছু শিক্ষিত মানুষ বলে, প্রাইভেট ভার্সিটি গুলোয় সব খারাপ ছেলে-মেয়েরা পড়ে। বাবার টাকার গরমে পড়তে যায় এখানে। তাদের মতে এসব ছেলে মেয়েরা কথায় কথায় গালি দেয়, অভদ্র আচরণ করে। কিন্তু পাবলিক ভার্সিটি গুলোয় সব ভালো ছেলে-মেয়েরা পড়ে। তারা অনেক ভদ্র। আচ্ছা, তাহলে আজকের ঘটনা টা একটু শেয়ার করি। এআইইউবি এর কাকলি সড়ক অবরোধ করে প্রতিবাদ জানানোর সময় দেশের সর্বোচ্চ বিদ্যা পিঠ হিসাবে পরিচিত, প্রাচ্যের অক্সফোর্ড , "ঢাকা বিশ্ববিদ্যালয়" এর একটি দ্বিতল বাস রাস্তার উল্টো দিক থেকে এসে থামে অবরোধ কারি দের সামনে। আর তখন সেই বাস থেকে কিছু মেধাবী, ভদ্র(!) ছেলের দল আন্দোলন কারিদের কে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে। তারা নাকি মেধাবী? তারা নাকি ছাত্র??? এই তাদের শিক্ষা? তাদের ই মত ছাত্র-ছাত্রিরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে আর তারা অকথ্য ভাষায় গালি-গালাজ করতেছে??? বাহ্!!! এই না হলে পাবলিক ভার্সিটি??? তোমরা আবার এই পাবলিক ভার্সিটি নিয়ে গর্ব কর??? জানি আমার এই কথা তাদের কানে পৌছাবে না। তবুও পারলে কেউ একটু পৌছে দিবেন তাদের কানে।( এআইইউবি এর এক ছাত্র)

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ৭.৫ % ভ্যাট ধার্য না করে বরং সরকারের উচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তুকী দেওয়া। কারন সকলের শিক্ষার সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব হলেও সরকার যেখানে সকল শিক্ষার্থীর গ্র্যাজুয়েটের ব্যাবস্থা করে দিতে ব্যর্থ, সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলো সরকারের ঘটাতি পুরণ করে যাচ্ছে। অনেক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরনের সুযোগ করে দিচ্ছে। সে জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর প্রতি সরকারের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। শুধু বড়লোকের ছেলে-মেয়েরা এখন আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় না। মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ঘরের ছেলে-মেয়েরাও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বাধ্য হচ্ছে।

ধরুন আমি সরকারি পলিটেকনিক থেকে ডিপ্লোমা পাশ করে উচ্চ শিক্ষা নেবার জন্য বেসরকারি/সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলাম এখন এখানে কতটুকু সুযোগ আমার জন্য বাংলাদেশে একটা মাত্র সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ডুয়েট ডিপ্লোমাদের জন্য । সেখানে যদি ৩০০০ সিট থাকে তবে প্রতি বছর ৯০০০০ ডিপ্লোমা পাশ করে বের হচ্ছে তাহলে বাকি লোক গুলো কি আঙুল চুষবে ! নাকি নাকে তেল দিয়ে কাজে মন দিবে পড়াশুনা তোলা থাক বৃদ্ধ বয়সের জন্য । নিশ্চয় পলিটেকনিকে সব ধনীর দোলাল-দোলালি পড়ে না! আমার দেখা চোখে ধনীর ছেলে মেয়ে ডিপ্লোমা সহজে করতে আসে না । এই শিক্ষার্থী যদি উচ্চ শিক্ষা নিতে চাই তবে নিশ্চয় প্রাইভেট বিশ্ব বিদ্যালয়ে পড়বে । এখন একটু ভাবুন এদের পক্ষে কি বছরে দেড় লক্ষ টাকা দেয়া সম্ভব ?

সমাধান একটাই
১। ভ্যাট পুরোপুরি বাতিল করা!
২। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের বেতন ফি নির্ধারণে ছাত্র, শিক্ষক, অভিভাবকের মতামতের ভিত্তিতে একটি নির্দিষ্ট নীতিমালা দাঁড় করানো!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৪

সচেতনহ্যাপী বলেছেন: ডিভাইড এ্যান্ড রুলস কথাটি শুনেন নি।। এখন তারই প্রয়োগ দেখবেন।। পর্দা কিন্তু চলছে।।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

অজ্ঞাত অন্বেষা বলেছেন: শুনেন, আমরা বেসরকারি তে পড়ি, আমাদের তাই এইশব বলার অধিকার নাই, বলতে গেলে শুনবেন যে 'নিজে পারোনাই প্রাইভেট এ চান্স নিতে এখন সেটা সরকার এর দোষ। কিন্তু কথা হচ্ছে, আন্দোলন টা কিন্তু এখন অন্য দিকে মোড় নিচ্ছে যার ফলাফল যে একটি সুসজ্জিত যঢ়যন্ত্র এর ই ফল হতে পারে।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

মোহাম্মদ সজল রহমান বলেছেন: ধন্যবাদ আপনাদের. আমাদের এক দাবি এক আত্মা "ভ্যাট দিবো না "

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.