নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
বিকালটা শেষ বৃষ্টির ফোটাতে-
ঘাসের ডগায় হীরার কণা
অপলকে চেয়ে আমি আর অপরাজিতা
হাদিস পার্কের শেষ পিলারের গা ঘেঁষে দাড়িয়েছি
অবশেষে এসেছিলো অপরাজিতা
আবছায়া জানালার কাঁচ
ধোঁয়াশায় ভরা নারকেল সারি
অস্পষ্ট খেজুর বন স্মৃতির ভাঁজে
হেটে চলেছি সন্ধ্যায়
বৃষ্টি ভেজা হাদিস পার্ক, একটা ছাতায় অপরাজিতা
একটা ভেজা কাক গা এলিয়ে বসেছে ল্যাম্পপোস্টে
অপরাজিতার সাথে এই প্রথম দেখা
নাকের নাকফুল স্পষ্ট নিয়ন আলোয়
পূর্ণ জ্যোৎস্নায় পূর্ণিমার চাঁদ
সে আলোতে আঁধারের বিন্দু খুজিনি
একমনে দাঁড়িয়ে আমি আর হাদিস পার্ক
ঘড়ির কাটাতে সময় পেরিয়ে
আটকে রেখেছে অপারিজিতার চোখ
কখনও মোবাইল কিংবা ল্যাম্পপোস্ট
শেষ হয়নি হাতের পপকন
হঠাৎ এক ঝাপটা দক্ষিণা বাতাস
নিয়ে এসেছে পানির ফোটা ভেজাতে মন
সাজিয়ে বিদায় বরণ
ছুটেছে তিচক্রযান পিছু ফেলে হাদিস পার্ক
আমি আর অপরাজিতা
©somewhere in net ltd.