নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
প্রতিবাদের কালিতে লিখেছি তোকে
লিখেছি ব্যানারে,কবিতায়,ক্যানভাসে,ক্যাম্পাসে
তোর নাম লজ্জার অক্ষরে লিখেছি
লিখেছি ক্ষোভ আর বিক্ষোভে
ছাত্র-জনতা মিছিল
বাহুতে বাহু ঠেকিয়ে বন্ধন
মুক্তি চাইবো না , মুক্ত করতে চাই
মুক্ত করতে চাই অবহেলিত শিক্ষা থেকে
যেখানে আজ কান্নার ছাপ
যেখানে আজ কৃষক বাবার আর্তনাদ
যেখানে আজ শ্রমিক ভাইয়ের আহাকার
যেখানে আজ টিউশনি করে চলা ছেলেটার চোখে জল
আজ কোথায় তারা ?
ভাসানি-মুজিব- একে ফজলুল হক
কোথায় গেল কুদরত -ই- খোদা'র শিক্ষা রথ
দেখো চেয়ে বৃষ্টি ভেজা রাজপথ
হাজারো ভেজা দাঁড়কাক হয়ে নিয়ে যায় বিক্ষোভ রথ
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫
মোহাম্মদ সজল রহমান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৯
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।