নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য মতে এদেশের ৬৩% শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহন করছে বেসরকারি বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে । বিবিসির তথ্য মতে যদিও বলা হয়েছে দেশের মাত্র ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় উচ্চমানের বাকি গুলো কিন্তু খারাপ না । আপনি আমি সকলেই জানি বর্তমানের চাপিয়ে দেয়া ৭.৫% ভ্যাট এই সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মধ্যে যে চাপা ক্ষোভের সৃষ্টি করেছে তা শুধু দেশ নয় পৃথিবী জেনেছে এই কয়েকদিনে । সরকার যদিও বার বার বলে আসছে এই টাকা মালিক দিবে । তাহলে আমার প্রশ্ন থাকে সরকারের কাছে মালিক কি এতই বোকা যে নিজের পকেট থেকে টাকা দিবে ? তাহলে কোথা থেকে দিবে! নিশ্চয় তাদের আয় থেকে । তাহলে আয়’টা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে সুতারাং কি বুঝছেন “ হাতে নয় ভাতে মারতে চাই শিক্ষার্থীদের” এক সময় হিটলারের বিচারে ছিল “২টি শাস্তি ফাঁসি না হয় গুলি করে হত্যা” মরতে তাকে হবেই ।
আমাদের কি বলির পাঠা ভাবছে সরকার ? নাকি মিছে মরিচিকা? একটা দুটা নয় ব্যাঙের ছাতার মত গোটা কয়েক রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় । এক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় প্রতি বছর ভর্তি নেই প্রায় ১৫ হাজার ছাত্র-ছাত্রী ।
একবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভাবছেন না তাঁর সন্তান তুল্য এই কচি মুখগুলোর কথা । একবার কি দেখছেন না বৃষ্টির প্রতিটা ফোটা কিভাবে রক্তের মত গা বেয়ে পড়ছে রাজপথের এই কোমল শিক্ষার্থীর দেহ । একবার কি ভেবেছে আপনাদের মন্ত্রী পরিষদ এই সন্তানদের একটি করে পরিবার রয়েছে । সেখানে আজ কান্নার জমাট বাধা বন্যা নেমেছে সন্তান আজ রাজপথে বন্দুকের সামনে ।
সরকার যদি ভোটের রাজনীতি করে তবে এই ৬৩% শিক্ষার্থীর সকলের একটি করে ভোট আছে । পরিবারের রয়েছে কয়েকটি ভোট । আপনিও জানের সন্তানের বুকে লাথি দিয়ে বাবার ভোট পাওয়া যায় না । শিক্ষাকে যদি বাণিজ্য ভাবেন তাহলে তো সরকারের উচিত ভ্যাট বসিয়ে সনদ বিক্রি করা তাহলে ৪বছর আর নষ্ট হবে না । রাজপথে আপনাদের লাঠির বাড়ি আর আপনার পুলিশের গুলি বুকে নিয়ে যন্ত্রণায় মর্গে যেতে হবে না । সরকারের কাছে তাই একটি প্রশ্ন করি “ভ্যাট নাকি ভোট চাই”
সরকারের উচ্চমহল হয়তো ভয় পেয়েছেন তা না হলে কেন তারা পুলিশকে বলে গুলি চালাতে !কেন তারা বলে রাজপথ ছেড়ে দিতে না হলে ছাড়তে বাধ্য করা হবে । আমি উত্তর খুজে পায় না । আমি দেখেছি এই সহ যোদ্ধারা রুগীর গাড়ী,স্কুল বাস সহ হজ্জ যাত্রীদের গাড়ি ছেড়েছে দোয়া চেয়েছে তাদের জন্য । দেখেছি দুর্ভোগে পড়া যাত্রীদের কাছে গিয়ে বিনয়ের সাথে বোঝাতে কেন তাদের আন্দোলন কেন তাদের এই রাজপথে নেমে আসা । এরা গাড়ি ভাঙ্গে না , এরা লাঠি নিয়ে রাজপথে নামে নাই , এরা খাতা বই নিয়ে নেমেছে শিক্ষার অধিকার বাস্তবয়নের জন্য, এরা রাস্তায় নামেনি নামতে বাধ্য করেছে সরকার দুপুরের খাবার কেড়ে নিয়ে । বাধ্য করেছে কৃষক বাবার ব্লাড পেশার বাড়িয়ে মৃত্যুর মুখে ঠেলে দিতে ।
মধ্যম আয়ের এ দেশে এখনও মেধাবীদের বড় অংশ বঞ্চিত থাকে উচ্চ শিক্ষা থেকে। সেখানে শিক্ষার উপর ভ্যাট মানায় না । একটু দেখুন এই তথ্য ২০১৫ সালে এইচ এস সি ও সমমান পাস করেছে ৭,৩৮,৮৭২। বিপরিতে সরকারি বিশ্ববিদ্যালয় (রেগুলার বিশ্ববিদ্যালয়, জাতীয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ) এ এক শিক্ষা বর্ষে আসন রয়েছে আনুমানিক ১ লাখ মাত্র। সরকারিতে ভর্তি ১ লক্ষ বাদে বাকি ৬,৩৮,৮৭২ পরীক্ষার্থীর কি হবে?
বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি মেডিক্যাল সম্মিলিত ভাবে ১,৫১,৯৩২ জন শিক্ষার্থী ধারন করছে সরকারের বিনা অনুদানে, যারা এই দেশেরই নাগরিক! এরও বাইরে রয়েছেন ৪,৮৬,৯৪০ জন পাশ করা এইচ এস সি শিক্ষার্থী যারা সরকারি বেসরকারি কোথাও ভর্তির সুযোগই পাবেন না, কারন আসনই নাই, এই সংখ্যাটি মোট পরীক্ষা দেয়া স্টুডেন্ট এর ৪৫.৩৪%, পাশ করাদের ৬৫.৯০%।
উচ্চ শিক্ষার এক্সেস যখন এত নিচু পর্যায়ে সেখানে ধনীর শিক্ষার কথা বলে বেসরকারি শিক্ষার উপর ৭.৫% ট্যাক্স অগ্রহণ যোগ্য। হয় পাশ করাদের জন্য সম পরিমান পাবলিক বিশ্ব বিদ্যালয় আসন তৈরি করুন, না হয় প্রাইভেটে ভ্যাট কমিয়ে উল্টো তাদের অনুদান দিন।(সংগ্রহ)
শ্রদ্ধেয়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আমার একান্ত অনুরোধ “আমার উচ্চ শিক্ষার অধিকার খর্ব করবেন না” “আমার কৃষক বাবার পেটে লাথি মারবেন না” আমাদের চোখের পানি আপনার প্রাসাদের চৌকাঠ না মাড়ালেও দরজার সামনে প্লাবন ডেকে আনবে ।
পরিশেষে বলতে চাই “যুদ্ধও থামেনি বন্ধু থেমোনা তুমি” আমরা এনেছি স্বাধীনতা আমাদের রক্তে এদেশের ৫২,৬২,৬৬,৬৯,৭০,৭১,৮৯ এর ইতিহাস রচিত । আমরা অধিকার চাই ভ্যাট মুক্ত শিক্ষা চাই ।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৮
মোহাম্মদ সজল রহমান বলেছেন: এম আরাফাত ভাই লিখতে থাকেন আর ভালো লেখা বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩
জয়গন বলেছেন: সত্যিই ভালো লেগেছে, পড়তে গিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল!
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩
জয়গন বলেছেন: সত্যিই ভালো লেগেছে, পড়তে গিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল!
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭
শামছুল ইসলাম বলেছেন: চমৎকার তথ্য বহুল আবেগী লেখা।
শুভকামনা।
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪
মোহাম্মদ সজল রহমান বলেছেন: পড়তে থাকুন আমার ব্লগ নিয়মিত লিখছি ভ্যাট বিরোধী
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭
এম. আরাফাত মাহমুদ বলেছেন: আমরা অধিকার চাই ভ্যাট মুক্ত শিক্ষা চাই ।