নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন...
ভোট দিও না হাতিকে,
ভোট দিও তার নাতিকে |
ভোট দিও না গাধাকে,
ভোট দিও তার দাদাকে |
তিনি তাঁর আরেকটি বিখ্যাত কবিতায় বলেছেন...
রাজা আসে যায় রাজা বদলায়
নীল জামা গায় লাল জামা গায়
এই রাজা আসে ওই রাজা যায়
জামা কাপড়ের রং বদলায়....
দিন বদলায় না!
রাজা আসে যায় আসে আর যায়
শুধু পোষাকের রং বদলায়
শুধু মুখোশের ঢং বদলায়
আরেকটি কবিতায় খুব ক্ষোভের সাথে বলেছিলেন ...
রক্ত রক্ত শুধু রক্ত, দেখতে দেখতে দুই চোখ অন্ধ হয়ে যায়
শিক্ষক ছাত্রের রক্ত প্রতিটি সিঁড়িতে, ঘরে, চেয়ারে, চৌকাঠে বারান্দায়!
দরজা ভাঙ্গা, জানালা ভাঙ্গা, ছাতের কার্নিশ ভাঙ্গা, আহত ছাত্রের
মাথা ঠুকে ঠুকে তারা খসিয়েছে ইঁট সুরকি! রক্তাক্ত মাথায়
কেউ লাফ দিয়েছে বিশ ফুট নিচে, কাউকে ছুঁড়ে দিয়েছে পুলিশ ;
রক্তবমি ক'রে আজ হাস্পাতালে এই বাংলার কিশোর গোঙায়!
এই তোমার রাজত্ব, খুনী! তার উপর কি বাহবা চাও?
আমরাও দেখবো, তুমি কত দিন এইভাবে রাক্ষস নাচাও!
আজ ভাবছি আমরাও দেখবো, তুমি কত দিন এইভাবে রাক্ষস নাচাও! এই ৪০বছর পর কথাগুলো মিলে যাচ্ছে বাংলাদেশের নিরীহ লক্ষাধিক ছাত্রের জীবনীতে... মিশে যাচ্ছে রক্তের প্রতিটা লোহিত কণিকাতে একটা বিষ হয়ে চাপিয়ে দেয়া ৭.৫% ভ্যাট নামের ষ্টীম রোলার ।
বাংলাদেশে চলতি অর্থ বছরের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ রেখেছে বিশ হাজার কোটি টাকা । পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পুরো খরচ নির্বাহ হয় সরকারি এই বরাদ্দ থেকে । সেখানে একটি টাকাও দেওয়া হয়না কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে । আর এখানেই প্রকাশ পেয়েছে পাবলিক আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়য়ের বৈষম্য । তাঁর সাথে আবার যোগ করা ৭.৫% ভ্যাট যেন “আগুনে ঘি ঢালা” । এই কাজটা আমাদের অর্থমন্ত্রী নিজে থেকে করলেন । তিনি হয়তো ভুলে গেছে দেশ এখন পূর্বপাকিস্তান নেই, স্বাধীন হয়েছে ৪৪বছর । কিন্তু আজও ঘুমিয়ে থেকে সেই পাকিস্তানই রয়ে গেছে হয়তো ভাবছেন । যেখানে ছিল এমন বৈষম্য ভরা জঞ্জালের ব্যাবস্থা ।
এই ৭.৫% ভ্যাট থেকে সরকারের প্রায় ২৫০-৩০০ কোটি টাকা তুলতে পারবে । তবে আমার প্রশ্ন এই টাকা কি অন্য খাত থেকে উঠানো সম্ভব নয় ?
গতকাল বিবিসি সংলাপে দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাননীয় অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডঃ মসিউর রহমান বলছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কাছ থেকে যে টিউশন ফি সংগ্রহ করে সেখান থেকে ভ্যাট বাবদ সরকারকে টাকা পরিশোধ করতে পারে ।
তাঁর কথার অর্থ এমন দাঁড়ায় “দুধ খামারি দিবে,গরু ছাগল নয়”
©somewhere in net ltd.